বিনোদন ডেস্ক
বছরের শুরু থেকেই তামান্না ভাটিয়ার প্রেমের গুঞ্জন চলছে। নববর্ষের এক পার্টিতে বিজয় ভার্মার সঙ্গে তাঁর চুম্বনরত একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। একসঙ্গে জমিয়ে নাচও করেন তাঁরা। সেই থেকে চলছে তাঁদের প্রেমের গুঞ্জন। এরপর বিজয়-তামান্নাকে কখনো এয়ারপোর্টে, কখনো ডিনার পার্টিতে দেখা গেছে। নিজেদের সম্পর্ক নিয়ে এত দিন মুখ খোলেননি কেউই। অবশেষে সেই প্রেমের গুঞ্জনে সত্যির সিলমোহর দিলেন তামান্না।
সম্প্রতি ফিল্ম কম্পানিয়নের এক সাক্ষাৎকারে তামান্নাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। অভিনেত্রী জানান, ‘লাস্ট স্টোরিজ-২’ সিনেমার সেটেই তাঁদের প্রথম পরিচয়। এরপর ধীরে ধীরে গাঢ় হয় সম্পর্ক। তবে অভিনেতা বলেই যে বিজয়ের প্রতি তাঁর ভালোবাসার অনুভূতি তৈরি হয়েছে, তা নয়। বিজয়ের সহজ-সাধারণ ব্যবহারেই তাঁর দিকে আকৃষ্ট হয়েছেন তামান্না। অভিনেত্রী বলেন, ‘বিজয় এমন একজন মানুষ, যাঁর সঙ্গে আমি খুব সহজেই একাত্ম হতে পেরেছি। যে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছে। আমিও তাই নিজেকে আটকে রাখিনি। বেশ স্বচ্ছন্দেই সম্পর্কটি হয়ে গেছে। কোনো ঝক্কি পোহাতে হয়নি’।
বিজয় এখন তাঁর খুশির ঠিকানা, জানিয়ে তামান্না বলেন, ‘আমি নিজের জন্য একটা আলাদা পৃথিবী তৈরি করেছি। বিজয় আমার সেই জগৎটাকে আপন করে নিয়েছে। আমিও ওর প্রতি ভীষণরকম যত্নশীল।’ বিজয়ের অভিনয়ের প্রশংসা করে তামান্না বলেন, ‘ও দারুণ একজন অভিনেতা। এ পর্যন্ত আসতে তাঁকে অনেক সংগ্রাম করতে হয়েছে। এতদিনে এসে ইন্ডাস্ট্রিতে সে তাঁর যোগ্য সম্মান পাচ্ছে। এটা আমার কাছে দারুণ লাগে। অভিনয়শিল্পী হিসেবে ওর জার্নি আমাকে ভীষণ অনুপ্রাণিত করে।’
হিন্দি সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তী সময়ে দক্ষিণি ইন্ডাস্ট্রিতে থিতু হন তামান্না। তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন।
বলিউডেও তিনি পরিচিত নাম। অন্যদিকে বেশিরভাগ সিনেমায় চরিত্রাভিনেতা হিসেবেই দেখা মেলে বিজয় ভার্মার। ‘গাল্লি বয়’ থেকে শুরু করে ‘পিঙ্ক’, ‘মান্টো’র মতো ভিন্নধারার সিনেমা করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। গত বছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘ডার্লিংস’ সিনেমায় আলিয়া ভাটের সঙ্গে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। ২৯ জুন নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে অ্যান্থলজি ফিল্ম ‘লাস্ট স্টোরিজ-২’। এতে বিজয়, তামান্না দুজনই অভিনয় করেছেন। আরও আছেন নীনা গুপ্তা, কাজল, ম্রুণাল ঠাকুর, তিলোত্তমা সোমের মতো শিল্পীরা।
বছরের শুরু থেকেই তামান্না ভাটিয়ার প্রেমের গুঞ্জন চলছে। নববর্ষের এক পার্টিতে বিজয় ভার্মার সঙ্গে তাঁর চুম্বনরত একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। একসঙ্গে জমিয়ে নাচও করেন তাঁরা। সেই থেকে চলছে তাঁদের প্রেমের গুঞ্জন। এরপর বিজয়-তামান্নাকে কখনো এয়ারপোর্টে, কখনো ডিনার পার্টিতে দেখা গেছে। নিজেদের সম্পর্ক নিয়ে এত দিন মুখ খোলেননি কেউই। অবশেষে সেই প্রেমের গুঞ্জনে সত্যির সিলমোহর দিলেন তামান্না।
সম্প্রতি ফিল্ম কম্পানিয়নের এক সাক্ষাৎকারে তামান্নাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। অভিনেত্রী জানান, ‘লাস্ট স্টোরিজ-২’ সিনেমার সেটেই তাঁদের প্রথম পরিচয়। এরপর ধীরে ধীরে গাঢ় হয় সম্পর্ক। তবে অভিনেতা বলেই যে বিজয়ের প্রতি তাঁর ভালোবাসার অনুভূতি তৈরি হয়েছে, তা নয়। বিজয়ের সহজ-সাধারণ ব্যবহারেই তাঁর দিকে আকৃষ্ট হয়েছেন তামান্না। অভিনেত্রী বলেন, ‘বিজয় এমন একজন মানুষ, যাঁর সঙ্গে আমি খুব সহজেই একাত্ম হতে পেরেছি। যে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছে। আমিও তাই নিজেকে আটকে রাখিনি। বেশ স্বচ্ছন্দেই সম্পর্কটি হয়ে গেছে। কোনো ঝক্কি পোহাতে হয়নি’।
বিজয় এখন তাঁর খুশির ঠিকানা, জানিয়ে তামান্না বলেন, ‘আমি নিজের জন্য একটা আলাদা পৃথিবী তৈরি করেছি। বিজয় আমার সেই জগৎটাকে আপন করে নিয়েছে। আমিও ওর প্রতি ভীষণরকম যত্নশীল।’ বিজয়ের অভিনয়ের প্রশংসা করে তামান্না বলেন, ‘ও দারুণ একজন অভিনেতা। এ পর্যন্ত আসতে তাঁকে অনেক সংগ্রাম করতে হয়েছে। এতদিনে এসে ইন্ডাস্ট্রিতে সে তাঁর যোগ্য সম্মান পাচ্ছে। এটা আমার কাছে দারুণ লাগে। অভিনয়শিল্পী হিসেবে ওর জার্নি আমাকে ভীষণ অনুপ্রাণিত করে।’
হিন্দি সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তী সময়ে দক্ষিণি ইন্ডাস্ট্রিতে থিতু হন তামান্না। তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন।
বলিউডেও তিনি পরিচিত নাম। অন্যদিকে বেশিরভাগ সিনেমায় চরিত্রাভিনেতা হিসেবেই দেখা মেলে বিজয় ভার্মার। ‘গাল্লি বয়’ থেকে শুরু করে ‘পিঙ্ক’, ‘মান্টো’র মতো ভিন্নধারার সিনেমা করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। গত বছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘ডার্লিংস’ সিনেমায় আলিয়া ভাটের সঙ্গে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। ২৯ জুন নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে অ্যান্থলজি ফিল্ম ‘লাস্ট স্টোরিজ-২’। এতে বিজয়, তামান্না দুজনই অভিনয় করেছেন। আরও আছেন নীনা গুপ্তা, কাজল, ম্রুণাল ঠাকুর, তিলোত্তমা সোমের মতো শিল্পীরা।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে