নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভাড়া নিয়ে জিম্মি অবস্থা থেকে বের হতে পারছে না সাধারণ যাত্রীরা। নতুন ভাড়ার চার্টই নেই অধিকাংশ বাসে। সরকারের নির্দেশনা অমান্য করে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। বর্ধিত ভাড়া কার্যকরের দ্বিতীয় দিনেও রাজধানীর অধিকাংশ বাসে পঞ্চাশ ভাগ বেশি নেওয়া হয়েছে। যদিও সরকারের পক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সর্বোচ্চ ২৭ শতাংশ ভাড়া বাড়িয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গতকাল মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর থেকে স্বাধীন পরিবহনে ওঠেন আখতার হোসাইন, গন্তব্য রামপুরা। অন্য সময়ে এই রুটের জন্য ভাড়া নিত ৩০ টাকা। তবে বাস চালকের সহকারী ৪৫ টাকা টাকা দাবি করেন। আখতার হোসাইন বলেন, হেলপারকে জিজ্ঞেস করলাম বর্ধিত ভাড়া হিসাব করলে কী ৪৫ টাকা আসে? উত্তরে হেলপার বলেছে প্রত্যেক স্টপেজ পাঁচ টাকা করে বেশি ভাড়া বেড়েছে। তাই আমরাও আপনাদের থেকে বেশি টাকা নিচ্ছি।
সবখানেই এমন অবস্থা। যাত্রীদের পকেট কাটা চলছেই। ভাড়া নিয়ে বাসের হেলপারের সঙ্গে যাত্রীদের বাগ বিতণ্ডার চিত্র দেখা গেছে বহুস্থানে। ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগেরও শেষ নেই। শাহবাগে বাসের অপেক্ষায় থাকা সাইফুল ইসলামের অভিযোগ, ‘বাসে উঠলেই ১৫ টাকা গুনতে হচ্ছে।
কাজে যেতে হবে, কোনো উপায় নেই। তাই বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিতে হচ্ছে। এসব দেখার কেউ নেই।’
কিছু বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে স্বীকার করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘ঢাকাসহ কিছু কিছু জেলায় বিআরটিএর নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এমন অভিযোগ আমরাও পাচ্ছি। এমন অবস্থায় বিআরটিএ কার্যালয় থেকে ভাড়ার চার্ট নিতে হবে। সরকার নির্ধারিত ভাড়া আদায় করার জন্য মালিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বাসে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিআরটিএকে অনুরোধ জানানো হয়েছে।’
বিআরটিএর অভিযানের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম দিনের অভিযানে বাড়তি ভাড়া যেন না নেওয়া হয়, তার জন্য সচেতন করা হয়েছে। কিছু অভিযোগের বিষয়ে জরিমানাও করা হয়েছে। তারপরেও যদি নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া হয় তখন কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এক মাস পর ফের ধর্মঘট
চার দিন পণ্য পরিবহন বন্ধ রাখার পর গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট স্থগিত করেছে ট্রাক শ্রমিক নেতারা। তাঁরা বলছেন, ট্রাকের ভাড়া ৩০ শতাংশ সমন্বয় করতে হবে। না হলে এক মাস পরে আবারও ধর্মঘট দেওয়া হবে।
সার্বিক বিষয়ে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রথম থেকেই জ্বালানি তেলের দাম কমিয়ে আগের অবস্থায় নিয়ে আসার জন্য বলেছি। যেহেতু এখন তা সম্ভব নয়। তাই বিকল্প হিসেবে আমরা বলেছি ট্রাকের ভাড়া ৩০ শতাংশ সমন্বয় করতে হবে।’
ভাড়া নিয়ে জিম্মি অবস্থা থেকে বের হতে পারছে না সাধারণ যাত্রীরা। নতুন ভাড়ার চার্টই নেই অধিকাংশ বাসে। সরকারের নির্দেশনা অমান্য করে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। বর্ধিত ভাড়া কার্যকরের দ্বিতীয় দিনেও রাজধানীর অধিকাংশ বাসে পঞ্চাশ ভাগ বেশি নেওয়া হয়েছে। যদিও সরকারের পক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সর্বোচ্চ ২৭ শতাংশ ভাড়া বাড়িয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গতকাল মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর থেকে স্বাধীন পরিবহনে ওঠেন আখতার হোসাইন, গন্তব্য রামপুরা। অন্য সময়ে এই রুটের জন্য ভাড়া নিত ৩০ টাকা। তবে বাস চালকের সহকারী ৪৫ টাকা টাকা দাবি করেন। আখতার হোসাইন বলেন, হেলপারকে জিজ্ঞেস করলাম বর্ধিত ভাড়া হিসাব করলে কী ৪৫ টাকা আসে? উত্তরে হেলপার বলেছে প্রত্যেক স্টপেজ পাঁচ টাকা করে বেশি ভাড়া বেড়েছে। তাই আমরাও আপনাদের থেকে বেশি টাকা নিচ্ছি।
সবখানেই এমন অবস্থা। যাত্রীদের পকেট কাটা চলছেই। ভাড়া নিয়ে বাসের হেলপারের সঙ্গে যাত্রীদের বাগ বিতণ্ডার চিত্র দেখা গেছে বহুস্থানে। ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগেরও শেষ নেই। শাহবাগে বাসের অপেক্ষায় থাকা সাইফুল ইসলামের অভিযোগ, ‘বাসে উঠলেই ১৫ টাকা গুনতে হচ্ছে।
কাজে যেতে হবে, কোনো উপায় নেই। তাই বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিতে হচ্ছে। এসব দেখার কেউ নেই।’
কিছু বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে স্বীকার করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘ঢাকাসহ কিছু কিছু জেলায় বিআরটিএর নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এমন অভিযোগ আমরাও পাচ্ছি। এমন অবস্থায় বিআরটিএ কার্যালয় থেকে ভাড়ার চার্ট নিতে হবে। সরকার নির্ধারিত ভাড়া আদায় করার জন্য মালিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বাসে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিআরটিএকে অনুরোধ জানানো হয়েছে।’
বিআরটিএর অভিযানের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম দিনের অভিযানে বাড়তি ভাড়া যেন না নেওয়া হয়, তার জন্য সচেতন করা হয়েছে। কিছু অভিযোগের বিষয়ে জরিমানাও করা হয়েছে। তারপরেও যদি নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া হয় তখন কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এক মাস পর ফের ধর্মঘট
চার দিন পণ্য পরিবহন বন্ধ রাখার পর গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট স্থগিত করেছে ট্রাক শ্রমিক নেতারা। তাঁরা বলছেন, ট্রাকের ভাড়া ৩০ শতাংশ সমন্বয় করতে হবে। না হলে এক মাস পরে আবারও ধর্মঘট দেওয়া হবে।
সার্বিক বিষয়ে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রথম থেকেই জ্বালানি তেলের দাম কমিয়ে আগের অবস্থায় নিয়ে আসার জন্য বলেছি। যেহেতু এখন তা সম্ভব নয়। তাই বিকল্প হিসেবে আমরা বলেছি ট্রাকের ভাড়া ৩০ শতাংশ সমন্বয় করতে হবে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে