সম্পাদকীয়
ইয়াহিয়া খানের ঘোষণা যখন ভেসে এল রেডিও-মারফত, তখন তো গোটা দেশ বেরিয়ে পড়েছিল রাস্তায়। ১৯৭১ সালের ১ মার্চ অন্য এক গল্প লেখা হচ্ছিল ঢাকার রাজপথে এবং একসময় তা ঢাকা ছাড়িয়ে প্রসারিত হয়েছিল পুরো বাংলায়।
২ মার্চ ছিল হরতাল। গাড়ি, রিকশা, স্কুটার এমনকি সাইকেলও নেই রাস্তায়। জাহানারা ইমাম বাড়ির সবাইকে নিয়ে হেঁটে বেড়ালেন এলিফ্যান্ট রোড ধরে। ফাঁকা রাস্তার মাঝখান দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে। নিউমার্কেটে গিয়ে দেখলেন, কাঁচাবাজারও বসেনি। হেঁটে আবার গেলেন হাতিরপুল পর্যন্ত। ফিরে আসার পর রুমী হাঁক দিল, ‘সুবহান, পাঁচ কাপ চা দিয়ে যাও।’
রুমী বাড়িতেই থাকতে চাইছিল না। এখনই নাকি তার যেতে হবে বটতলায়। ছাত্রলীগ আর ডাকসু নাকি মিটিং ডেকেছে। শুনতে হবে তা। জাহানারা ইমাম বাদ সাধেন, ‘এখন আবার হেঁটে হেঁটে অদ্দূর যাবার দরকারটা কী? তুই তো কোনো দলের মেম্বার নস। তোর এত সব মিটিংয়ে যাওয়া কেন?’
রুমী বলল, ‘এখন কি আর ব্যাপারটা দলের মধ্যে সীমাবদ্ধ আছে নাকি আম্মা? এখন তো...এ আগুন ছড়িয়ে গেছে সবখানে।’
রুমীর এই স্বভাব ছিল। কথায় কথায় বাংলা বা ইংরেজি কবিতা বা গানের উদ্ধৃতি দিতে পারত। জাহানারা ইমাম বললেন, ‘যাবি যা। কিন্তু দেরি করিস না। যা করবি, কর, কিন্তু ঠিক সময়ে খাওয়া-দাওয়া করে।’
এ সময় চা নিয়ে এল সুবহান। টেবিলে রাখল চায়ের ট্রে-টা। একটু ইতস্তত করল। তারপর রুমীকে বলল, ‘ভাইয়া, তিনটার সুমায় পল্টনের মিটিংয়ে যাইবেন?’
রুমী গম্ভীর গলায় জিজ্ঞেস করল, ‘কেন? তুমি যেতে চাও আমাদের সঙ্গে?’
সুবহান মুখটা কাঁচুমাচু করে বলল, ‘আমারে যদি পারমিশান দ্যান।’
জাহানারা ইমাম বাধা দেওয়ার কোনো চেষ্টা করলেন না। হাসি চেপে গম্ভীরমুখে বললেন, ‘তাড়াতাড়ি রান্না করতে পারলে যেতে পারবে।’
খুশি হয়ে সুবহান চলে গেল রান্নাঘরে।
সূত্র: জাহানারা ইমাম, একাত্তরের দিনগুলি, পৃষ্ঠা ১১-১২
ইয়াহিয়া খানের ঘোষণা যখন ভেসে এল রেডিও-মারফত, তখন তো গোটা দেশ বেরিয়ে পড়েছিল রাস্তায়। ১৯৭১ সালের ১ মার্চ অন্য এক গল্প লেখা হচ্ছিল ঢাকার রাজপথে এবং একসময় তা ঢাকা ছাড়িয়ে প্রসারিত হয়েছিল পুরো বাংলায়।
২ মার্চ ছিল হরতাল। গাড়ি, রিকশা, স্কুটার এমনকি সাইকেলও নেই রাস্তায়। জাহানারা ইমাম বাড়ির সবাইকে নিয়ে হেঁটে বেড়ালেন এলিফ্যান্ট রোড ধরে। ফাঁকা রাস্তার মাঝখান দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে। নিউমার্কেটে গিয়ে দেখলেন, কাঁচাবাজারও বসেনি। হেঁটে আবার গেলেন হাতিরপুল পর্যন্ত। ফিরে আসার পর রুমী হাঁক দিল, ‘সুবহান, পাঁচ কাপ চা দিয়ে যাও।’
রুমী বাড়িতেই থাকতে চাইছিল না। এখনই নাকি তার যেতে হবে বটতলায়। ছাত্রলীগ আর ডাকসু নাকি মিটিং ডেকেছে। শুনতে হবে তা। জাহানারা ইমাম বাদ সাধেন, ‘এখন আবার হেঁটে হেঁটে অদ্দূর যাবার দরকারটা কী? তুই তো কোনো দলের মেম্বার নস। তোর এত সব মিটিংয়ে যাওয়া কেন?’
রুমী বলল, ‘এখন কি আর ব্যাপারটা দলের মধ্যে সীমাবদ্ধ আছে নাকি আম্মা? এখন তো...এ আগুন ছড়িয়ে গেছে সবখানে।’
রুমীর এই স্বভাব ছিল। কথায় কথায় বাংলা বা ইংরেজি কবিতা বা গানের উদ্ধৃতি দিতে পারত। জাহানারা ইমাম বললেন, ‘যাবি যা। কিন্তু দেরি করিস না। যা করবি, কর, কিন্তু ঠিক সময়ে খাওয়া-দাওয়া করে।’
এ সময় চা নিয়ে এল সুবহান। টেবিলে রাখল চায়ের ট্রে-টা। একটু ইতস্তত করল। তারপর রুমীকে বলল, ‘ভাইয়া, তিনটার সুমায় পল্টনের মিটিংয়ে যাইবেন?’
রুমী গম্ভীর গলায় জিজ্ঞেস করল, ‘কেন? তুমি যেতে চাও আমাদের সঙ্গে?’
সুবহান মুখটা কাঁচুমাচু করে বলল, ‘আমারে যদি পারমিশান দ্যান।’
জাহানারা ইমাম বাধা দেওয়ার কোনো চেষ্টা করলেন না। হাসি চেপে গম্ভীরমুখে বললেন, ‘তাড়াতাড়ি রান্না করতে পারলে যেতে পারবে।’
খুশি হয়ে সুবহান চলে গেল রান্নাঘরে।
সূত্র: জাহানারা ইমাম, একাত্তরের দিনগুলি, পৃষ্ঠা ১১-১২
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে