কামরুল হাসান
সে সময় কিষণগঞ্জ ছিল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর সীমানা পার হয়ে বিহারের পূর্ণিয়া জেলার একটি মহকুমা শহর। পটুয়া কামরুল হাসানদের বহু আত্মীয়-স্বজন কিষণগঞ্জেই স্থিত হয়েছিলেন। কামরুল হাসানের বাবার বড় ভাইও ছিলেন সেখানে। মজার ব্যাপার, সেই পরিবারের পুরুষেরা বলত উর্দু আর মেয়েরা বলত বাংলা। ১৯৩৫ সালে পূজার ছুটিতে বড় বুবুর বিয়ে উপলক্ষে কামরুল হাসান গিয়েছিলেন কিষণগঞ্জে। এরপর গেছেন বহুবার।
কলকাতা থেকে কিষণগঞ্জ গেলে চাচাতো ভাই-বোনেরা যেন হাতে চাঁদ পেতেন; বিশেষ করে মেয়েরা। কারণ, কিছু দিন স্কুলে পড়াশোনা করে তাঁদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলিম মেয়েদের বেশি দূর পড়ানো হতো না, তাই তাঁরা তখন অবরোধবাসিনী। সে সময় তাঁদের হিন্দু বান্ধবীদের মাধ্যমে ছায়াছবির খবর পেতেন তাঁরা। অশোক কুমার, দেবিকা রানীসহ সবার নাম শুনতেন আর ভাবতেন সিনেমা দেখতে যাবেন।
কামরুল কিষণগঞ্জে থাকতেই ‘ঝুলা’ সিনেমাটি এল সেখানে। দুই চাচাতো বোন আর এক খালাতো বোন কামরুলকে ধরে বসলেন সিনেমা দেখাতে হবে। ঠিক হলো লুকিয়ে নাইট শোতে যাওয়া হবে। বাড়িতে ছিল একটা ঘোড়ার গাড়ি, একটা গরুর গাড়ি। গরুর গাড়োয়ানকে এক টাকা দিয়ে বলা হলো, রাতে নির্দিষ্ট এক জায়গায় যেন সে গরু নিয়ে দাঁড়িয়ে থাকে। কুয়োতলার কাছে কামরুলরা নিয়ে এলেন গরুবিহীন গাড়ি। রাতে যখন চারদিক সুনসান, তখন রাত আটটার পর টুপ করে সে গাড়িতে বসে পড়লেন এক বোন। তারপর আরেক বোন। এবার কামরুল আর এক ভাই জোয়াল তুলে নিলেন কাঁধে। আরও এক বোনকে ওঠালেন। তারপর এগিয়ে চললেন এমনভাবে যেন গরু জোতা হয়েছে গাড়িতে।
কিছুটা দূরেই চতুষ্পদী দুই বলদ নিয়ে অপেক্ষা করছিল গাড়োয়ান। কামরুলরা বলদের ভূমিকা থেকে উদ্ধার পেলেন। এবার সিনেমা হলের দিকে এগিয়ে চলল গরুর গাড়ি। ফেরার পথে আবারও একই রকমভাবে দ্বিপদী বলদের ভূমিকা নিতে হলো কামরুলকে।
সূত্র: কামরুল হাসান, বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা, পৃষ্ঠা ১৮৫-১৮৭
সে সময় কিষণগঞ্জ ছিল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর সীমানা পার হয়ে বিহারের পূর্ণিয়া জেলার একটি মহকুমা শহর। পটুয়া কামরুল হাসানদের বহু আত্মীয়-স্বজন কিষণগঞ্জেই স্থিত হয়েছিলেন। কামরুল হাসানের বাবার বড় ভাইও ছিলেন সেখানে। মজার ব্যাপার, সেই পরিবারের পুরুষেরা বলত উর্দু আর মেয়েরা বলত বাংলা। ১৯৩৫ সালে পূজার ছুটিতে বড় বুবুর বিয়ে উপলক্ষে কামরুল হাসান গিয়েছিলেন কিষণগঞ্জে। এরপর গেছেন বহুবার।
কলকাতা থেকে কিষণগঞ্জ গেলে চাচাতো ভাই-বোনেরা যেন হাতে চাঁদ পেতেন; বিশেষ করে মেয়েরা। কারণ, কিছু দিন স্কুলে পড়াশোনা করে তাঁদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলিম মেয়েদের বেশি দূর পড়ানো হতো না, তাই তাঁরা তখন অবরোধবাসিনী। সে সময় তাঁদের হিন্দু বান্ধবীদের মাধ্যমে ছায়াছবির খবর পেতেন তাঁরা। অশোক কুমার, দেবিকা রানীসহ সবার নাম শুনতেন আর ভাবতেন সিনেমা দেখতে যাবেন।
কামরুল কিষণগঞ্জে থাকতেই ‘ঝুলা’ সিনেমাটি এল সেখানে। দুই চাচাতো বোন আর এক খালাতো বোন কামরুলকে ধরে বসলেন সিনেমা দেখাতে হবে। ঠিক হলো লুকিয়ে নাইট শোতে যাওয়া হবে। বাড়িতে ছিল একটা ঘোড়ার গাড়ি, একটা গরুর গাড়ি। গরুর গাড়োয়ানকে এক টাকা দিয়ে বলা হলো, রাতে নির্দিষ্ট এক জায়গায় যেন সে গরু নিয়ে দাঁড়িয়ে থাকে। কুয়োতলার কাছে কামরুলরা নিয়ে এলেন গরুবিহীন গাড়ি। রাতে যখন চারদিক সুনসান, তখন রাত আটটার পর টুপ করে সে গাড়িতে বসে পড়লেন এক বোন। তারপর আরেক বোন। এবার কামরুল আর এক ভাই জোয়াল তুলে নিলেন কাঁধে। আরও এক বোনকে ওঠালেন। তারপর এগিয়ে চললেন এমনভাবে যেন গরু জোতা হয়েছে গাড়িতে।
কিছুটা দূরেই চতুষ্পদী দুই বলদ নিয়ে অপেক্ষা করছিল গাড়োয়ান। কামরুলরা বলদের ভূমিকা থেকে উদ্ধার পেলেন। এবার সিনেমা হলের দিকে এগিয়ে চলল গরুর গাড়ি। ফেরার পথে আবারও একই রকমভাবে দ্বিপদী বলদের ভূমিকা নিতে হলো কামরুলকে।
সূত্র: কামরুল হাসান, বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা, পৃষ্ঠা ১৮৫-১৮৭
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে