নোয়াখালী প্রতিনিধি
নিখোঁজের ২২ বছর পর পরিবারে ফিরলেন নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ফারজানা আক্তার (ছদ্মনাম)। গত সোমবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে সোনাপুর জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁকে উদ্ধার করে র্যাব।
হারিয়ে যাওয়া বোনকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভাই মো. শাহীন (ছদ্মনাম)। তিনি বলেন, ‘বোনকে ফিরে পেয়ে আমি ও আমার পরিবারের প্রত্যেক সদস্য অনেক খুশি।’
জানা গেছে, নিজ বাড়ি থেকে ২০০০ সালে ঘুরতে বের হন ১৪ বছরের কিশোরী ফারজানা আক্তার। একপর্যায়ে নিজের বাড়ির রাস্তা হারিয়ে পেলেন। পড়াশোনা না জানায় এবং ঠিকমতো ঠিকানা বলতে না পারায় আর বাড়ি ফিরে আসতে পারেননি ফারজানা। তাঁর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তাঁর সন্ধান পাননি।
নিখোঁজ ফারজানা মারা গেছেন অথবা পাচার হয়ে গেছেন-এলাকার লোকজনের দেওয়া এমন তথ্যে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেননি তাঁর পরিবার। এদিকে হারিয়ে যাওয়া ফারজানা বেঁচে থাকার আশায় এক ব্যক্তির মাধ্যমে অন্যের বাসায় গৃহ পরিচারিকার কাজ নেন। এত বছর ধরে তিনি রাজশাহী, চট্টগ্রাম ও নোয়াখালীতে বিভিন্ন বাসায় গৃহ পরিচালিকার কাজ করতে থাকেন।
অন্যদিকে তাঁর পরিবারের লোকজন বিভিন্ন মাধ্যমে তাকে খুঁজতে থাকেন। কিছুদিন আগে ফারজানার ভাইয়ের কাছে খবর আসে তাঁর বোনের মতো দেখতে এক নারী নোয়াখালীর সোনাপুর এলাকার একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। এমন তথ্যের ভিত্তিতে গত শনিবার সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন শহিদ উল্লাহ। পরে গত সোমবার র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ে সাধারণ ডায়েরিসহ হাজির হয়ে মৌখিকভাবে অভিযোগ করেন তিনি।
অভিযোগের ভিত্তিতে নিখোঁজ ফারজানার পরিবারের লোকদের নিয়ে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে সোনাপুর জিরো পয়েন্ট এলাকা থেকে ফারজানা আক্তারকে উদ্ধার করে র্যাব।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ফারজানাকে উদ্ধার করে তাঁর ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়।
নিখোঁজের ২২ বছর পর পরিবারে ফিরলেন নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ফারজানা আক্তার (ছদ্মনাম)। গত সোমবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে সোনাপুর জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁকে উদ্ধার করে র্যাব।
হারিয়ে যাওয়া বোনকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভাই মো. শাহীন (ছদ্মনাম)। তিনি বলেন, ‘বোনকে ফিরে পেয়ে আমি ও আমার পরিবারের প্রত্যেক সদস্য অনেক খুশি।’
জানা গেছে, নিজ বাড়ি থেকে ২০০০ সালে ঘুরতে বের হন ১৪ বছরের কিশোরী ফারজানা আক্তার। একপর্যায়ে নিজের বাড়ির রাস্তা হারিয়ে পেলেন। পড়াশোনা না জানায় এবং ঠিকমতো ঠিকানা বলতে না পারায় আর বাড়ি ফিরে আসতে পারেননি ফারজানা। তাঁর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তাঁর সন্ধান পাননি।
নিখোঁজ ফারজানা মারা গেছেন অথবা পাচার হয়ে গেছেন-এলাকার লোকজনের দেওয়া এমন তথ্যে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেননি তাঁর পরিবার। এদিকে হারিয়ে যাওয়া ফারজানা বেঁচে থাকার আশায় এক ব্যক্তির মাধ্যমে অন্যের বাসায় গৃহ পরিচারিকার কাজ নেন। এত বছর ধরে তিনি রাজশাহী, চট্টগ্রাম ও নোয়াখালীতে বিভিন্ন বাসায় গৃহ পরিচালিকার কাজ করতে থাকেন।
অন্যদিকে তাঁর পরিবারের লোকজন বিভিন্ন মাধ্যমে তাকে খুঁজতে থাকেন। কিছুদিন আগে ফারজানার ভাইয়ের কাছে খবর আসে তাঁর বোনের মতো দেখতে এক নারী নোয়াখালীর সোনাপুর এলাকার একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। এমন তথ্যের ভিত্তিতে গত শনিবার সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন শহিদ উল্লাহ। পরে গত সোমবার র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ে সাধারণ ডায়েরিসহ হাজির হয়ে মৌখিকভাবে অভিযোগ করেন তিনি।
অভিযোগের ভিত্তিতে নিখোঁজ ফারজানার পরিবারের লোকদের নিয়ে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে সোনাপুর জিরো পয়েন্ট এলাকা থেকে ফারজানা আক্তারকে উদ্ধার করে র্যাব।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ফারজানাকে উদ্ধার করে তাঁর ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে