ড. এ এন এম মাসউদুর রহমান
আল্লাহ তাআলা সবার প্রতিপালক এবং রিজিকদাতা। তিনি বলেন, ‘আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহরই এবং তিনি জানেন তাদের আবাসস্থল ও সমাধিস্থল। সবকিছু স্পষ্ট কিতাবে আছে।’ (সুরা হুদ: ৬) আরও বলেন, ‘আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সবকিছু।’ (সুরা জারিয়াত: ২২)।
তবে আল্লাহ তাআলা বিনাশ্রমে রিজিক দেন না; বরং বান্দাকে পরিশ্রম করে আয়-রোজগার করতে হয়। এ কারণেই মহানবী (সা.) আয়-রোজগার করাকে মুমিনের জীবনের অন্যতম ফরজ আখ্যা দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘তিনিই তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এর পথে-প্রান্তরে বিচরণ করো এবং তাঁর রিজিক থেকে আহার করো।’ (সুরা মুলক: ১৫)
আয়-রোজগারের ক্ষেত্রে পরিশ্রমের পাশাপাশি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তাঁর মহত্ত্বের স্বীকৃতি দেওয়ার শিক্ষাও দেয় ইসলাম। ফলে পরিশ্রমের সঙ্গে রিজিক বৃদ্ধির বিভিন্ন আমলের কথাও কোরআন-হাদিসে বিবৃত হয়েছে। এখানে ১০টি আমলের কথা তুলে ধরা হলো:
আল্লাহর ভয় ও ভরসা
কোনো বান্দা আল্লাহকে ভয় করলে এবং তাঁর ওপর পূর্ণ ভরসা করলে তিনি তার আয়-রোজগারে বরকত দেন। আল্লাহ তাআলা বলেন, ‘যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন, যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তাঁর উদ্দেশ্য পূর্ণ করবেনই।’ (সুরা তালাক: ২-৩)
আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক
রক্ত-সম্পর্কিত আত্মীয়ের খোঁজখবর নেওয়া, তাদের সঙ্গে সম্পর্ক অটুট রাখার কারণে আল্লাহ বান্দার রিজিক বাড়িয়ে দেন। মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু বৃদ্ধি করা হোক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।’ (বুখারি ও মুসলিম)
তওবা-ইস্তিগফার
তওবা ও ইস্তিগফারের মাধ্যমে বান্দা রবের প্রিয় হতে পারে। যদি কোনো ব্যক্তি বেশি বেশি তওবা-ইস্তিগফার করে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন। মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার বা ক্ষমাপ্রার্থনা করবে, আল্লাহ তাকে সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং এমন উৎস থেকে তাকে রিজিক দেবেন, যা সে কল্পনাও করেনি।’ (মুস্তাদরাক)
দান-সদকা
আল্লাহর পথে খরচ করলেও আয়-রোজগারে বরকত হয়। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, নিশ্চয় আমার রব তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো, তিনি তার বিনিময় দেবেন এবং তিনিই উত্তম রিজিকদাতা।’ (সুরা সাবা: ৩৯)। মহানবী (সা.) বলেন, ‘তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, তাহলে তোমাদের জন্যও ব্যয় করা হবে।’ (বুখারি)
করজে হাসানা
কারও প্রয়োজনে করজে হাসানা বা উত্তম ঋণ প্রদান করলে তার আয়-রোজগারে বরকত হয়। আল্লাহ তাআলা বলেন, ‘কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন। আর আল্লাহ সংকীর্ণ করেন ও প্রসারিত করেন এবং তাঁরই কাছে তোমাদের ফেরানো হবে।’ (সুরা বাকারা: ২৪৫)
আর্তমানবতার সেবা
বিপদে-আপদে অসহায় মানুষের প্রতি সদয় হওয়া যেমন সামাজিক কাজ, তেমনি তা আয়-রোজগারে বরকত লাভেরও মাধ্যম। একদিন মুসআব ইবনে সাদ (রা.) যুদ্ধ জয়ের পর মনে মনে ভাবলেন, তিনিই বোধ হয় তাঁর বীরত্ব ও শৌর্য-বীর্যের কারণে অন্যের চেয়ে বেশি মর্যাদাবান। এমন প্রেক্ষাপটে মহানবী (সা.) তাঁকে বললেন, ‘তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণেই তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক বাড়িয়ে দেওয়া হয়।’ (বুখারি)
ইবাদতে মনোযোগ
সব ব্যস্ততা কমিয়ে আল্লাহর ইবাদতের জন্য সময় বের করলে আল্লাহ সন্তুষ্ট হন। ফলে বান্দার আয়-রোজগারে বরকত হয়। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ‘হে আদমসন্তান, আমার ইবাদতের জন্য তুমি ব্যস্তমুক্ত হও। আমি তোমার অন্তর প্রাচুর্যে ভরিয়ে দেব এবং তোমার দারিদ্র্য ঘুচিয়ে দেব। আর যদি তা না করো, তবে তোমার হাত ব্যস্ততায় ভরিয়ে দেব এবং তোমার অভাব দূর করব না।’ (তিরমিজি)
আল্লাহর জন্য ভ্রমণ
আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে তাঁর বিধান ভালোভাবে পালন করতে নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে গেলে আয়-রোজগারে বরকত হয়। আল্লাহ তাআলা বলেন, ‘আর যে আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করবে, সে পৃথিবীতে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে। আর যে আল্লাহ ও তাঁর রাসুলের উদ্দেশ্যে মুহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয়, তারপর তাকে মৃত্যু পেয়ে বসে, তাহলে তার প্রতিদান আল্লাহর ওপর অবধারিত হয়। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা নিসা: ১০০)
বিয়ে
বিয়ে করা আল্লাহর নবীর সুন্নত। বিয়ে করলে বান্দার আয়-রোজগারে বরকত হয়। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমাদের মধ্যে বিয়ে করেনি এমন নারী-পুরুষ এবং সৎকর্মশীল দাস-দাসীদের তোমরা বিয়ে সম্পন্ন করো। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী।’ (সুরা নুর: ৩২)
দোয়া ও প্রার্থনা
আল্লাহ বান্দার ডাকে উত্তম সাড়াদানকারী। তাই আয়-রোজগারে বরকতের জন্য তাঁর কাছেই বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। (সুরা মুমিন: ৬০)
সুখ ও দুঃখ উভয় অবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের কর্তব্য। মূলত আল্লাহর আনুগত্য ও কৃতজ্ঞতাই বান্দার আয়-রোজগারে বরকত এনে দেয়। আল্লাহ তাআলা বলেছেন, ‘আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, (জেনে রাখো) নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন।’ (সুরা ইবরাহিম: ৭)
লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
আল্লাহ তাআলা সবার প্রতিপালক এবং রিজিকদাতা। তিনি বলেন, ‘আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহরই এবং তিনি জানেন তাদের আবাসস্থল ও সমাধিস্থল। সবকিছু স্পষ্ট কিতাবে আছে।’ (সুরা হুদ: ৬) আরও বলেন, ‘আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সবকিছু।’ (সুরা জারিয়াত: ২২)।
তবে আল্লাহ তাআলা বিনাশ্রমে রিজিক দেন না; বরং বান্দাকে পরিশ্রম করে আয়-রোজগার করতে হয়। এ কারণেই মহানবী (সা.) আয়-রোজগার করাকে মুমিনের জীবনের অন্যতম ফরজ আখ্যা দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘তিনিই তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এর পথে-প্রান্তরে বিচরণ করো এবং তাঁর রিজিক থেকে আহার করো।’ (সুরা মুলক: ১৫)
আয়-রোজগারের ক্ষেত্রে পরিশ্রমের পাশাপাশি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তাঁর মহত্ত্বের স্বীকৃতি দেওয়ার শিক্ষাও দেয় ইসলাম। ফলে পরিশ্রমের সঙ্গে রিজিক বৃদ্ধির বিভিন্ন আমলের কথাও কোরআন-হাদিসে বিবৃত হয়েছে। এখানে ১০টি আমলের কথা তুলে ধরা হলো:
আল্লাহর ভয় ও ভরসা
কোনো বান্দা আল্লাহকে ভয় করলে এবং তাঁর ওপর পূর্ণ ভরসা করলে তিনি তার আয়-রোজগারে বরকত দেন। আল্লাহ তাআলা বলেন, ‘যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন, যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তাঁর উদ্দেশ্য পূর্ণ করবেনই।’ (সুরা তালাক: ২-৩)
আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক
রক্ত-সম্পর্কিত আত্মীয়ের খোঁজখবর নেওয়া, তাদের সঙ্গে সম্পর্ক অটুট রাখার কারণে আল্লাহ বান্দার রিজিক বাড়িয়ে দেন। মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু বৃদ্ধি করা হোক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।’ (বুখারি ও মুসলিম)
তওবা-ইস্তিগফার
তওবা ও ইস্তিগফারের মাধ্যমে বান্দা রবের প্রিয় হতে পারে। যদি কোনো ব্যক্তি বেশি বেশি তওবা-ইস্তিগফার করে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন। মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার বা ক্ষমাপ্রার্থনা করবে, আল্লাহ তাকে সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং এমন উৎস থেকে তাকে রিজিক দেবেন, যা সে কল্পনাও করেনি।’ (মুস্তাদরাক)
দান-সদকা
আল্লাহর পথে খরচ করলেও আয়-রোজগারে বরকত হয়। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, নিশ্চয় আমার রব তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো, তিনি তার বিনিময় দেবেন এবং তিনিই উত্তম রিজিকদাতা।’ (সুরা সাবা: ৩৯)। মহানবী (সা.) বলেন, ‘তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, তাহলে তোমাদের জন্যও ব্যয় করা হবে।’ (বুখারি)
করজে হাসানা
কারও প্রয়োজনে করজে হাসানা বা উত্তম ঋণ প্রদান করলে তার আয়-রোজগারে বরকত হয়। আল্লাহ তাআলা বলেন, ‘কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন। আর আল্লাহ সংকীর্ণ করেন ও প্রসারিত করেন এবং তাঁরই কাছে তোমাদের ফেরানো হবে।’ (সুরা বাকারা: ২৪৫)
আর্তমানবতার সেবা
বিপদে-আপদে অসহায় মানুষের প্রতি সদয় হওয়া যেমন সামাজিক কাজ, তেমনি তা আয়-রোজগারে বরকত লাভেরও মাধ্যম। একদিন মুসআব ইবনে সাদ (রা.) যুদ্ধ জয়ের পর মনে মনে ভাবলেন, তিনিই বোধ হয় তাঁর বীরত্ব ও শৌর্য-বীর্যের কারণে অন্যের চেয়ে বেশি মর্যাদাবান। এমন প্রেক্ষাপটে মহানবী (সা.) তাঁকে বললেন, ‘তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণেই তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক বাড়িয়ে দেওয়া হয়।’ (বুখারি)
ইবাদতে মনোযোগ
সব ব্যস্ততা কমিয়ে আল্লাহর ইবাদতের জন্য সময় বের করলে আল্লাহ সন্তুষ্ট হন। ফলে বান্দার আয়-রোজগারে বরকত হয়। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ‘হে আদমসন্তান, আমার ইবাদতের জন্য তুমি ব্যস্তমুক্ত হও। আমি তোমার অন্তর প্রাচুর্যে ভরিয়ে দেব এবং তোমার দারিদ্র্য ঘুচিয়ে দেব। আর যদি তা না করো, তবে তোমার হাত ব্যস্ততায় ভরিয়ে দেব এবং তোমার অভাব দূর করব না।’ (তিরমিজি)
আল্লাহর জন্য ভ্রমণ
আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে তাঁর বিধান ভালোভাবে পালন করতে নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে গেলে আয়-রোজগারে বরকত হয়। আল্লাহ তাআলা বলেন, ‘আর যে আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করবে, সে পৃথিবীতে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে। আর যে আল্লাহ ও তাঁর রাসুলের উদ্দেশ্যে মুহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয়, তারপর তাকে মৃত্যু পেয়ে বসে, তাহলে তার প্রতিদান আল্লাহর ওপর অবধারিত হয়। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা নিসা: ১০০)
বিয়ে
বিয়ে করা আল্লাহর নবীর সুন্নত। বিয়ে করলে বান্দার আয়-রোজগারে বরকত হয়। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমাদের মধ্যে বিয়ে করেনি এমন নারী-পুরুষ এবং সৎকর্মশীল দাস-দাসীদের তোমরা বিয়ে সম্পন্ন করো। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী।’ (সুরা নুর: ৩২)
দোয়া ও প্রার্থনা
আল্লাহ বান্দার ডাকে উত্তম সাড়াদানকারী। তাই আয়-রোজগারে বরকতের জন্য তাঁর কাছেই বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। (সুরা মুমিন: ৬০)
সুখ ও দুঃখ উভয় অবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের কর্তব্য। মূলত আল্লাহর আনুগত্য ও কৃতজ্ঞতাই বান্দার আয়-রোজগারে বরকত এনে দেয়। আল্লাহ তাআলা বলেছেন, ‘আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, (জেনে রাখো) নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন।’ (সুরা ইবরাহিম: ৭)
লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে