হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে হওয়া বৃষ্টির কারণে মানিকগঞ্জের হরিরামপুরে সরিষার ফলনে মারাত্মক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি আর বাতাসের কারণে উপজেলার অনেক জমির সরিষাগাছ নুয়ে পড়েছে। অনেক জায়গায় ঝরে গেছে সরিষা ফুল।
খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার রাত থেকে কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আবার কখনো একটানা বৃষ্টি হচ্ছে। এতে চরাঞ্চলের লেছড়াগঞ্জ, আজিমনগর ও সুতালড়ি ইউনিয়নের অনেক কৃষকের জমির সরিষা গাছ নুয়ে পড়েছে। তাই সরিষার ফলন কেমন হবে, তা নিয়ে শঙ্কায় আছেন এ অঞ্চলের চাষিরা।
আজিমনগর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের কৃষক ঝিলু মোল্লা বলেন, ‘টানা বৃষ্টিতে সরিষা খেতের অধিকাংশ সরিষা গাছই মাটিতে নুয়ে পরেছে। এ অবস্থা চলতে থাকলে সরিষা আবাদে মারাত্মক ক্ষতি হবে।
একই এলাকার কৃষক রশিদ মোল্লা বলেন, ‘বৃষ্টির আর কুয়াশার যে অবস্থা, তাতে সরিষার ফলন কেমন হবে তা খুবই আতঙ্কে আছি।’
লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম গ্রামের কৃষক আতিয়ার রহমান বলেন, ‘পাঁচ বিঘা জমিতে সরিষা বুনেছি (চাষ করেছি)। হরিরামপুর চরাঞ্চলে প্রতিবছর বন্যা হয়। বন্যার কারণে জমিতে পলি পড়ে, ফলে রবি শস্য বিশেষ করে সরিষা বেশি ফলন হয়। কয়েক দিনের বৃষ্টিতে সরিষা ফুল ঝড়ে গেছে। গাছগুলো মাটিতে লুটিয়ে পড়েছে। সরিষা ফলন কেমন হবে তা নিয়ে খুবই চিন্তায় আছি।’
হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফ্ফার বলেন, ‘হরিরামপুর উপজেলায় এ বছর ৩ হাজার ৩৭৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। অনেক সরিষা খেত পানিতে নিমজ্জিত ও সরিষা গাছ নুয়ে পড়েছে বলেও জানতে পেরেছি। তবে কি পরিমাণ জমির সরিষা খেতে ক্ষতি হয়েছে, তা এখনো বলতে পারছি না।’
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে হওয়া বৃষ্টির কারণে মানিকগঞ্জের হরিরামপুরে সরিষার ফলনে মারাত্মক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি আর বাতাসের কারণে উপজেলার অনেক জমির সরিষাগাছ নুয়ে পড়েছে। অনেক জায়গায় ঝরে গেছে সরিষা ফুল।
খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার রাত থেকে কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আবার কখনো একটানা বৃষ্টি হচ্ছে। এতে চরাঞ্চলের লেছড়াগঞ্জ, আজিমনগর ও সুতালড়ি ইউনিয়নের অনেক কৃষকের জমির সরিষা গাছ নুয়ে পড়েছে। তাই সরিষার ফলন কেমন হবে, তা নিয়ে শঙ্কায় আছেন এ অঞ্চলের চাষিরা।
আজিমনগর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের কৃষক ঝিলু মোল্লা বলেন, ‘টানা বৃষ্টিতে সরিষা খেতের অধিকাংশ সরিষা গাছই মাটিতে নুয়ে পরেছে। এ অবস্থা চলতে থাকলে সরিষা আবাদে মারাত্মক ক্ষতি হবে।
একই এলাকার কৃষক রশিদ মোল্লা বলেন, ‘বৃষ্টির আর কুয়াশার যে অবস্থা, তাতে সরিষার ফলন কেমন হবে তা খুবই আতঙ্কে আছি।’
লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম গ্রামের কৃষক আতিয়ার রহমান বলেন, ‘পাঁচ বিঘা জমিতে সরিষা বুনেছি (চাষ করেছি)। হরিরামপুর চরাঞ্চলে প্রতিবছর বন্যা হয়। বন্যার কারণে জমিতে পলি পড়ে, ফলে রবি শস্য বিশেষ করে সরিষা বেশি ফলন হয়। কয়েক দিনের বৃষ্টিতে সরিষা ফুল ঝড়ে গেছে। গাছগুলো মাটিতে লুটিয়ে পড়েছে। সরিষা ফলন কেমন হবে তা নিয়ে খুবই চিন্তায় আছি।’
হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফ্ফার বলেন, ‘হরিরামপুর উপজেলায় এ বছর ৩ হাজার ৩৭৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। অনেক সরিষা খেত পানিতে নিমজ্জিত ও সরিষা গাছ নুয়ে পড়েছে বলেও জানতে পেরেছি। তবে কি পরিমাণ জমির সরিষা খেতে ক্ষতি হয়েছে, তা এখনো বলতে পারছি না।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে