কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬টির নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ৮ জন। অন্যদিকে স্বতন্ত্র হিসেবে বিএনপির ১০ নেতা-কর্মী নির্বাচন করছেন। এই উপজেলার আটটি ইউপিতে ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর। গত মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
উপজেলার ওই ৮ ইউপিতে চেয়ারম্যান পদে ৫৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত (নৌকা প্রতীক) ৮ জন, জাতীয় পার্টির ৫, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৮, বিএনপির ১০ জনসহ স্বতন্ত্র ৩৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জানা গেছে, তুষভান্ডার ইউপিতে নৌকার মনোনীত প্রার্থী নুর ইসলাম আহমেদ। এখানে নৌকা না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাজেদা জামান।
চলবলা ইউপিতে নৌকার মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমান মিজু। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বসুনিয়া ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নয়ন কুমার রায়।
মদাতী ইউপিতে নৌকার মনোনীত প্রার্থী আব্দুল কাদের। তবে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বিপ্লব।
কাকিনা ইউপিতে নৌকা পেয়েছেন মো. তাহির তাহু। বিদ্রোহী প্রার্থী হয়েছেন যুবলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন।
দলগ্রাম ইউপিতে নৌকা পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ছোটন, এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ছাত্রলীগের ইউনিয়ন আহ্বায়ক জিন্নাহ রহমান জয়।
গোড়ল ইউপিতে নৌকার মনোনীত প্রার্থী মো. মাহমুদুল ইসলাম। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আমিন ও আওয়ামী লীগ সদস্য ও ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক উমা শংকর রায়। অন্য দুটি ইউপিতে ভোটমারী ও চন্দ্রপুরে একক প্রার্থী রয়েছে।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন বলেন, যাঁরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন, কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা পেলে তাঁদের বহিষ্কারে ব্যবস্থা নেওয়া হবে।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির ১০ নেতা–কর্মী হলেন চন্দ্রপুর ইউপিতে উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, তুষভান্ডার ইউপিতে কালীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আঙ্গুর, ভোটমারী ইউপিতে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, গোড়ল ইউপিতে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বাশার মুক্তা, মদাতীতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুন্নবী হিরু, দলগ্রাম ইউপিতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. শামসুজ্জামান সবুজ। চলবলা ইউপিতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাপ হোসেন এবং কাকিনা ইউপিতে জেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির বাবু ও বিএনপি কর্মী মফিজুর রহমান বাবুল।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমান বলেন, ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৫৫ জন, সাধারণ সদস্য পদে ৩২৭ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬টির নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ৮ জন। অন্যদিকে স্বতন্ত্র হিসেবে বিএনপির ১০ নেতা-কর্মী নির্বাচন করছেন। এই উপজেলার আটটি ইউপিতে ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর। গত মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
উপজেলার ওই ৮ ইউপিতে চেয়ারম্যান পদে ৫৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত (নৌকা প্রতীক) ৮ জন, জাতীয় পার্টির ৫, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৮, বিএনপির ১০ জনসহ স্বতন্ত্র ৩৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জানা গেছে, তুষভান্ডার ইউপিতে নৌকার মনোনীত প্রার্থী নুর ইসলাম আহমেদ। এখানে নৌকা না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাজেদা জামান।
চলবলা ইউপিতে নৌকার মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমান মিজু। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বসুনিয়া ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নয়ন কুমার রায়।
মদাতী ইউপিতে নৌকার মনোনীত প্রার্থী আব্দুল কাদের। তবে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বিপ্লব।
কাকিনা ইউপিতে নৌকা পেয়েছেন মো. তাহির তাহু। বিদ্রোহী প্রার্থী হয়েছেন যুবলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন।
দলগ্রাম ইউপিতে নৌকা পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ছোটন, এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ছাত্রলীগের ইউনিয়ন আহ্বায়ক জিন্নাহ রহমান জয়।
গোড়ল ইউপিতে নৌকার মনোনীত প্রার্থী মো. মাহমুদুল ইসলাম। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আমিন ও আওয়ামী লীগ সদস্য ও ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক উমা শংকর রায়। অন্য দুটি ইউপিতে ভোটমারী ও চন্দ্রপুরে একক প্রার্থী রয়েছে।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন বলেন, যাঁরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন, কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা পেলে তাঁদের বহিষ্কারে ব্যবস্থা নেওয়া হবে।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির ১০ নেতা–কর্মী হলেন চন্দ্রপুর ইউপিতে উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, তুষভান্ডার ইউপিতে কালীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আঙ্গুর, ভোটমারী ইউপিতে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, গোড়ল ইউপিতে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বাশার মুক্তা, মদাতীতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুন্নবী হিরু, দলগ্রাম ইউপিতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. শামসুজ্জামান সবুজ। চলবলা ইউপিতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাপ হোসেন এবং কাকিনা ইউপিতে জেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির বাবু ও বিএনপি কর্মী মফিজুর রহমান বাবুল।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমান বলেন, ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৫৫ জন, সাধারণ সদস্য পদে ৩২৭ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১০ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৩ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে