ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর হাসপাতালের এক কর্মচারীকে রোগীর স্বজনেরা মারধর করার প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে হাসপাতালের সামনে চাকরিজীবী ও কর্মচারীদের ব্যানারে প্রায় এক ঘণ্টা এ কর্মসূচি চলে। এতে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগীরা।
গত রোববার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের লিফটের কর্মচারী এমামুল হককে কয়েকজন বহিরাগত বেধড়ক পিটিয়ে আহত করেন। সারিতে দাঁড়িয়ে রোগীকে আগে লিফটে উঠতে বলায় তাঁর ওপর হামলা চালানো হয় বলে জানান আহত এমামুল।
মানববন্ধনে সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন, হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফ আহাম্মেদ, হাসপাতাল কর্মচারী প্রদীপ দাস, শাফায়েত বাবুসহ নার্স ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।
জাকির হোসেন বলেন, আমরা চিকিৎসকসহ যাঁরা মানুষের স্বাস্থ্য সেবায় কর্মরত আছি, তাঁরা বিভিন্ন সময় বহিরাগত কর্তৃক হামলা, হেনস্তার শিকার হই। এর সঙ্গে কিছু উঠতি সন্ত্রাসী ও স্থানীয় বিপথগামী মানুষ জড়িত। এদের যদি এখনই নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের হামলার ঘটনা ঘটতে পারে। আর তা থেকে হয়তো আমরা কেউই বাদ যাব না।
হাসপাতালের জরুরি বিভাগের কর্মচারী প্রদীপ দাস জানান, ‘ইমামুলকে মেরেছে, কাল আমাকে মারবে। আমাদের নিরাপত্তা কোথায়? এই হামলার সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, অভিযোগ পেয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের এক কর্মচারীকে রোগীর স্বজনেরা মারধর করার প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে হাসপাতালের সামনে চাকরিজীবী ও কর্মচারীদের ব্যানারে প্রায় এক ঘণ্টা এ কর্মসূচি চলে। এতে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগীরা।
গত রোববার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের লিফটের কর্মচারী এমামুল হককে কয়েকজন বহিরাগত বেধড়ক পিটিয়ে আহত করেন। সারিতে দাঁড়িয়ে রোগীকে আগে লিফটে উঠতে বলায় তাঁর ওপর হামলা চালানো হয় বলে জানান আহত এমামুল।
মানববন্ধনে সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন, হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফ আহাম্মেদ, হাসপাতাল কর্মচারী প্রদীপ দাস, শাফায়েত বাবুসহ নার্স ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।
জাকির হোসেন বলেন, আমরা চিকিৎসকসহ যাঁরা মানুষের স্বাস্থ্য সেবায় কর্মরত আছি, তাঁরা বিভিন্ন সময় বহিরাগত কর্তৃক হামলা, হেনস্তার শিকার হই। এর সঙ্গে কিছু উঠতি সন্ত্রাসী ও স্থানীয় বিপথগামী মানুষ জড়িত। এদের যদি এখনই নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের হামলার ঘটনা ঘটতে পারে। আর তা থেকে হয়তো আমরা কেউই বাদ যাব না।
হাসপাতালের জরুরি বিভাগের কর্মচারী প্রদীপ দাস জানান, ‘ইমামুলকে মেরেছে, কাল আমাকে মারবে। আমাদের নিরাপত্তা কোথায়? এই হামলার সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, অভিযোগ পেয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে