টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে স্কুল পোশাক পরে রাস্তায় ধূমপান করার অভিযোগে চার ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। গত রমজান মাসে কোচিং সেন্টারে পড়তে এসে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ ঘটনা ঘটায়।
জানা যায়, গত রমজান মাসে ওই প্রতিষ্ঠানটির অষ্টম শ্রেণির চার ছাত্রী স্কুলের পাশে একটি কোচিং সেন্টারে পড়তে যায়। এ সময় কোচিং সেন্টারের পাশের গলিতে স্কুল পোশাক পরিহিত অবস্থায় ধূমপান করে ওই চার ছাত্রী। এ সময় পাশে থাকা অন্যান্য শিক্ষার্থীরা তা মোবাইল ফোনে ভিডিও করে রাখে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তারা। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে এলে গত বৃহস্পতিবার ওই চার ছাত্রীর অভিভাবককে ডেকে এনে তাদের বহিষ্কারের আদেশ দেওয়া হয়। এ ঘটনায় গতকাল বিকেলে শিক্ষার্থীরা স্কুলটির প্রধান ফটকে অবস্থান নিলে আন্দোলনের গুজব ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্কুলের এক শিক্ষার্থী বলে, রমজান মাসে কোচিং শুরুর আগে চার ছাত্রী ধূমপান করে। এ সময় পাশে থাকা সহপাঠীরা ওই ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়। পরে শিক্ষকেরা ভিডিও দেখে অভিভাবকদের জানান। শনিবার বিকেলে বহিষ্কারের বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা স্কুলের সামনে ভিড় জমায়।
সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান বলেন, ‘রমজান মাসে স্কুল বন্ধ থাকায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। গত বৃহস্পতিবার চার ছাত্রীকে মৌখিকভাবে স্কুলে না আসতে নিষেধ করা হয়েছে। বিষয়টি জেনে অন্যান্য শিক্ষার্থীরা স্কুলে এসে জড়ো হয়েছে। কোনো শিক্ষার্থী বিক্ষোভ করেনি। বিষয়টি গাজীপুরের শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।’
গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, ‘বিষয়টি শুনেছি। এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে আগামীকাল কথা হবে।’
গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘ওই স্কুলছাত্রীদের ভিডিওটি ফেসবুকে কারা ছড়িয়েছে তা এখনো চিহ্নিত করা যায়নি। ছাত্রীদের পরিবারের অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
গাজীপুরের টঙ্গীতে স্কুল পোশাক পরে রাস্তায় ধূমপান করার অভিযোগে চার ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। গত রমজান মাসে কোচিং সেন্টারে পড়তে এসে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ ঘটনা ঘটায়।
জানা যায়, গত রমজান মাসে ওই প্রতিষ্ঠানটির অষ্টম শ্রেণির চার ছাত্রী স্কুলের পাশে একটি কোচিং সেন্টারে পড়তে যায়। এ সময় কোচিং সেন্টারের পাশের গলিতে স্কুল পোশাক পরিহিত অবস্থায় ধূমপান করে ওই চার ছাত্রী। এ সময় পাশে থাকা অন্যান্য শিক্ষার্থীরা তা মোবাইল ফোনে ভিডিও করে রাখে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তারা। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে এলে গত বৃহস্পতিবার ওই চার ছাত্রীর অভিভাবককে ডেকে এনে তাদের বহিষ্কারের আদেশ দেওয়া হয়। এ ঘটনায় গতকাল বিকেলে শিক্ষার্থীরা স্কুলটির প্রধান ফটকে অবস্থান নিলে আন্দোলনের গুজব ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্কুলের এক শিক্ষার্থী বলে, রমজান মাসে কোচিং শুরুর আগে চার ছাত্রী ধূমপান করে। এ সময় পাশে থাকা সহপাঠীরা ওই ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়। পরে শিক্ষকেরা ভিডিও দেখে অভিভাবকদের জানান। শনিবার বিকেলে বহিষ্কারের বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা স্কুলের সামনে ভিড় জমায়।
সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান বলেন, ‘রমজান মাসে স্কুল বন্ধ থাকায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। গত বৃহস্পতিবার চার ছাত্রীকে মৌখিকভাবে স্কুলে না আসতে নিষেধ করা হয়েছে। বিষয়টি জেনে অন্যান্য শিক্ষার্থীরা স্কুলে এসে জড়ো হয়েছে। কোনো শিক্ষার্থী বিক্ষোভ করেনি। বিষয়টি গাজীপুরের শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।’
গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, ‘বিষয়টি শুনেছি। এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে আগামীকাল কথা হবে।’
গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘ওই স্কুলছাত্রীদের ভিডিওটি ফেসবুকে কারা ছড়িয়েছে তা এখনো চিহ্নিত করা যায়নি। ছাত্রীদের পরিবারের অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে