শার্লক হোমস

সম্পাদকীয়
প্রকাশ : ০৫ আগস্ট ২০২২, ০৬: ৩৫
আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১০: ১৮

পাঠকের কাছে শার্লক হোমস নামে গোয়েন্দাটিকে পৌঁছে দেওয়া খুব সহজ ছিল না। আর্থার কোনান ডয়েল এই গোয়েন্দাকে নিয়ে লিখলেন একটি উপন্যাস। তারপর যা হয়, ঘুরতে লাগলেন প্রকাশকদের দ্বারে দ্বারে। উপন্যাসটির নাম ছিল ‘এ স্টাডি ইন স্কারলেট’। প্রকাশকেরা উপন্যাসটি দেখলেন এবং বলে দিলেন, ‘এ উপন্যাস ছাপা যাবে না।’ গোয়েন্দা কাহিনিকে তো আর ‘অভিজাত’ সাহিত্য বলা যায় না—এ রকম একটা ভাব নিয়েই কথা বললেন প্রকাশকেরা।

১৮৮৬ সালে ‘ওয়ার্ড অ্যান্ড লক’ নামে একটি প্রকাশনা সংস্থা অবশ্য আর্থারকে ডেকে নিল। তাদের একজন কর্তাব্যক্তি বললেন, ‘এই বইয়ের স্বত্ব তাঁরা কিনে নেবেন ২৫ পাউন্ড-স্টারলিং দিয়ে। খুবই কম টাকা। কিন্তু আর্থার কোনান ডয়েল কী আর করতে পারেন। তিনি তাতেই রাজি হয়ে গেলেন। ছাপা হলো শার্লক হোমসের প্রথম কাহিনি।

এভাবেই যে শার্লক হোমসে বাঁধা পড়ে যাবেন, সে কথা তখন একবারের জন্যও ভাবেননি আর্থার। ‘স্ট্র্যান্ড’ বলে এক প্রকাশনা সংস্থার পক্ষ থেকে এরপর একজন এলেন আর্থার কোনান ডয়েলের কাছে। একেবারে অনুনয় করে বললেন, শার্লক হোমস যেন ধারাবাহিকভাবে তিনি লেখেন। উদ্ভট এই প্রস্তাব এড়ানোর জন্য ডয়েল বললেন, ‘প্রতিটি গল্পের জন্য ৫০ পাউন্ড-স্টারলিং দিতে হবে।’ ডয়েল নিশ্চিত ছিলেন, স্ট্র্যান্ড কর্তৃপক্ষ তাঁর দাবি শুনে পিছিয়ে যাবে। কিন্তু কী আশ্চর্য! তাতেই রাজি হয়ে গেল প্রকাশনা সংস্থাটি।

এরপর এমন সময়ও এসেছিল, যখন একটি গল্পের জন্য ১০০০ পাউন্ডও পেয়েছেন লেখক। এত চাপ নিতে না পারায় ডয়েল একসময় তাঁর নায়ক হোমসকে মেরেও ফেললেন। কিন্তু তাতে কি রক্ষা পাওয়া গেল? ইংল্যান্ডজুড়ে আলোড়ন উঠল—শার্লক হোমসের মতো জাতীয় বীরকে মেরে ফেলার সাহস কীভাবে পান লেখক? হ্যাঁ, শার্লক হোমসকে আবার বাঁচিয়ে তুলতে বাধ্য হয়েছিলেন আর্থার কোনান ডয়েল। সেটাও বহুল আলোচিত গল্প।

সূত্র: ই-ফাক্তি ডট রু

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রংপুরে সাবেক দুই এমপিসহ আ.লীগ-জাতীয় পার্টির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা

‘এই দিন দিন না, আরও দিন আছে’, আদালতে বললেন কামরুল

ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করল তিতুমীরের শিক্ষার্থীরা

প্রথমবার ব্যর্থ, পরদিন ভোরে হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

রাজনৈতিক দলকে শাস্তির আওতায় আনতে আইন সংশোধন হচ্ছে: আসিফ নজরুল

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত