ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করার জন্য খুলনা কুষ্টিয়া মহাসড়কটি ব্যবহার করেন। কিন্তু দুই বছর ধরে মহাসড়কটি বেহাল থাকায় যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। দুর্ভোগের শিকার হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারীরাও।
সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থান খানাখন্দে ভরা। একটু বৃষ্টিতেই জমছে পানি। পানি শুকালেই সৃষ্টি হচ্ছে প্রচণ্ড ধুলাবালু। প্রতিনিয়ত ধুলাবালুর মাঝেই এই ভাঙা সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের।
শিক্ষার্থীদের অভিযোগ, দিন যত যাচ্ছে সড়কটি দিয়ে চলাচল করা তত কষ্টের হয়ে যাচ্ছে। প্রায় দিনই সড়কে ঘটছে ছোট–খাটো দুর্ঘটনা। এ অবস্থায় দ্রুত সড়কটির সংস্কার দাবি করেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী মাহাদী হাসান বলেন, কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে আসতে ২২ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। সড়কের এই অবস্থার কারণে ক্লাসে যেতে ইচ্ছা করে না। বাসে যেতে শরীরের সবকিছু নড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো চরম ঝুঁকি নিয়ে সড়কটিতে চলাচল করছে। দিন যত যাচ্ছে ক্যাম্পাসে গিয়ে–এসে ক্লাস করা তত কষ্টকর হয়ে যাচ্ছে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ বলেন, ‘এই সড়কে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এতে শিক্ষার্থীরা মারাত্মক ঝুঁকিতে রয়েছেন। পাশাপাশি সড়কে অতিরিক্ত ধুলাবালু থাকার কারণে শিক্ষার্থীরা শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।’
বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগ জানায়, মহাসড়কটি দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০টি গাড়ি চার শিফটে প্রতিনিয়ত চলাচল করে। সড়কের এই দশার কারণে এসব গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন কোনো না কোনো সমস্যা হয়। কয়েক দিন পর পরই মেরামত করতে হচ্ছে গাড়িগুলোকে। ফলে মেরামত খরচ বৃদ্ধি পাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তাঁরা জানিয়েছেন খুব দ্রুতই সড়কের সংস্কার কাজ শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে দেওয়া হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘সড়ক সংস্কারের বিষয়ে ইতিমধ্যেই আমরা কুষ্টিয়া ও ঝিনাইদহের জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তাঁরা নির্দিষ্ট সময়ের মাঝে কাজ শেষ করে দেওয়া হবে বলে জানিয়েছেন।’
এ বিষয়ে কুষ্টিয়া সাব ডিভিশনাল প্রকৌশলী পিয়াস কুমার বলেন, ‘মহাসড়কের সংস্কারকাজের মেয়াদ শেষ হবে ২০২২ সালের ডিসেম্বরে। আমাদের হাতে এখনোও পর্যাপ্ত সময় আছে। নির্ধারিত সময়ের মধ্যই সংস্কারকাজ সম্পন্ন করা হবে।’
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করার জন্য খুলনা কুষ্টিয়া মহাসড়কটি ব্যবহার করেন। কিন্তু দুই বছর ধরে মহাসড়কটি বেহাল থাকায় যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। দুর্ভোগের শিকার হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারীরাও।
সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থান খানাখন্দে ভরা। একটু বৃষ্টিতেই জমছে পানি। পানি শুকালেই সৃষ্টি হচ্ছে প্রচণ্ড ধুলাবালু। প্রতিনিয়ত ধুলাবালুর মাঝেই এই ভাঙা সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের।
শিক্ষার্থীদের অভিযোগ, দিন যত যাচ্ছে সড়কটি দিয়ে চলাচল করা তত কষ্টের হয়ে যাচ্ছে। প্রায় দিনই সড়কে ঘটছে ছোট–খাটো দুর্ঘটনা। এ অবস্থায় দ্রুত সড়কটির সংস্কার দাবি করেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী মাহাদী হাসান বলেন, কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে আসতে ২২ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। সড়কের এই অবস্থার কারণে ক্লাসে যেতে ইচ্ছা করে না। বাসে যেতে শরীরের সবকিছু নড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো চরম ঝুঁকি নিয়ে সড়কটিতে চলাচল করছে। দিন যত যাচ্ছে ক্যাম্পাসে গিয়ে–এসে ক্লাস করা তত কষ্টকর হয়ে যাচ্ছে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ বলেন, ‘এই সড়কে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এতে শিক্ষার্থীরা মারাত্মক ঝুঁকিতে রয়েছেন। পাশাপাশি সড়কে অতিরিক্ত ধুলাবালু থাকার কারণে শিক্ষার্থীরা শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।’
বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগ জানায়, মহাসড়কটি দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০টি গাড়ি চার শিফটে প্রতিনিয়ত চলাচল করে। সড়কের এই দশার কারণে এসব গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন কোনো না কোনো সমস্যা হয়। কয়েক দিন পর পরই মেরামত করতে হচ্ছে গাড়িগুলোকে। ফলে মেরামত খরচ বৃদ্ধি পাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তাঁরা জানিয়েছেন খুব দ্রুতই সড়কের সংস্কার কাজ শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে দেওয়া হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘সড়ক সংস্কারের বিষয়ে ইতিমধ্যেই আমরা কুষ্টিয়া ও ঝিনাইদহের জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তাঁরা নির্দিষ্ট সময়ের মাঝে কাজ শেষ করে দেওয়া হবে বলে জানিয়েছেন।’
এ বিষয়ে কুষ্টিয়া সাব ডিভিশনাল প্রকৌশলী পিয়াস কুমার বলেন, ‘মহাসড়কের সংস্কারকাজের মেয়াদ শেষ হবে ২০২২ সালের ডিসেম্বরে। আমাদের হাতে এখনোও পর্যাপ্ত সময় আছে। নির্ধারিত সময়ের মধ্যই সংস্কারকাজ সম্পন্ন করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে