ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ফরিদগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের অধিকাংশ জায়গায় পিচ ও খোয়া উঠে গেছে। অনেক স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এসব গর্তে বৃষ্টির পানি জমে থাকে। গর্তে যানবাহন পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। গত ৬ মাসেই ঘটেছে অন্তত ২০টি দুর্ঘটনা। এতে নিহত হয়েছেন অন্তত ১৫ জন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
সড়কটির সবচেয়ে দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত কয়েকটি স্থান হলো ধানুয়া বাজার এলাকা, ভাটিয়ালপুর চৌরাস্তা, কালির বাজার চৌরাস্তা, পূর্ব বড়ালী ব্রিজ এলাকা, চতুরা এলাকা, খেজুর তলা এলাকা ও গৃদকালিন্দয়া এলাকা।
এ সব এলাকার বেশ কয়েকটি স্থানে সড়কটিতে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। সরেজমিন এসব স্থানে দেখা গেছে, সড়কের কার্পেটিং উঠে মাঝখানে উঁচু নিচু ছোট-বড় অনেক গর্ত। আবার কোনো কোনো স্থানে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
আশিকুর রহমান নামের এক পিকআপ ভ্যান চালক জানান, তিনি ৩ মাস আগে এ সড়কে ভ্যান চালানোর সময় দুর্ঘটনার শিকার হন। মুকবুল পণ্ডিত ব্রিজ এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে জায়গা দিতে তাঁর অটো ভ্যান সড়কের খাদে পড়ে এই দুর্ঘটনার শিকার হন।
মোবারক হোসেন নামের আরেক গাড়ি চালক জানান, সড়ক দিয়ে যখন তিনি গাড়ি চালান, তখন দুর্ঘটনার ভয়ে থাকেন। প্রায় সব সময় মনে হয় কখন তাঁর গাড়ি খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়।
ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার জয়নাল আবেদীন জানান, ৪ মাস আগে এ সড়কে দুর্ঘটনার শিকার হয়ে তাঁর নিকট আত্মীয়সহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন।
এ ছাড়া সড়কে চলাচলকারী বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কটি কয়েক বছর আগে একবার সংস্কার করা হয়েছিল। কিন্তু ঠিকমতো কাজ না করার কারণে আবারও এসব স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ফরিদগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক নারায়ণ রবিদাস বলেন, সড়কটিতে চলতি বছরে অনেক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন যাত্রী ও পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি। অদক্ষ চালকদের পাশাপাশি দুর্ঘটনার বড় কারণ এ সড়কের বিভিন্ন স্থানে এ সব গর্ত।
সড়ক ও জনপদ (সওজ) বিভাগ চাঁদপুর জেলা পরিচালক আতিকুর রহমান বলেন, ‘জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখেই সড়কটি সংস্কারের ব্যবস্থা করা হবে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সংস্কারকাজ শুরু করা যাবে।’
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ফরিদগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের অধিকাংশ জায়গায় পিচ ও খোয়া উঠে গেছে। অনেক স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এসব গর্তে বৃষ্টির পানি জমে থাকে। গর্তে যানবাহন পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। গত ৬ মাসেই ঘটেছে অন্তত ২০টি দুর্ঘটনা। এতে নিহত হয়েছেন অন্তত ১৫ জন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
সড়কটির সবচেয়ে দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত কয়েকটি স্থান হলো ধানুয়া বাজার এলাকা, ভাটিয়ালপুর চৌরাস্তা, কালির বাজার চৌরাস্তা, পূর্ব বড়ালী ব্রিজ এলাকা, চতুরা এলাকা, খেজুর তলা এলাকা ও গৃদকালিন্দয়া এলাকা।
এ সব এলাকার বেশ কয়েকটি স্থানে সড়কটিতে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। সরেজমিন এসব স্থানে দেখা গেছে, সড়কের কার্পেটিং উঠে মাঝখানে উঁচু নিচু ছোট-বড় অনেক গর্ত। আবার কোনো কোনো স্থানে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
আশিকুর রহমান নামের এক পিকআপ ভ্যান চালক জানান, তিনি ৩ মাস আগে এ সড়কে ভ্যান চালানোর সময় দুর্ঘটনার শিকার হন। মুকবুল পণ্ডিত ব্রিজ এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে জায়গা দিতে তাঁর অটো ভ্যান সড়কের খাদে পড়ে এই দুর্ঘটনার শিকার হন।
মোবারক হোসেন নামের আরেক গাড়ি চালক জানান, সড়ক দিয়ে যখন তিনি গাড়ি চালান, তখন দুর্ঘটনার ভয়ে থাকেন। প্রায় সব সময় মনে হয় কখন তাঁর গাড়ি খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়।
ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার জয়নাল আবেদীন জানান, ৪ মাস আগে এ সড়কে দুর্ঘটনার শিকার হয়ে তাঁর নিকট আত্মীয়সহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন।
এ ছাড়া সড়কে চলাচলকারী বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কটি কয়েক বছর আগে একবার সংস্কার করা হয়েছিল। কিন্তু ঠিকমতো কাজ না করার কারণে আবারও এসব স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ফরিদগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক নারায়ণ রবিদাস বলেন, সড়কটিতে চলতি বছরে অনেক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন যাত্রী ও পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি। অদক্ষ চালকদের পাশাপাশি দুর্ঘটনার বড় কারণ এ সড়কের বিভিন্ন স্থানে এ সব গর্ত।
সড়ক ও জনপদ (সওজ) বিভাগ চাঁদপুর জেলা পরিচালক আতিকুর রহমান বলেন, ‘জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখেই সড়কটি সংস্কারের ব্যবস্থা করা হবে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সংস্কারকাজ শুরু করা যাবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে