মাহবুব জামান
বাংলাদেশ আজ এক ক্রান্তিলগ্নে। গত ১ জুলাই থেকে শুরু হয়েছিল বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন ছড়িয়ে পড়েছে সারা দেশে। রাস্তায় নেমেছে পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, পরিকল্পনাবিদ, রিকশাচালক—কে নামেনি রাস্তায়?
আবারও দেখিয়ে দিল নতুন প্রজন্ম—তারা ঘুমিয়ে নেই। তারা ঘুমন্ত বাঘ। গর্জে ওঠে যখন দরকার তখন। শুধু তারা জাগে না। জাগায় সবাইকে—মাঠে নামে সবাই। গর্জে ওঠে তারাও। আজ এমনি এক অবস্থা। শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবি নিয়ে। আজ উঠেছে সরকারের পদত্যাগের দাবি!
আন্দোলনকে সরলভাবে ভাগ করা যায় দুই ভাগে। ১ থেকে ১৬ জুলাই পর্যন্ত এক অধ্যায়। তারপর থেকে অন্য অধ্যায়। প্রথম অধ্যায় ছিল ছাত্রদের আন্দোলন সুশৃঙ্খল, শান্তিপূর্ণ অবরোধ। আলোচনা হতে পারত, সমাধানের পথ খোঁজা যেত। নামও ছিল সুন্দর ‘বাংলা ব্লকেড’।
কিন্তু আন্দোলনের প্রতি একধরনের অবজ্ঞা, ক্ষমতার দম্ভ, জেদ এবং অবশেষে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে আগুনে ঘি ঢালা হলো।আন্দোলন হয়ে উঠল সংঘাতপূর্ণ। বিশ্ববিদ্যালয় হয়ে উঠল রণক্ষেত্র। সারা দেশে ৬টি তাজা প্রাণ ঝরে পড়ল। সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো। কিন্তু বিক্ষোভ ছড়িয়ে পড়ল সারা দেশে। এক দিনে ঝরে পড়ল আরও ২৮ তাজা প্রাণ। রাস্তায় নেমে পড়ল ঢাকার প্রায় সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়, নটর ডেম কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে শুরু করে সব স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। সঙ্গে অভিভাবক-শিক্ষক সবাই।
এখন আর আন্দোলন ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকল না। পরিস্থিতি হয়ে গেল অগ্নিগর্ভ। একে গণজাগরণ বা গণ-অভ্যুত্থান—যেকোনো নামেই অভিহিত করা যায়। ধ্বনিত হলো শত শত ছাত্র-জনতা হত্যার বিচারের দাবি। এর সঙ্গে আরও যুক্ত হলো গত ১৫ বছরের সব ধরনের পুঞ্জীভূত ক্ষোভ। ছাগল-কাণ্ড, বালিশ-কাণ্ড, ক্যাসিনো-কাণ্ড, বেনজীর, আজিজ, দুর্নীতি ও লুটপাট, দলীয়করণ, সুশাসনের অভাব, অর্থ পাচার, মূল্যবোধের ধস, নৈতিক অধঃপতন, সব ক্ষেত্রে সিন্ডিকেট, শিক্ষাক্ষেত্রে অরাজকতা—সব একাকার হয়ে গেল।
এটা সমাজের সর্বস্তরের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। ম্লান হয়ে গেল সব উন্নয়ন আর অগ্রযাত্রা। স্বাভাবিকভাবেই এর সুযোগ নিল জামায়াত-শিবির, বিএনপিসহ সব বিরোধীপক্ষ। সংঘটিত হলো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অভাবনীয় সন্ত্রাস। জ্বালিয়ে- পুড়িয়ে ছাই করে দিল বিটিভি, সেতু ভবন, মেট্রোরেল, ডেটা সেন্টার ইত্যাদি। এমনকি পরিকল্পিত ‘আরব বসন্ত’ বা ‘শ্রীলঙ্কা ফল’-এর মতো কিছু ঘটিয়ে ফেলতে পারত আস্থাবান বিরোধী নেতৃত্ব থাকলে!
আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আন্দোলনের প্রথম দিন থেকেই। এবারের কোটা আন্দোলনের প্রথম থেকেই সুচতুরভাবে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হয়েছে। বুঝে হোক না বুঝে হোক, তাদের অনেকেই এই ফাঁদে পা দিয়েছে। নানাভাবে তারা মুক্তিযুদ্ধকে হেয় করা, মুক্তিযোদ্ধাদের লক্ষ্য করে অসম্মানসূচক স্লোগান দেওয়া, এমনকি ‘আমরা সবাই রাজাকার’ স্লোগান ইত্যাদি। এসব কথা শুনলে আমাদের বুক ভেঙে যায়।
আসলে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলের দীর্ঘ শাসন অব্যবস্থার সঙ্গে মুক্তিযুদ্ধকে একাকার করে ফেলেছে সবাই। তাদের কাছে মুক্তিযুদ্ধ নিয়ে প্রত্যাশা ছিল বেশি। হয়েছে তার উল্টোটা। আমি নিশ্চিত এবং শতভাগ নিশ্চিত যে আজ যেসব শিক্ষক, সাংবাদিক, শিল্পী-সাহিত্যিক-কবি, খেলোয়াড় তথা সমাজের সর্বস্তরের যাঁরা বিক্ষোভ-সমাবেশ-শোভাযাত্রা করছেন, তাঁদের প্রায় সবাই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাশীল। এটা বজায় রাখতে হবে। কিন্তু এর ফাঁকে ফাঁকেই কেউ কেউ নতুন পতাকা, নতুন জাতীয় সংগীতের ধুয়া তুলছেন। আশা করি আপনারা এ ব্যাপারে সজাগ থাকবেন। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু মুক্তিযুদ্ধ যেন কোনোভাবেই অসম্মানিত না হয়। মুক্তিযুদ্ধ চিরঞ্জীব!
সে কারণেই এই ক্রান্তিকাল দ্রুত নিরসনের জন্য সরকার, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে দাবি করছি। এখনো সময় আছে। ইট ইজ নেভার টু লেট!
সরকারের প্রতি...
১. এর আগে কোনো আন্দোলনে এত প্রাণ ঝরেনি। অবিলম্বে নিহত সবার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা।
২. প্রত্যেকের মৃত্যুর কারণ এবং পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা। এ ক্ষেত্রে প্রয়োজনে বিদেশ ও জাতিসংঘের বিশেষজ্ঞদের আনা।
৩. প্রতিটি হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার।
৪. নিহতদের পরিবারকে সার্বিকভাবে সহযোগিতা করা।
৫.পূর্বঘোষণা অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আটক সব ছাত্রছাত্রীর মুক্তিদান এবং সব ধরনের হয়রানি বন্ধ করা।
৬. মুক্তিযোদ্ধার তালিকা থেকে অবিলম্বে ভুয়াদের তালিকা অপসারণ করা। তালিকায় মুক্তিযুদ্ধের সময়ে ১২ বছরের নিচে কারও বয়স থাকলে সঙ্গে সঙ্গে বাতিল করা। অন্যান্য ভুয়া নামও অবিলম্বে বাতিল করা। তাদের জন্যই মুক্তিযোদ্ধারা সমাজে হেয় হচ্ছেন।
৭.৭৫ বছরের ঐতিহ্যবাহী, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী, জাতির পিতা বঙ্গবন্ধুর সংগ্রামী সংগঠন আজ দিশেহারা। অবিলম্বে একজন আস্থাশীল, যথাযথ, গ্রহণযোগ্য, সহনশীল মুখপাত্র নিয়োগ করা প্রয়োজন।
৮. সরকারের পক্ষ থেকেও একজন মুখপাত্র হওয়া বাঞ্ছনীয়। চার মন্ত্রী চার কথা বললে জনগণ বিভ্রান্ত হয়।
আন্দোলনরত ছাত্রদের প্রতি...
১. তোমাদের আন্দোলনে অংশগ্রহণ করতে এসে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল। তোমাদের মনের অবস্থা আমরা বুঝি। শোককে শক্তিতে পরিণত করে ধীরে ধীরে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনো।
২. তোমরা পারবে। কারণ, এত রক্তক্ষয়ের মধ্য দিয়ে হলেও তোমরা জয়ী হয়েছ। তোমাদের অর্জিত সাফল্য যাতে বাস্তবায়িত হয়, সেদিকে লক্ষ রেখো।
৩.তোমাদের দাবিকে এলাস্টিকের মতো আর বাড়িয়ো না। তাতে তোমাদের প্রজ্ঞা, বিবেচনা ও লক্ষ্য নিয়ে প্রশ্ন উঠবে।
৪. মুক্তিযুদ্ধকে কখনো হেয় কোরো না। এই রক্তক্ষয়ী সাহসী যুদ্ধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। স্বাধীনতা একটা গৌরব, একটা বিশাল অর্জন। এটাই আমাদের মাতৃভূমি, এটাই আমাদের পরিচয়।
৫.মুক্তিযুদ্ধকে জানার জন্য তোমার দাদা-দাদি, নানা-নানি, বাবা-মা ও পরিবারের অগ্রজদের কাছ থেকে শুনে নিয়ো—কী কঠিন সময় তাঁরা পার করেছেন, কীভাবে যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন, শরণার্থী জীবনযাপন করেছেন অথবা দেশের অভ্যন্তরে আতঙ্কের বন্দী জীবনযাপন করেছেন।
৬. এর মাধ্যমেই তুমি নিজেকে খুঁজে পাবে মুক্তিযুদ্ধে। তখন আর তোমাদের কণ্ঠে ওই ভয়ংকর স্লোগান আসবে না।
অভিভাবকদের প্রতি...
১. আন্দোলনে নিঃসংকোচে অংশগ্রহণ ও সহযোগিতা করার জন্য অভিনন্দন।
২. একটি জাতি একবারই স্বাধীনতা লাভ করে। আমরা এক রক্তক্ষয়ী, বীরত্বপূর্ণ লড়াই, অনেক আত্মদানের মধ্য দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের, সারা বিশ্ব অবাক বিস্ময়ে আমাদের বিজয় দেখেছে, উদ্যাপন করেছে।
৩. মুক্তিযুদ্ধ চলাকালীন আপনাদের অভিজ্ঞতা বা আপনার বাবা-মা, চাচা-চাচি বা অগ্রজদের অভিজ্ঞতা শুনে আপনার সন্তানকে বলুন। এগুলোই হবে ওদের গৌরবের সম্পদ। তখন তারা দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, দেশের জন্য কাজ করবে।
আমাদের ক্রান্তিকাল কেটে উঠুক, শান্তি ফিরে আসুক, স্বাভাবিক হয়ে উঠুক আমাদের জীবন। আসুন, আমরা সবাই মুক্তিযুদ্ধের মর্মবাণী ও মূল্যবোধ নিয়ে নিজ নিজ অঙ্গনে সক্রিয় হই।
লেখক: সভাপতি, আমরা একাত্তর ও সাবেক সাধারণ সম্পাদক, ডাকসু
বাংলাদেশ আজ এক ক্রান্তিলগ্নে। গত ১ জুলাই থেকে শুরু হয়েছিল বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন ছড়িয়ে পড়েছে সারা দেশে। রাস্তায় নেমেছে পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, পরিকল্পনাবিদ, রিকশাচালক—কে নামেনি রাস্তায়?
আবারও দেখিয়ে দিল নতুন প্রজন্ম—তারা ঘুমিয়ে নেই। তারা ঘুমন্ত বাঘ। গর্জে ওঠে যখন দরকার তখন। শুধু তারা জাগে না। জাগায় সবাইকে—মাঠে নামে সবাই। গর্জে ওঠে তারাও। আজ এমনি এক অবস্থা। শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবি নিয়ে। আজ উঠেছে সরকারের পদত্যাগের দাবি!
আন্দোলনকে সরলভাবে ভাগ করা যায় দুই ভাগে। ১ থেকে ১৬ জুলাই পর্যন্ত এক অধ্যায়। তারপর থেকে অন্য অধ্যায়। প্রথম অধ্যায় ছিল ছাত্রদের আন্দোলন সুশৃঙ্খল, শান্তিপূর্ণ অবরোধ। আলোচনা হতে পারত, সমাধানের পথ খোঁজা যেত। নামও ছিল সুন্দর ‘বাংলা ব্লকেড’।
কিন্তু আন্দোলনের প্রতি একধরনের অবজ্ঞা, ক্ষমতার দম্ভ, জেদ এবং অবশেষে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে আগুনে ঘি ঢালা হলো।আন্দোলন হয়ে উঠল সংঘাতপূর্ণ। বিশ্ববিদ্যালয় হয়ে উঠল রণক্ষেত্র। সারা দেশে ৬টি তাজা প্রাণ ঝরে পড়ল। সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো। কিন্তু বিক্ষোভ ছড়িয়ে পড়ল সারা দেশে। এক দিনে ঝরে পড়ল আরও ২৮ তাজা প্রাণ। রাস্তায় নেমে পড়ল ঢাকার প্রায় সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়, নটর ডেম কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে শুরু করে সব স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। সঙ্গে অভিভাবক-শিক্ষক সবাই।
এখন আর আন্দোলন ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকল না। পরিস্থিতি হয়ে গেল অগ্নিগর্ভ। একে গণজাগরণ বা গণ-অভ্যুত্থান—যেকোনো নামেই অভিহিত করা যায়। ধ্বনিত হলো শত শত ছাত্র-জনতা হত্যার বিচারের দাবি। এর সঙ্গে আরও যুক্ত হলো গত ১৫ বছরের সব ধরনের পুঞ্জীভূত ক্ষোভ। ছাগল-কাণ্ড, বালিশ-কাণ্ড, ক্যাসিনো-কাণ্ড, বেনজীর, আজিজ, দুর্নীতি ও লুটপাট, দলীয়করণ, সুশাসনের অভাব, অর্থ পাচার, মূল্যবোধের ধস, নৈতিক অধঃপতন, সব ক্ষেত্রে সিন্ডিকেট, শিক্ষাক্ষেত্রে অরাজকতা—সব একাকার হয়ে গেল।
এটা সমাজের সর্বস্তরের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। ম্লান হয়ে গেল সব উন্নয়ন আর অগ্রযাত্রা। স্বাভাবিকভাবেই এর সুযোগ নিল জামায়াত-শিবির, বিএনপিসহ সব বিরোধীপক্ষ। সংঘটিত হলো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অভাবনীয় সন্ত্রাস। জ্বালিয়ে- পুড়িয়ে ছাই করে দিল বিটিভি, সেতু ভবন, মেট্রোরেল, ডেটা সেন্টার ইত্যাদি। এমনকি পরিকল্পিত ‘আরব বসন্ত’ বা ‘শ্রীলঙ্কা ফল’-এর মতো কিছু ঘটিয়ে ফেলতে পারত আস্থাবান বিরোধী নেতৃত্ব থাকলে!
আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আন্দোলনের প্রথম দিন থেকেই। এবারের কোটা আন্দোলনের প্রথম থেকেই সুচতুরভাবে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হয়েছে। বুঝে হোক না বুঝে হোক, তাদের অনেকেই এই ফাঁদে পা দিয়েছে। নানাভাবে তারা মুক্তিযুদ্ধকে হেয় করা, মুক্তিযোদ্ধাদের লক্ষ্য করে অসম্মানসূচক স্লোগান দেওয়া, এমনকি ‘আমরা সবাই রাজাকার’ স্লোগান ইত্যাদি। এসব কথা শুনলে আমাদের বুক ভেঙে যায়।
আসলে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলের দীর্ঘ শাসন অব্যবস্থার সঙ্গে মুক্তিযুদ্ধকে একাকার করে ফেলেছে সবাই। তাদের কাছে মুক্তিযুদ্ধ নিয়ে প্রত্যাশা ছিল বেশি। হয়েছে তার উল্টোটা। আমি নিশ্চিত এবং শতভাগ নিশ্চিত যে আজ যেসব শিক্ষক, সাংবাদিক, শিল্পী-সাহিত্যিক-কবি, খেলোয়াড় তথা সমাজের সর্বস্তরের যাঁরা বিক্ষোভ-সমাবেশ-শোভাযাত্রা করছেন, তাঁদের প্রায় সবাই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাশীল। এটা বজায় রাখতে হবে। কিন্তু এর ফাঁকে ফাঁকেই কেউ কেউ নতুন পতাকা, নতুন জাতীয় সংগীতের ধুয়া তুলছেন। আশা করি আপনারা এ ব্যাপারে সজাগ থাকবেন। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু মুক্তিযুদ্ধ যেন কোনোভাবেই অসম্মানিত না হয়। মুক্তিযুদ্ধ চিরঞ্জীব!
সে কারণেই এই ক্রান্তিকাল দ্রুত নিরসনের জন্য সরকার, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে দাবি করছি। এখনো সময় আছে। ইট ইজ নেভার টু লেট!
সরকারের প্রতি...
১. এর আগে কোনো আন্দোলনে এত প্রাণ ঝরেনি। অবিলম্বে নিহত সবার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা।
২. প্রত্যেকের মৃত্যুর কারণ এবং পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা। এ ক্ষেত্রে প্রয়োজনে বিদেশ ও জাতিসংঘের বিশেষজ্ঞদের আনা।
৩. প্রতিটি হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার।
৪. নিহতদের পরিবারকে সার্বিকভাবে সহযোগিতা করা।
৫.পূর্বঘোষণা অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আটক সব ছাত্রছাত্রীর মুক্তিদান এবং সব ধরনের হয়রানি বন্ধ করা।
৬. মুক্তিযোদ্ধার তালিকা থেকে অবিলম্বে ভুয়াদের তালিকা অপসারণ করা। তালিকায় মুক্তিযুদ্ধের সময়ে ১২ বছরের নিচে কারও বয়স থাকলে সঙ্গে সঙ্গে বাতিল করা। অন্যান্য ভুয়া নামও অবিলম্বে বাতিল করা। তাদের জন্যই মুক্তিযোদ্ধারা সমাজে হেয় হচ্ছেন।
৭.৭৫ বছরের ঐতিহ্যবাহী, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী, জাতির পিতা বঙ্গবন্ধুর সংগ্রামী সংগঠন আজ দিশেহারা। অবিলম্বে একজন আস্থাশীল, যথাযথ, গ্রহণযোগ্য, সহনশীল মুখপাত্র নিয়োগ করা প্রয়োজন।
৮. সরকারের পক্ষ থেকেও একজন মুখপাত্র হওয়া বাঞ্ছনীয়। চার মন্ত্রী চার কথা বললে জনগণ বিভ্রান্ত হয়।
আন্দোলনরত ছাত্রদের প্রতি...
১. তোমাদের আন্দোলনে অংশগ্রহণ করতে এসে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল। তোমাদের মনের অবস্থা আমরা বুঝি। শোককে শক্তিতে পরিণত করে ধীরে ধীরে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনো।
২. তোমরা পারবে। কারণ, এত রক্তক্ষয়ের মধ্য দিয়ে হলেও তোমরা জয়ী হয়েছ। তোমাদের অর্জিত সাফল্য যাতে বাস্তবায়িত হয়, সেদিকে লক্ষ রেখো।
৩.তোমাদের দাবিকে এলাস্টিকের মতো আর বাড়িয়ো না। তাতে তোমাদের প্রজ্ঞা, বিবেচনা ও লক্ষ্য নিয়ে প্রশ্ন উঠবে।
৪. মুক্তিযুদ্ধকে কখনো হেয় কোরো না। এই রক্তক্ষয়ী সাহসী যুদ্ধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। স্বাধীনতা একটা গৌরব, একটা বিশাল অর্জন। এটাই আমাদের মাতৃভূমি, এটাই আমাদের পরিচয়।
৫.মুক্তিযুদ্ধকে জানার জন্য তোমার দাদা-দাদি, নানা-নানি, বাবা-মা ও পরিবারের অগ্রজদের কাছ থেকে শুনে নিয়ো—কী কঠিন সময় তাঁরা পার করেছেন, কীভাবে যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন, শরণার্থী জীবনযাপন করেছেন অথবা দেশের অভ্যন্তরে আতঙ্কের বন্দী জীবনযাপন করেছেন।
৬. এর মাধ্যমেই তুমি নিজেকে খুঁজে পাবে মুক্তিযুদ্ধে। তখন আর তোমাদের কণ্ঠে ওই ভয়ংকর স্লোগান আসবে না।
অভিভাবকদের প্রতি...
১. আন্দোলনে নিঃসংকোচে অংশগ্রহণ ও সহযোগিতা করার জন্য অভিনন্দন।
২. একটি জাতি একবারই স্বাধীনতা লাভ করে। আমরা এক রক্তক্ষয়ী, বীরত্বপূর্ণ লড়াই, অনেক আত্মদানের মধ্য দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের, সারা বিশ্ব অবাক বিস্ময়ে আমাদের বিজয় দেখেছে, উদ্যাপন করেছে।
৩. মুক্তিযুদ্ধ চলাকালীন আপনাদের অভিজ্ঞতা বা আপনার বাবা-মা, চাচা-চাচি বা অগ্রজদের অভিজ্ঞতা শুনে আপনার সন্তানকে বলুন। এগুলোই হবে ওদের গৌরবের সম্পদ। তখন তারা দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, দেশের জন্য কাজ করবে।
আমাদের ক্রান্তিকাল কেটে উঠুক, শান্তি ফিরে আসুক, স্বাভাবিক হয়ে উঠুক আমাদের জীবন। আসুন, আমরা সবাই মুক্তিযুদ্ধের মর্মবাণী ও মূল্যবোধ নিয়ে নিজ নিজ অঙ্গনে সক্রিয় হই।
লেখক: সভাপতি, আমরা একাত্তর ও সাবেক সাধারণ সম্পাদক, ডাকসু
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে