টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে শ্রমিক-পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ শ্রমিক ও পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে টঙ্গী বিসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিসিকের তিনটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিকেরা জানান, গত শনিবার টঙ্গী বিসিকের টিভলি অ্যাপারেলস লিমিটেডের ফিনিশিং সেকশনের এক নারী শ্রমিককে লাঞ্ছিত করেন কারখানাটির পঞ্চম তলার উৎপাদন ব্যবস্থাপক লুৎফর রহমান। এ ঘটনায় ওই কর্মকর্তার বিচারের দাবিতে শ্রমিকেরা উৎপাদন কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন। পরদিন রোববার সকালে তাঁরা কারখানার কাজে যোগ দিয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে ১২টি দাবি জানান।
দাবি মেনে মা নেওয়ায় সোমবার শ্রমিকেরা উৎপাদনকাজে যোগ না দিয়ে বাসায় চলে যান। পর দিন মঙ্গলবার সকালে কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করেন।
জানা যায়, বুধবার সকাল সাড়ে আটটার দিকে টিভলি অ্যাপারেলস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় ভাঙচুর করেন। শেষে বিসিক এলাকার অপর চারটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড শটগানের গুলি, ১০ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও ৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেন।
দুই পক্ষের সংঘর্ষে পুলিশের পাঁচজন ও অন্তত দশজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিক্ষোভ এড়াতে সুমি অ্যাপারেলস লিমিটেড, আরবিএসআর ফ্যাশন লিমিটেড ও রেডিসন অ্যাপারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।
টিভলি অ্যাপারেলস লিমিটেডের মালিক মোশারফ হোসেন বলেন, শ্রমিকের সঙ্গে অসদাচরণের অভিযোগে ঘটনার দিনই উৎপাদন ব্যবস্থাপককে অপসারণ করা হয়েছে। কিন্তু শ্রমিকেরা তা সত্ত্বেও কিছু অযৌক্তিক দাবি পেশ করেন, যা শ্রম আইনের পরিপন্থী।
টঙ্গী শিল্প-পুলিশের পরিদর্শক আবদুল জলিল বলেন, টিভলি অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা পার্শ্ববর্তী চারটি কারখানায় ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ, দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ জানান, টিভলি অ্যাপারেলসের শ্রমিকেরা উত্তেজিত হয়ে অন্যান্য কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর চালান। এতে পুলিশ বাধা দিলে পুলিশের ওপরও ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প-পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
গাজীপুরের টঙ্গীতে শ্রমিক-পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ শ্রমিক ও পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে টঙ্গী বিসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিসিকের তিনটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিকেরা জানান, গত শনিবার টঙ্গী বিসিকের টিভলি অ্যাপারেলস লিমিটেডের ফিনিশিং সেকশনের এক নারী শ্রমিককে লাঞ্ছিত করেন কারখানাটির পঞ্চম তলার উৎপাদন ব্যবস্থাপক লুৎফর রহমান। এ ঘটনায় ওই কর্মকর্তার বিচারের দাবিতে শ্রমিকেরা উৎপাদন কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন। পরদিন রোববার সকালে তাঁরা কারখানার কাজে যোগ দিয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে ১২টি দাবি জানান।
দাবি মেনে মা নেওয়ায় সোমবার শ্রমিকেরা উৎপাদনকাজে যোগ না দিয়ে বাসায় চলে যান। পর দিন মঙ্গলবার সকালে কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করেন।
জানা যায়, বুধবার সকাল সাড়ে আটটার দিকে টিভলি অ্যাপারেলস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় ভাঙচুর করেন। শেষে বিসিক এলাকার অপর চারটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড শটগানের গুলি, ১০ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও ৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেন।
দুই পক্ষের সংঘর্ষে পুলিশের পাঁচজন ও অন্তত দশজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিক্ষোভ এড়াতে সুমি অ্যাপারেলস লিমিটেড, আরবিএসআর ফ্যাশন লিমিটেড ও রেডিসন অ্যাপারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।
টিভলি অ্যাপারেলস লিমিটেডের মালিক মোশারফ হোসেন বলেন, শ্রমিকের সঙ্গে অসদাচরণের অভিযোগে ঘটনার দিনই উৎপাদন ব্যবস্থাপককে অপসারণ করা হয়েছে। কিন্তু শ্রমিকেরা তা সত্ত্বেও কিছু অযৌক্তিক দাবি পেশ করেন, যা শ্রম আইনের পরিপন্থী।
টঙ্গী শিল্প-পুলিশের পরিদর্শক আবদুল জলিল বলেন, টিভলি অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা পার্শ্ববর্তী চারটি কারখানায় ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ, দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ জানান, টিভলি অ্যাপারেলসের শ্রমিকেরা উত্তেজিত হয়ে অন্যান্য কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর চালান। এতে পুলিশ বাধা দিলে পুলিশের ওপরও ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প-পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে