কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দুর্গাপূজার জন্য প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। ইতিমধ্যে শিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় পূর্ণরূপে ফুটে উঠেছে দৃষ্টিনন্দন অধিকাংশ প্রতিমা। এবার উপজেলার ১৭টি পূজামণ্ডপে প্রতিমা তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১১ অক্টোবর পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় প্রথা অনুযায়ী ১১ অক্টোবর থেকে শারদীয় দুর্গোৎসবের আয়োজন শুরু হবে। এ ছাড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মহামারি আকার ধারণ করায় সরকারিভাবে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শারদীয় দুর্গোৎসব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
চিংগড়িয়ায় কর্মরত মৃৎশিল্পী গোবিন্দ সাহা বলেন, ‘দেবীদুর্গা আসছেন অন্ধকার আচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করতে। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে দেবীদুর্গাকে বরণ করে নেওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। নিজেদের মনের মতো করে প্রতিমার নকশায় নিজেকে সেরা শিল্পী হিসেবে তুলে ধরতে দিন-রাত পরিশ্রম করে ব্যস্ত সময় পার করছি আমরা।’
পাখিমাড়া গৌড় গোবিন্দ মন্দির এলাকার ভক্ত সুবিমল সরকার আজকের পত্রিকাকে জানান, প্রতিবছর এখানে উৎসাহ উদ্দিপনার মধ্যে শারদীয় দুর্গাপূজা হয়। বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এখানে পূজা উদ্যাপনে আসেন। এবারও প্রতিমা তৈরির কাজ পুরোদমে চলছে।
কলাপাড়া পৌর শহর চিংগুড়িয়া সর্বজনীন শ্রী শ্রী দুর্গামন্দির কমিটির সাধারণ সম্পাদক সুখরঞ্জন তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা উদ্যাপন করতে প্রস্তুতি নিচ্ছি। করোনা মহামারি থেকে পরিত্রাণ পেতে মা দুর্গার কাছে প্রার্থনাসহ সমাজের সব ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে মা দুর্গার কাছে প্রার্থনা করা হবে। ইতিমধ্যেই সুন্দরভাবে পূজা উদ্যাপন করার লক্ষ্যে এলাকার যুবকদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।’
কলাপাড়া উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন, ‘এ বছর কলাপাড়া উপজেলায় ১৭টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে সভা করা হবে।’
পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দুর্গাপূজার জন্য প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। ইতিমধ্যে শিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় পূর্ণরূপে ফুটে উঠেছে দৃষ্টিনন্দন অধিকাংশ প্রতিমা। এবার উপজেলার ১৭টি পূজামণ্ডপে প্রতিমা তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১১ অক্টোবর পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় প্রথা অনুযায়ী ১১ অক্টোবর থেকে শারদীয় দুর্গোৎসবের আয়োজন শুরু হবে। এ ছাড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মহামারি আকার ধারণ করায় সরকারিভাবে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শারদীয় দুর্গোৎসব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
চিংগড়িয়ায় কর্মরত মৃৎশিল্পী গোবিন্দ সাহা বলেন, ‘দেবীদুর্গা আসছেন অন্ধকার আচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করতে। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে দেবীদুর্গাকে বরণ করে নেওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। নিজেদের মনের মতো করে প্রতিমার নকশায় নিজেকে সেরা শিল্পী হিসেবে তুলে ধরতে দিন-রাত পরিশ্রম করে ব্যস্ত সময় পার করছি আমরা।’
পাখিমাড়া গৌড় গোবিন্দ মন্দির এলাকার ভক্ত সুবিমল সরকার আজকের পত্রিকাকে জানান, প্রতিবছর এখানে উৎসাহ উদ্দিপনার মধ্যে শারদীয় দুর্গাপূজা হয়। বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এখানে পূজা উদ্যাপনে আসেন। এবারও প্রতিমা তৈরির কাজ পুরোদমে চলছে।
কলাপাড়া পৌর শহর চিংগুড়িয়া সর্বজনীন শ্রী শ্রী দুর্গামন্দির কমিটির সাধারণ সম্পাদক সুখরঞ্জন তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা উদ্যাপন করতে প্রস্তুতি নিচ্ছি। করোনা মহামারি থেকে পরিত্রাণ পেতে মা দুর্গার কাছে প্রার্থনাসহ সমাজের সব ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে মা দুর্গার কাছে প্রার্থনা করা হবে। ইতিমধ্যেই সুন্দরভাবে পূজা উদ্যাপন করার লক্ষ্যে এলাকার যুবকদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।’
কলাপাড়া উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন, ‘এ বছর কলাপাড়া উপজেলায় ১৭টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে সভা করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে