পীরগঞ্জ প্রতিনিধি
পীরগঞ্জে নির্ধারিত সময়েও শেষ হয়নি করতোয়া নদীর ওপর নির্মাণাধীন ন্যুনদহ ও জন্তীপুর সেতুর কাজ। সেতু দুটির নির্মাণকাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাংসদ ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চল এবং দিনাজপুর জেলার ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার মানুষের উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে করতোয়া নদীর ওপর সেতু নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের আলোকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আওতায় জয়ন্তীপুর ঘাট থেকে গোপিনাথপুর পর্যন্ত করতোয়ার ওপর একটি সেতু নির্মাণে ২৯ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার ২০৩ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া গিলাবাড়ী ঘাট থেকে ন্যুনদহ ঘাট পর্যন্ত আরও একটি সেতু নির্মাণে বরাদ্দ দেওয়া হয় ২৬ কোটি ৮২ লাখ ৩৩ হাজার ৮৭৮ টাকা।
টেন্ডারের মাধ্যমে কার্যাদেশ পেয়ে ২০১৮ সালের ৯ মে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। শর্তানুযায়ী গত বছরের ২২ সেপ্টেম্বরের মধ্যে সেতু নির্মাণকাজ শেষ হওয়ার কথা। অথচ গত বৃহস্পতিবার পর্যন্ত ন্যুনদহ সেতুর ৬০ শতাংশ ও জন্তীপুর সেতুর ৫৫ শতাংশ কাজ সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মানিক মিয়া জানান, সেতু দুটির জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় সেতুর নির্মাণকাজে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। কাজ করতে গিয়ে বারবার জমির মালিকদের কাছ থেকে বাধার সম্মুখীন হতে হচ্ছে।
সেতুসংলগ্ন এলাকার জমির মালিক সবুজ, রানু, রাসেল ও রিপনসহ অনেকেই জানান, সরকার জমি অধিগ্রহণের টাকা দিলে তাঁরা অন্য স্থানে জমি ক্রয় করবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মশিউর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে জেলা প্রকৌশল বিভাগের অনুমোদন ও ঢাকার প্রধান প্রকৌশল দপ্তরের অনুমোদনপত্র নিয়ে ২০১৯ সালের ২৫ আগস্ট পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে জমা দিয়েছি। জেলা ভূমি কার্যালয় থেকে অনুমোদন এলেই জমির মালিকেরা অধিগ্রহণের টাকা পাবেন। সেতু নির্মাণকাজেও গতি বাড়বে।’
পীরগঞ্জে নির্ধারিত সময়েও শেষ হয়নি করতোয়া নদীর ওপর নির্মাণাধীন ন্যুনদহ ও জন্তীপুর সেতুর কাজ। সেতু দুটির নির্মাণকাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাংসদ ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চল এবং দিনাজপুর জেলার ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার মানুষের উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে করতোয়া নদীর ওপর সেতু নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের আলোকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আওতায় জয়ন্তীপুর ঘাট থেকে গোপিনাথপুর পর্যন্ত করতোয়ার ওপর একটি সেতু নির্মাণে ২৯ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার ২০৩ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া গিলাবাড়ী ঘাট থেকে ন্যুনদহ ঘাট পর্যন্ত আরও একটি সেতু নির্মাণে বরাদ্দ দেওয়া হয় ২৬ কোটি ৮২ লাখ ৩৩ হাজার ৮৭৮ টাকা।
টেন্ডারের মাধ্যমে কার্যাদেশ পেয়ে ২০১৮ সালের ৯ মে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। শর্তানুযায়ী গত বছরের ২২ সেপ্টেম্বরের মধ্যে সেতু নির্মাণকাজ শেষ হওয়ার কথা। অথচ গত বৃহস্পতিবার পর্যন্ত ন্যুনদহ সেতুর ৬০ শতাংশ ও জন্তীপুর সেতুর ৫৫ শতাংশ কাজ সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মানিক মিয়া জানান, সেতু দুটির জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় সেতুর নির্মাণকাজে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। কাজ করতে গিয়ে বারবার জমির মালিকদের কাছ থেকে বাধার সম্মুখীন হতে হচ্ছে।
সেতুসংলগ্ন এলাকার জমির মালিক সবুজ, রানু, রাসেল ও রিপনসহ অনেকেই জানান, সরকার জমি অধিগ্রহণের টাকা দিলে তাঁরা অন্য স্থানে জমি ক্রয় করবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মশিউর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে জেলা প্রকৌশল বিভাগের অনুমোদন ও ঢাকার প্রধান প্রকৌশল দপ্তরের অনুমোদনপত্র নিয়ে ২০১৯ সালের ২৫ আগস্ট পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে জমা দিয়েছি। জেলা ভূমি কার্যালয় থেকে অনুমোদন এলেই জমির মালিকেরা অধিগ্রহণের টাকা পাবেন। সেতু নির্মাণকাজেও গতি বাড়বে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে