এবার প্রশাসন, সাংবাদিকদের সমালোচনা করলেন কাদের মির্জা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ৫৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, দুর্নীতিগ্রস্ত রাজনীতি, আমলা-প্রশাসন ও সাংবাদিকতা থেকে দেশ ও জাতি উপকৃত হয় না। তিনি অভিযোগ করেন, ‘তিন ভাগনেকে ইউপি নির্বাচনে জেতানোর জন্য ওবায়দুল কাদের প্রশাসনকে দিয়ে ভোট ডাকাতি করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন। তাঁর এসব আচরণের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ও এখানকার জনগণ তাঁকে (ওবায়দুল কাদের) লাল-কার্ড দেখাব।’

মেয়র আবদুল কাদের মির্জা গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর অনুসারীদের আয়োজনে সদ্য নির্বাচিত তিন ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা ও পরাজিত প্রার্থীদের সান্ত্বনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি দুর্নীতিবাজ ইউএনও, ওসি, নির্বাচনী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টাকা খেয়ে তাঁর সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের হারিয়ে দিয়েছেন বলে দাবি করেন। তিনি বলেন, জনগণ তাঁদের পরাজিত করেনি। করেছে সেতুমন্ত্রী ও প্রশাসন।

কাদের মির্জা বলেন, সেতুমন্ত্রীর এলাকায় ইউএনও-ওসি দুজন মিলে লুটেরা প্রশাসনসহ লুটেপুটে খেয়ে জনগণকে সেবার পরিবর্তে জনদুর্ভোগ বাড়াচ্ছে।

ওসিকে উদ্দেশ করে মেয়র কাদের মির্জা বলেন, ‘তোর মন্ত্রী ওবায়দুল কাদের আমার কিছুই করতে পারবে না। মানুষকে ঘরে ঘরে বিদ্যুৎ, গ্যাস, প্রতি পরিবারে চাকরি দেবে বলে কিছুই দেয়নি। এর পরিবর্তে ঘরে ঘরে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতা-কর্মীকে আসামি করে অনেককে জেলে পুরে রেখেছে। বিগত সংসদ নির্বাচনে জনগণের ভোট নিয়ে পালিয়ে গেছেন। আর এলাকায় আসেনি। আগামী নির্বাচনে তিনি (ওবায়দুল কাদের) কোন মুখে জনগণের কাছে ভোট চাইবেন? সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে প্রশাসন মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে আমার প্রার্থীদের পরাজিত করেছে। ভাগনেকে জেতাতে না পেরে ওবায়দুল কাদের স্বাধীনতাবিরোধী জামায়াত প্রার্থীকে চরপার্বতীর চেয়ারম্যান বানিয়েছেন। এ লজ্জা রাখব কোথায়! ওবায়দুল কাদের তাঁর তিন ভাগনেকে নির্বাচনে জেতানোর জন্য দলের জাতীয় প্রতীক নৌকাকে নির্বাসনে পাঠিয়েছেন।’

এ সময় মেয়র আরও বলেন, মন্ত্রী ওবায়দুল কাদের এবং অযোগ্য উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিনের অনুপস্থিতিতে প্রশাসন সীমাহীন দুর্নীতিতে লিপ্ত রয়েছে। টাকা না দিলে উপজেলা পরিষদে গিয়ে ও পুলিশের কাছ থেকে কোনো সেবা পাওয়া যায় না।

এ সময় কাদের মির্জা গণমাধ্যমের তীব্র সমালোচনা করে বলেন, ‘সাংবাদিকেরা সত্য কথা লিখে না। শুধু আমার বিরুদ্ধে কিছু পেলেই তা লিখে।’

কাদের মির্জার অনুসারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে যুবলীগ নেতা শওকত আজিম জাবেদের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য দেন নবনির্বাচিত মুছাপুর ইউপি চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আইয়ুব আলী, চরহাজারী ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন সোহাগ, সিরাজপুর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী ফখরুল সবুজ, হাসান ইমাম বাদল, সাবেক কাউন্সিলর আবুল খায়ের, মহিলা আওয়ামী লীগের নেত্রী পারভীন মুরাদ প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডুপ্লেক্স বাড়ি থেকে পর্যটন স্পট, কী নেই কম্পিউটার অপারেটর নাজমুলের

তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ট্রেনে হামলা, কয়েকজন জখম, ট্রেন চলাচল বন্ধ

ঢাকার যানজট নিরসনে ৫ কোটির সিগন্যাল ব্যবস্থা, বাস্তবায়নে লাগবে ৬ মাস

মহাখালী সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, সচিবালয়ে প্রতিনিধিদল

সীতাকুণ্ডে বাসচাপায় নারী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত