নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লাসহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ক্ষোভে উত্তাল সারা দেশ। সর্বত্র মিছিল সমাবেশ হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি পালন করছে। গতকাল মঙ্গলবার দিনভর রাজধানীসহ দেশের জেলায় জেলায় এসব প্রতিবাদ কর্মসূচি পালন হয়।
গতকাল বিকেলে রাজধানীর পল্টন থেকে সম্প্রীতির মিছিলে অংশ নেয় ছাত্র ইউনিয়ন, নারী মৈত্রীসহ কয়েকটি রাজনৈতিক দল। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে ঢাকেশ্বরী মন্দিরে শেষ হয়।
নোয়াখালীর চৌমুহনীতে হামলায় ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো পরিদর্শন করেন সাংসদ পঙ্কজ দেবনাথ। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘ভয় দেখিয়ে আমাদের দেশছাড়া করা যাবে না। মন্দিরে হামলা করে, দেবালয় ধ্বংস করে আমাদের দেশ ছাড়তে বাধ্য করা যাবে না। আমরা এ দেশের মাটি ও মানুষকে ভালোবাসি।’
বাগেরহাটের মোংলায় ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ স্লোগানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল উপজেলা পরিষদের মূল ফটকে অনুষ্ঠিত র্যালি ও সম্প্রীতির বন্ধনে উপস্থিত ছিলেন ইমাম, পুরোহিত, ধর্মযাজক, পুলিশ ও জনপ্রতিনিধিরা।
নওগাঁয় সম্মিলিত সাংস্কৃতিক জোট সম্প্রীতি রক্ষা দিবস পালন করেছে। গতকাল সকালে শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী এ উপলক্ষে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও মুড়াপাড়া ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটির যৌথ উদ্যোগে সাম্প্রদায়িক অপশক্তি রুখতে সমাবেশ মানববন্ধন ও শোভাযাত্রা বের করা হয়। পরে রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্স চত্বরে সভা অনুষ্ঠিত হয়।
সাম্প্রদায়িকতা প্রতিরোধে গতকাল ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। সমাবেশের আগে শহরে একটি শান্তি শোভাযাত্রা করেন দলের নেতা-কর্মীরা। শোভাযাত্রায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। নাটোরে যুগ যুগ ধরে সব সম্প্রদায়ের মধ্যে চলমান সম্প্রীতির বন্ধন অটুট থাকবে—এমন অঙ্গীকারে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন মঙ্গলবার দুপুরে এই কর্মসূচির আয়োজন করে। বগুড়ায় আওয়ামী লীগ ও অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচিতে বক্তারা বলেছেন, অন্যের ধর্মের ওপর আঘাত করা ইসলামের শিক্ষা নয়। ধর্মীয় আবেগ-অনুভূতিকে পুঁজি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও সন্ত্রাসের অপচেষ্টাকে মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে।
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানিকগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন শান্তি শোভাযাত্রা বের করা হয়।
কুমিল্লাসহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ক্ষোভে উত্তাল সারা দেশ। সর্বত্র মিছিল সমাবেশ হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি পালন করছে। গতকাল মঙ্গলবার দিনভর রাজধানীসহ দেশের জেলায় জেলায় এসব প্রতিবাদ কর্মসূচি পালন হয়।
গতকাল বিকেলে রাজধানীর পল্টন থেকে সম্প্রীতির মিছিলে অংশ নেয় ছাত্র ইউনিয়ন, নারী মৈত্রীসহ কয়েকটি রাজনৈতিক দল। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে ঢাকেশ্বরী মন্দিরে শেষ হয়।
নোয়াখালীর চৌমুহনীতে হামলায় ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো পরিদর্শন করেন সাংসদ পঙ্কজ দেবনাথ। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘ভয় দেখিয়ে আমাদের দেশছাড়া করা যাবে না। মন্দিরে হামলা করে, দেবালয় ধ্বংস করে আমাদের দেশ ছাড়তে বাধ্য করা যাবে না। আমরা এ দেশের মাটি ও মানুষকে ভালোবাসি।’
বাগেরহাটের মোংলায় ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ স্লোগানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল উপজেলা পরিষদের মূল ফটকে অনুষ্ঠিত র্যালি ও সম্প্রীতির বন্ধনে উপস্থিত ছিলেন ইমাম, পুরোহিত, ধর্মযাজক, পুলিশ ও জনপ্রতিনিধিরা।
নওগাঁয় সম্মিলিত সাংস্কৃতিক জোট সম্প্রীতি রক্ষা দিবস পালন করেছে। গতকাল সকালে শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী এ উপলক্ষে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও মুড়াপাড়া ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটির যৌথ উদ্যোগে সাম্প্রদায়িক অপশক্তি রুখতে সমাবেশ মানববন্ধন ও শোভাযাত্রা বের করা হয়। পরে রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্স চত্বরে সভা অনুষ্ঠিত হয়।
সাম্প্রদায়িকতা প্রতিরোধে গতকাল ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। সমাবেশের আগে শহরে একটি শান্তি শোভাযাত্রা করেন দলের নেতা-কর্মীরা। শোভাযাত্রায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। নাটোরে যুগ যুগ ধরে সব সম্প্রদায়ের মধ্যে চলমান সম্প্রীতির বন্ধন অটুট থাকবে—এমন অঙ্গীকারে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন মঙ্গলবার দুপুরে এই কর্মসূচির আয়োজন করে। বগুড়ায় আওয়ামী লীগ ও অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচিতে বক্তারা বলেছেন, অন্যের ধর্মের ওপর আঘাত করা ইসলামের শিক্ষা নয়। ধর্মীয় আবেগ-অনুভূতিকে পুঁজি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও সন্ত্রাসের অপচেষ্টাকে মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে।
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানিকগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন শান্তি শোভাযাত্রা বের করা হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে