সাইফুল মাসুম, ঢাকা
ঢাকা ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট নেটওয়ার্ক প্রজেক্টের আওতায় এরই মধ্যে ৮২৫ কিলোমিটার রাস্তা খুঁড়েছে ঢাকা ওয়াসা। এতে অনেক জায়গায় রাস্তা বেহাল হয়ে পড়েছে। যাতায়াতে জনগণকে নিত্যদিন পোহাতে হচ্ছে দুর্ভোগ। এ প্রকল্পের আওতায় ওয়াসা আরও ৭৭৫ কিলোমিটার রাস্তা খুঁড়তে চায়। তবে এতে জনদুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই রাস্তা খোঁড়াখুঁড়ির অনুমতি দিতে চায় না ঢাকার দুই সিটি করপোরেশন।
সিটি করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা বলছেন, ওয়াসার প্রস্তাবিত খোঁড়াখুঁড়ির অনুমতি দিলে ঢাকার রাস্তাগুলোর বড় অংশই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। শীতের সময় বাড়বে বায়ুদূষণ আর বর্ষায় দেখা দেবে জলাবদ্ধতা। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঢাকা ওয়াসা নির্দিষ্ট সময়ে রাস্তা খোঁড়াখুঁড়ি না করে বর্ষাকালে করতে চায়। খোঁড়াখুঁড়ির পর অনেক রাস্তা এখনো মেরামত করা হয়নি। এতে জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, ‘ঢাকা ওয়াসার প্রস্তাবিত রাস্তা খোঁড়াখুঁড়ি যদি অনুমোদন দেওয়া হয়, আগামী দুই বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ছুটি দিয়ে দিতে হবে। পুরান ঢাকার ৮০ শতাংশ রাস্তা তারা (ওয়াসা) কেটে ফেলবে। যানবাহন চলাচল নির্বিঘ্ন রেখে, মানুষের স্বস্তির বিষয়টা মাথায় রেখে যতটা কাটাকাটির অনুমতি দেওয়া সম্ভব, আমরা সেটা দিচ্ছি।’
ঢাকা ওয়াসার প্রকল্প পরিচালক আব্দুল লতিফ জানিয়েছেন, ‘ঢাকার অনেক জায়গায় ইতিমধ্যে রাস্তা কেটে পানির পাইপলাইন বসানো হয়েছে। যাত্রাবাড়ী, উত্তরা, লালবাগ, বকশীবাজার এলাকায় প্রকল্পের কাজ চলছে।’
প্রকল্পের তথ্যমতে, ২০১৬ সালের ১ এপ্রিল শুরু হওয়া ঢাকা ওয়াসার ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট নেটওয়ার্ক প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের ডিসেম্বরে। বাংলাদেশ সরকারের (জিওবি) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় প্রকল্পটির ব্যয় ধরা হয় ৩ হাজার ১৮২ কোটি ৩০ লাখ টাকা। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের ডিসেম্বর করা হয়েছে। প্রকল্পটির প্রধান কাজ হলো ওয়াসার পানি সরবরাহ লাইন সংস্কার, পাম্প স্টেশন নির্মাণ বা সংস্কার, নতুন ওয়াটার মিটারের সংযোগ দেওয়া ইত্যাদি। সংস্থাটি বলছে, এর মাধ্যমে পানি সরবরাহ লাইন শক্তিশালী করা হবে। এতে রাজধানীর স্বল্প আয়ের জনগোষ্ঠী, বস্তিবাসীসহ সব নগরবাসীকে সুপেয় পানি সরবরাহ করা সম্ভব হবে।
ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান বলেন, ‘এই প্রকল্পের ধীরগতির কারণ কিছুটা করোনা আর বাকিটা সময়মতো রোড কাটিংয়ের পারমিশন না পাওয়া। সিটি করপোরেশনের অসহযোগিতার কারণে প্রকল্পটি মাঝখানে মুখ থুবড়ে পড়ে গেছে। তবে আশা করি, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।’
ঢাকা ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট নেটওয়ার্ক প্রজেক্টের আওতায় এরই মধ্যে ৮২৫ কিলোমিটার রাস্তা খুঁড়েছে ঢাকা ওয়াসা। এতে অনেক জায়গায় রাস্তা বেহাল হয়ে পড়েছে। যাতায়াতে জনগণকে নিত্যদিন পোহাতে হচ্ছে দুর্ভোগ। এ প্রকল্পের আওতায় ওয়াসা আরও ৭৭৫ কিলোমিটার রাস্তা খুঁড়তে চায়। তবে এতে জনদুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই রাস্তা খোঁড়াখুঁড়ির অনুমতি দিতে চায় না ঢাকার দুই সিটি করপোরেশন।
সিটি করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা বলছেন, ওয়াসার প্রস্তাবিত খোঁড়াখুঁড়ির অনুমতি দিলে ঢাকার রাস্তাগুলোর বড় অংশই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। শীতের সময় বাড়বে বায়ুদূষণ আর বর্ষায় দেখা দেবে জলাবদ্ধতা। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঢাকা ওয়াসা নির্দিষ্ট সময়ে রাস্তা খোঁড়াখুঁড়ি না করে বর্ষাকালে করতে চায়। খোঁড়াখুঁড়ির পর অনেক রাস্তা এখনো মেরামত করা হয়নি। এতে জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, ‘ঢাকা ওয়াসার প্রস্তাবিত রাস্তা খোঁড়াখুঁড়ি যদি অনুমোদন দেওয়া হয়, আগামী দুই বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ছুটি দিয়ে দিতে হবে। পুরান ঢাকার ৮০ শতাংশ রাস্তা তারা (ওয়াসা) কেটে ফেলবে। যানবাহন চলাচল নির্বিঘ্ন রেখে, মানুষের স্বস্তির বিষয়টা মাথায় রেখে যতটা কাটাকাটির অনুমতি দেওয়া সম্ভব, আমরা সেটা দিচ্ছি।’
ঢাকা ওয়াসার প্রকল্প পরিচালক আব্দুল লতিফ জানিয়েছেন, ‘ঢাকার অনেক জায়গায় ইতিমধ্যে রাস্তা কেটে পানির পাইপলাইন বসানো হয়েছে। যাত্রাবাড়ী, উত্তরা, লালবাগ, বকশীবাজার এলাকায় প্রকল্পের কাজ চলছে।’
প্রকল্পের তথ্যমতে, ২০১৬ সালের ১ এপ্রিল শুরু হওয়া ঢাকা ওয়াসার ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট নেটওয়ার্ক প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের ডিসেম্বরে। বাংলাদেশ সরকারের (জিওবি) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় প্রকল্পটির ব্যয় ধরা হয় ৩ হাজার ১৮২ কোটি ৩০ লাখ টাকা। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের ডিসেম্বর করা হয়েছে। প্রকল্পটির প্রধান কাজ হলো ওয়াসার পানি সরবরাহ লাইন সংস্কার, পাম্প স্টেশন নির্মাণ বা সংস্কার, নতুন ওয়াটার মিটারের সংযোগ দেওয়া ইত্যাদি। সংস্থাটি বলছে, এর মাধ্যমে পানি সরবরাহ লাইন শক্তিশালী করা হবে। এতে রাজধানীর স্বল্প আয়ের জনগোষ্ঠী, বস্তিবাসীসহ সব নগরবাসীকে সুপেয় পানি সরবরাহ করা সম্ভব হবে।
ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান বলেন, ‘এই প্রকল্পের ধীরগতির কারণ কিছুটা করোনা আর বাকিটা সময়মতো রোড কাটিংয়ের পারমিশন না পাওয়া। সিটি করপোরেশনের অসহযোগিতার কারণে প্রকল্পটি মাঝখানে মুখ থুবড়ে পড়ে গেছে। তবে আশা করি, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে