খাগড়াছড়িতে স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২১, ০৯: ১২
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৬: ৫৩

খাগড়াছড়িতে সিয়াই হারুম উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা সদর পেরাছড়া ইউনিয়ন খামার পাড়ায় বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এ সময় জেলা প্রশাসক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য ১০ লাখ টাকা হস্তান্তর করেন।

পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রক্তোৎপল ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা, জেলা কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরাসহ স্থানীয় সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের হোটেল ম্যানেজমেন্ট ও টুরিজম বিভাগের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সম্পাদক খোকনেশ্বর ত্রিপুরা (খুমুই)।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত