রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে মহাসড়কে ভটভটি, নছিমন ও করিমনের মতো নিষিদ্ধ যানবাহনের দৌরাত্ম্য কমছেই না। এতে ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের প্রতি নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে মাঠপর্যায়ে পুলিশের পক্ষ থেকে জোরালো কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
৫ জুন মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলে নিরুৎসাহিত করে ফেসবুকে একটি পোস্ট দেন রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি সেখানে উল্লেখ করেন, মহাসড়কের অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা এসেছে। তাই মহাসড়কে এসব গাড়ি চলাচলে নিরুৎসাহিত করা হচ্ছে। অচিরেই এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে গতকাল বৃহস্পতিবার ওই আইডিতে আর স্ট্যাটাসটি খুঁজে পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা গেছে, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী-নাটোর ও রাজশাহী-নওগাঁ মহাসড়কে এখনো ভটভটি ও নছিমন-করিমন চলছে। এ ছাড়া সড়কগুলোতে বিকট শব্দ করে চলছে পাওয়ার টিলার। গরু-মহিষ পরিবহনের জন্য সড়কগুলোতে ট্রাকের সমান বড় আকারের নছিমনও চলছে। আর এগুলো চলে দ্রুতগতিতে। গ্রামের মহাসড়ক হয়ে এসব গাড়ি রাজশাহী নগরীর সড়কগুলোতেও ঢুকে পড়ছে।
রাজশাহী নগরীর কাঁঠালবাড়িয়া এলাকার বাসচালক সোহেল রানা বলেন, মহাসড়কে যেসব ভটভটি, নছিমন ও করিমন চলে; সেগুলো কোনো নিয়মনীতি মানে না। এসব গাড়ি যেখানে সেখানে থেমে যায়। আবার হঠাৎ করে ইউটার্ন নেয়। এগুলোর লুকিং গ্লাস থাকে না। শ্যালো মেশিনে এগুলো চলে বিকট শব্দ করে। তাই পেছন থেকে হর্ন দিলেও চালক শুনতে পান না। তখন পেছনে বাস নিয়ে খুবই বিড়ম্বনায় পড়তে হয়। এগুলো বন্ধ করা দরকার।
নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) রাজশাহী জেলার সহসভাপতি ওয়ালিউর রহমান বাবু বলেন, ‘একটার পর একটা দুর্ঘটনা ঘটছে নছিমন, করিমন ও ভটভটির কারণে। এতে প্রাণহানি ঘটছে। আমরা প্রশাসনকে বলছি, এসব গাড়ি গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখে। কৃষিপণ্য পরিবহন করে। অনেকের সংসার চলে এসব গাড়িতে। তাই এগুলোর জন্য হয় আলাদা লেন করতে হবে, না হয় একেবারেই গ্রামীণ সড়কে চলতে হবে। মহাসড়কে উঠে দুর্ঘটনার কারণ হওয়া যাবে না।’
মহাসড়কে এসব গাড়ি যেন না চালানো হয়, সে জন্য ৬ জুন রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে পথসভা করেন পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম।
পুলিশের গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা নির্দেশনা এসেছে। আমরাও চালকদের নিরুৎসাহিত করছি। দ্রুত এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
রাজশাহীতে মহাসড়কে ভটভটি, নছিমন ও করিমনের মতো নিষিদ্ধ যানবাহনের দৌরাত্ম্য কমছেই না। এতে ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের প্রতি নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে মাঠপর্যায়ে পুলিশের পক্ষ থেকে জোরালো কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
৫ জুন মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলে নিরুৎসাহিত করে ফেসবুকে একটি পোস্ট দেন রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি সেখানে উল্লেখ করেন, মহাসড়কের অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা এসেছে। তাই মহাসড়কে এসব গাড়ি চলাচলে নিরুৎসাহিত করা হচ্ছে। অচিরেই এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে গতকাল বৃহস্পতিবার ওই আইডিতে আর স্ট্যাটাসটি খুঁজে পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা গেছে, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী-নাটোর ও রাজশাহী-নওগাঁ মহাসড়কে এখনো ভটভটি ও নছিমন-করিমন চলছে। এ ছাড়া সড়কগুলোতে বিকট শব্দ করে চলছে পাওয়ার টিলার। গরু-মহিষ পরিবহনের জন্য সড়কগুলোতে ট্রাকের সমান বড় আকারের নছিমনও চলছে। আর এগুলো চলে দ্রুতগতিতে। গ্রামের মহাসড়ক হয়ে এসব গাড়ি রাজশাহী নগরীর সড়কগুলোতেও ঢুকে পড়ছে।
রাজশাহী নগরীর কাঁঠালবাড়িয়া এলাকার বাসচালক সোহেল রানা বলেন, মহাসড়কে যেসব ভটভটি, নছিমন ও করিমন চলে; সেগুলো কোনো নিয়মনীতি মানে না। এসব গাড়ি যেখানে সেখানে থেমে যায়। আবার হঠাৎ করে ইউটার্ন নেয়। এগুলোর লুকিং গ্লাস থাকে না। শ্যালো মেশিনে এগুলো চলে বিকট শব্দ করে। তাই পেছন থেকে হর্ন দিলেও চালক শুনতে পান না। তখন পেছনে বাস নিয়ে খুবই বিড়ম্বনায় পড়তে হয়। এগুলো বন্ধ করা দরকার।
নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) রাজশাহী জেলার সহসভাপতি ওয়ালিউর রহমান বাবু বলেন, ‘একটার পর একটা দুর্ঘটনা ঘটছে নছিমন, করিমন ও ভটভটির কারণে। এতে প্রাণহানি ঘটছে। আমরা প্রশাসনকে বলছি, এসব গাড়ি গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখে। কৃষিপণ্য পরিবহন করে। অনেকের সংসার চলে এসব গাড়িতে। তাই এগুলোর জন্য হয় আলাদা লেন করতে হবে, না হয় একেবারেই গ্রামীণ সড়কে চলতে হবে। মহাসড়কে উঠে দুর্ঘটনার কারণ হওয়া যাবে না।’
মহাসড়কে এসব গাড়ি যেন না চালানো হয়, সে জন্য ৬ জুন রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে পথসভা করেন পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম।
পুলিশের গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা নির্দেশনা এসেছে। আমরাও চালকদের নিরুৎসাহিত করছি। দ্রুত এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে