সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
১৮ মাস আগে তাঁদের নামে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কার্ড করা হয়েছে। সেই কার্ডের বিপরীতে প্রতি মাসে ভিজিডির চাল তোলা হয়। তবে সেই কার্ড তাঁদের কাছে নেই। চালও পান না তাঁরা। এই অভিযোগ বগুড়ার সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের অর্ধশতাধিক মানুষের। তাঁদের অভিযোগ, তাঁদের নাম দিয়ে অন্যজন চাল তুলে নিচ্ছেন। বঞ্চিত হচ্ছেন তাঁরা। এ বিষয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাজলা ইউপির চেয়ারম্যান অর্ধশতাধিক ভিজিডি কার্ড উপকারভোগীর নামে প্রতি মাসে ৩০ কেজি করে চাল উত্তোলন করেছেন। কিন্তু ভিজিডি কার্ডের বিষয়ে কিছুই জানেন না উপকারভোগীরা। তাঁদের কাছে হস্তান্তর করা হয়নি কার্ড। তাঁরা শুধু জানেন, ভিজিডি কার্ডের জন্য তাঁদের ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র স্থানীয় জনপ্রতিনিধির কাছে দিয়েছেন। উপজেলার কাজলা ইউপির টেংরাকুড়া গ্রামের কয়েকজন ভুক্তভোগী এ নিয়ে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
কাজলা ইউপির টেংরাকুড়া গ্রামের করিম খানের স্ত্রী গোলাপি বেগম জানান, কয়েক মাস আগে ভিজিডি কার্ডের জন্য তাঁর ছবিসহ এনআইডি (জাতীয় পরিচয়পত্র) ও প্রয়োজনীয় কাগজপত্র চেয়ারম্যানের কাছে জমা দিয়েছিলেন। পরে তিনি জানতে পারেন, তাঁর কার্ডটি পাস হয়নি। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে শুনিচ্চি, হামাগিরে নামে প্রতি মাসে ভিজিডির চাল তোলা হচ্চে। অথচ আজও হামরা কার্ডটাও হাতে পালেম না।’
একই গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী নূরেদা বেগম বলেন, ‘হামরা গরিব মানুষ। না খায়া থাকি। আজ পর্যন্ত এক মুঠ চালও কুন্টি থাকে সাহায্য পালেম না।’
একই গ্রামের আবুল কালামের স্ত্রী স্বপ্না বেগম বলেন, ‘ভিজিডি কার্ডের জন্যে হামি ট্যাকাও দিছিলেম। আজ পর্যন্ত ট্যাকাডাও ঘুরে পাইনি। হামার নামে প্রতি মাসে ৩০ কেজি করে চাউল মারে খাইছে।’
এ বিষয়ে কাজলা ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘আমি তো নতুন চেয়ারম্যান। চলতি বছর জানুয়ারি মাসে যোগ দিয়েছি। এরপর চার মাসের চাল বিতরণ করেছি। এ কাজ সাবেক চেয়ারম্যান করতে পারেন।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্তে ভিজিডি কার্ড ইস্যু করার সত্যতা মিলেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
১৮ মাস আগে তাঁদের নামে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কার্ড করা হয়েছে। সেই কার্ডের বিপরীতে প্রতি মাসে ভিজিডির চাল তোলা হয়। তবে সেই কার্ড তাঁদের কাছে নেই। চালও পান না তাঁরা। এই অভিযোগ বগুড়ার সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের অর্ধশতাধিক মানুষের। তাঁদের অভিযোগ, তাঁদের নাম দিয়ে অন্যজন চাল তুলে নিচ্ছেন। বঞ্চিত হচ্ছেন তাঁরা। এ বিষয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাজলা ইউপির চেয়ারম্যান অর্ধশতাধিক ভিজিডি কার্ড উপকারভোগীর নামে প্রতি মাসে ৩০ কেজি করে চাল উত্তোলন করেছেন। কিন্তু ভিজিডি কার্ডের বিষয়ে কিছুই জানেন না উপকারভোগীরা। তাঁদের কাছে হস্তান্তর করা হয়নি কার্ড। তাঁরা শুধু জানেন, ভিজিডি কার্ডের জন্য তাঁদের ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র স্থানীয় জনপ্রতিনিধির কাছে দিয়েছেন। উপজেলার কাজলা ইউপির টেংরাকুড়া গ্রামের কয়েকজন ভুক্তভোগী এ নিয়ে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
কাজলা ইউপির টেংরাকুড়া গ্রামের করিম খানের স্ত্রী গোলাপি বেগম জানান, কয়েক মাস আগে ভিজিডি কার্ডের জন্য তাঁর ছবিসহ এনআইডি (জাতীয় পরিচয়পত্র) ও প্রয়োজনীয় কাগজপত্র চেয়ারম্যানের কাছে জমা দিয়েছিলেন। পরে তিনি জানতে পারেন, তাঁর কার্ডটি পাস হয়নি। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে শুনিচ্চি, হামাগিরে নামে প্রতি মাসে ভিজিডির চাল তোলা হচ্চে। অথচ আজও হামরা কার্ডটাও হাতে পালেম না।’
একই গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী নূরেদা বেগম বলেন, ‘হামরা গরিব মানুষ। না খায়া থাকি। আজ পর্যন্ত এক মুঠ চালও কুন্টি থাকে সাহায্য পালেম না।’
একই গ্রামের আবুল কালামের স্ত্রী স্বপ্না বেগম বলেন, ‘ভিজিডি কার্ডের জন্যে হামি ট্যাকাও দিছিলেম। আজ পর্যন্ত ট্যাকাডাও ঘুরে পাইনি। হামার নামে প্রতি মাসে ৩০ কেজি করে চাউল মারে খাইছে।’
এ বিষয়ে কাজলা ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘আমি তো নতুন চেয়ারম্যান। চলতি বছর জানুয়ারি মাসে যোগ দিয়েছি। এরপর চার মাসের চাল বিতরণ করেছি। এ কাজ সাবেক চেয়ারম্যান করতে পারেন।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্তে ভিজিডি কার্ড ইস্যু করার সত্যতা মিলেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে