সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধলেশ্বরী নদীর তীরে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন উপজেলার বালুচর ইউনিয়নের ভাঙনকবলিত চান্দেরচর গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসীরা অভিযোগ করেন, অবৈধভাবে ড্রেজার ব্যবসা করছেন মো. মামুন ও রুবেল নামে স্থানীয় দুই ব্যক্তি। দীর্ঘদিন ধলেশ্বরী নদীর ভাঙন রোধ করার জন্য গ্রামবাসী ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু কোনোভাবেই ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না। পরে ভাঙন ঠেকাতে গ্রামবাসীর ব্যক্তিগত অর্থায়নে ১০ লাখের বেশি টাকা খরচ করে বাঁশের বাঁধ দেওয়া হয়েছে।
অন্যদিকে নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ড্রেজার ব্যবসা চালাচ্ছেন কেউ কেউ। এতে নদীভাঙন তীব্র থেকে আরও তীব্র আকার ধারণ করছে। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর ফলে ওই গ্রামে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দেখা গেছে, নদীর পাড় ঘেঁষে ড্রেজারের পাইপ টানা হয়েছে। বালুবাহী ট্রলারের মাধ্যমে বালু এনে ফসলি জমি ভরাটের কাজ করা হচ্ছে।
জানা যায়, বিভিন্ন দপ্তরে দীর্ঘ এক যুগ যোগাযোগ করেও ভাঙন থেকে পরিত্রাণ পায়নি গ্রামবাসী। গ্রামবাসী একাধিকবার মানববন্ধন, সভা-সমাবেশ করেছে। কিন্তু এর কোনো সমাধান হয়নি।
চান্দেরচর গ্রামের বাসিন্দা মো. সামসুদ্দিন বলেন, ‘চান্দেরচরের এক কিলোমিটার এলাকার ২০০ মিটারের বেশি জমি নদীতে বিলীন হয়ে গেছে। তিন ফসলি অনেক জমি নদীগর্ভে চলে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে বসতবাড়ি, স্কুল-মাদ্রাসা, মসজিদ, খেয়াঘাট ও হাটবাজার অচিরেই বিলীন হয়ে যাবে।’
একাধিক গ্রামবাসী অভিযোগ করে জানান, নিষেধ করার পরেও বালু ব্যবসায়ীরা ড্রেজার বসাচ্ছেন। তাঁরা জোর করেই জমির ওপর দিয়ে ড্রেজারের পাইপ টানেন। ভাঙন রোধে মানববন্ধন ও সভা করেও সরকারের কোনো সহযোগিতা পাচ্ছেন না তাঁরা।
এ বিষয়ে মো. মামুন বলেন, ‘আমার জমিতে মাটি ভরাট করার জন্য ড্রেজার বসিয়েছি। নিজের বাড়ি বানানোর জন্য জমি ভরাট করা হচ্ছে। তবে এর আগে গ্রামবাসীর সঙ্গে আলাপ করেছি।’
বালুচর ইউপির সদস্য আলেক চান সজীব বলেন, ‘এ বিষয়ে আমাদের সঙ্গে কেউ আলাপ করেনি, তবে আমি ব্যক্তিগতভাবে নিষেধ করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘যাদের জমির ওপর দিয়ে পাইপ টানা হচ্ছে, তাঁরা পাইপ টানতে না দিলেই তো হয়।’
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধলেশ্বরী নদীর তীরে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন উপজেলার বালুচর ইউনিয়নের ভাঙনকবলিত চান্দেরচর গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসীরা অভিযোগ করেন, অবৈধভাবে ড্রেজার ব্যবসা করছেন মো. মামুন ও রুবেল নামে স্থানীয় দুই ব্যক্তি। দীর্ঘদিন ধলেশ্বরী নদীর ভাঙন রোধ করার জন্য গ্রামবাসী ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু কোনোভাবেই ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না। পরে ভাঙন ঠেকাতে গ্রামবাসীর ব্যক্তিগত অর্থায়নে ১০ লাখের বেশি টাকা খরচ করে বাঁশের বাঁধ দেওয়া হয়েছে।
অন্যদিকে নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ড্রেজার ব্যবসা চালাচ্ছেন কেউ কেউ। এতে নদীভাঙন তীব্র থেকে আরও তীব্র আকার ধারণ করছে। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর ফলে ওই গ্রামে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দেখা গেছে, নদীর পাড় ঘেঁষে ড্রেজারের পাইপ টানা হয়েছে। বালুবাহী ট্রলারের মাধ্যমে বালু এনে ফসলি জমি ভরাটের কাজ করা হচ্ছে।
জানা যায়, বিভিন্ন দপ্তরে দীর্ঘ এক যুগ যোগাযোগ করেও ভাঙন থেকে পরিত্রাণ পায়নি গ্রামবাসী। গ্রামবাসী একাধিকবার মানববন্ধন, সভা-সমাবেশ করেছে। কিন্তু এর কোনো সমাধান হয়নি।
চান্দেরচর গ্রামের বাসিন্দা মো. সামসুদ্দিন বলেন, ‘চান্দেরচরের এক কিলোমিটার এলাকার ২০০ মিটারের বেশি জমি নদীতে বিলীন হয়ে গেছে। তিন ফসলি অনেক জমি নদীগর্ভে চলে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে বসতবাড়ি, স্কুল-মাদ্রাসা, মসজিদ, খেয়াঘাট ও হাটবাজার অচিরেই বিলীন হয়ে যাবে।’
একাধিক গ্রামবাসী অভিযোগ করে জানান, নিষেধ করার পরেও বালু ব্যবসায়ীরা ড্রেজার বসাচ্ছেন। তাঁরা জোর করেই জমির ওপর দিয়ে ড্রেজারের পাইপ টানেন। ভাঙন রোধে মানববন্ধন ও সভা করেও সরকারের কোনো সহযোগিতা পাচ্ছেন না তাঁরা।
এ বিষয়ে মো. মামুন বলেন, ‘আমার জমিতে মাটি ভরাট করার জন্য ড্রেজার বসিয়েছি। নিজের বাড়ি বানানোর জন্য জমি ভরাট করা হচ্ছে। তবে এর আগে গ্রামবাসীর সঙ্গে আলাপ করেছি।’
বালুচর ইউপির সদস্য আলেক চান সজীব বলেন, ‘এ বিষয়ে আমাদের সঙ্গে কেউ আলাপ করেনি, তবে আমি ব্যক্তিগতভাবে নিষেধ করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘যাদের জমির ওপর দিয়ে পাইপ টানা হচ্ছে, তাঁরা পাইপ টানতে না দিলেই তো হয়।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে