গাজীপুর প্রতিনিধি
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান আজমত উল্লা খান চলতি আগস্টে মাত্র এক দিন অফিস করেছেন। ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান অফিসে আসেননি। তিনি কোথায় আছেন, তাও কেউ বলতে পারছেন না। তাঁর অনুপস্থিতিতে সরকারি সংস্থাটির কাজে স্থবিরতা দেখা দিয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা জুলাইয়ের বেতনও পাননি।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা আজমত ২০২৩ সালের ৪ জুন গাউকের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান।
সূত্রে জানা যায়, গাজীপুর নগরীকে একটি আধুনিক, সুপরিকল্পিত, শিল্প ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২০ সালের ৮ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস হয়। ২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নতুন এই সংস্থাটি গঠিত হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর থেকে সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরে তাঁকে সরিয়ে আজমত উল্লা খানকে নিয়োগ দেওয়া হয়।
আজমত উল্লা খান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত বছরের ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। পরে তিনি গত বছরের ২৮ মে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাঁকে ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আজমত উল্লা খান অফিস করছেন না। তিনি কোথায় আছেন কেউ জানেন না। আজমত উল্লা খানের বিরুদ্ধে ইতিমধ্যে গাজীপুর মহানগরীর টঙ্গী থানায় মারধরের অভিযোগে একটি এবং বাসন থানায় হত্যা মামলা হয়েছে।
এসব বিষয়ে কথা বলতে আজমত উল্লা খানের মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
গাউকের সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজমত উল্লা খান চলতি মাসের ৪ অথবা ৫ তারিখে একবার অফিসে এসেছিলেন। এরপর তিনি আর অফিসে আসেননি। মন্ত্রণালয় থেকে জুলাই মাসের বেতন এখনো ছাড় না করায় আমরা বেতন পাইনি। চেয়ারম্যান কবে আসবেন, তাও জানা নেই।’
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান আজমত উল্লা খান চলতি আগস্টে মাত্র এক দিন অফিস করেছেন। ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান অফিসে আসেননি। তিনি কোথায় আছেন, তাও কেউ বলতে পারছেন না। তাঁর অনুপস্থিতিতে সরকারি সংস্থাটির কাজে স্থবিরতা দেখা দিয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা জুলাইয়ের বেতনও পাননি।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা আজমত ২০২৩ সালের ৪ জুন গাউকের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান।
সূত্রে জানা যায়, গাজীপুর নগরীকে একটি আধুনিক, সুপরিকল্পিত, শিল্প ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২০ সালের ৮ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস হয়। ২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নতুন এই সংস্থাটি গঠিত হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর থেকে সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরে তাঁকে সরিয়ে আজমত উল্লা খানকে নিয়োগ দেওয়া হয়।
আজমত উল্লা খান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত বছরের ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। পরে তিনি গত বছরের ২৮ মে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাঁকে ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আজমত উল্লা খান অফিস করছেন না। তিনি কোথায় আছেন কেউ জানেন না। আজমত উল্লা খানের বিরুদ্ধে ইতিমধ্যে গাজীপুর মহানগরীর টঙ্গী থানায় মারধরের অভিযোগে একটি এবং বাসন থানায় হত্যা মামলা হয়েছে।
এসব বিষয়ে কথা বলতে আজমত উল্লা খানের মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
গাউকের সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজমত উল্লা খান চলতি মাসের ৪ অথবা ৫ তারিখে একবার অফিসে এসেছিলেন। এরপর তিনি আর অফিসে আসেননি। মন্ত্রণালয় থেকে জুলাই মাসের বেতন এখনো ছাড় না করায় আমরা বেতন পাইনি। চেয়ারম্যান কবে আসবেন, তাও জানা নেই।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে