মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মহামারি করোনা বিস্তার রোধে আবারও সারা দেশে গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে এ বিধিনিষেধ উপেক্ষা করে মাগুরার মহম্মদপুর উপজেলার কেরিনগর গ্রামে চলছে দুই দিনব্যাপী বার্ষিকী ঘোড়দৌড় মেলা।
গতকাল রোববার প্রথম দিন মূল মেলার আকর্ষণ ছিল ঘোড়দৌড় মেলা। সে উপলক্ষে এক কিলোমিটার এলাকা জুড়ে বসেছে গ্রামীণ মেলা। আগামীকাল বসবে বাসী মেলা। তবে এ বিষয়ে মহম্মদপুর উপজেলা প্রশাসন কিছু জানে না বলে জানা গেছে।
উপজেলার বাবুখালী ইউনিয়নের কেরিনগর হাইস্কুল মাঠে বসেছে এই বার্ষিকী ঘোড়দৌড় মেলা। মেলায় সকাল থেকে লোকসমাগম কম দেখা গেলেও বিকেলে ঘোড়দৌড় উপলক্ষে করোনার পথ মাড়িয়ে দর্শনার্থীদের ঢল নামে মেলায়। রাতের বেলায়ও মেলা ছিল পুরো জমজমাট।
গত ২১ জানুয়ারি মন্ত্রিপরিষদ জারিকৃত প্রজ্ঞাপনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, রাজনৈতিক কিংবা ধর্মীয় আচার-অনুষ্ঠান যেখানে লোকসমাগম হয়, এমনটি করা থেকে নিষেধ করা হয়েছে। সেই নির্দেশনা অমান্য করে মেলায় বিপুলসংখ্যক লোক সমাগম ঘটানো হয়েছে। স্বাস্থ্যবিধি অমান্য করে সেখানে জড়ো হয় হাজার হাজার দর্শনার্থী। সরকারি নির্দেশনা অমান্য করে জনসমাগম করে মেলার আয়োজন করায় করোনা সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাবে বলে মনে করেন সচেতন মহল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বার্ষিকী ঘোড়দৌড় মেলা উপলক্ষে কেরিনগর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। এতে স্বাস্থ্যবিধি অমান্য করে হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হন মেলা প্রাঙ্গণে। কেরিনগর গ্রামসহ আশপাশের আট থেকে দশটি গ্রামের মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। হাজার হাজার মানুষের মধ্যে নেই করোনার স্বাস্থ্য সচেতনতা।
বাবুখালী ইউপি চেয়ারম্যান মীর মো. সাজ্জাদ আলী বলেন, ‘বার্ষিকী মেলা হওয়ায় আগেই মেলার দিন ধার্য করা ছিল। বিভিন্ন দোকানি মেলার আগেই দোকান নিয়ে মেলামাঠে বসে গিয়েছে। মিষ্টি দোকানিরা অনেক মিষ্টি নিয়ে মেলায় এসেছে। পরে সেটা দেখে আমি আর তাঁদের চাপ দেইনি।’
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল আজকের পত্রিকাকে বলেন, ‘এই মহামারিতে মেলার অনুমতি প্রশ্নই ওঠে না। প্রশাসনের অনুমতি ছাড়াই মেলার আয়োজন করা হয়েছে। এ বিষয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মহামারি করোনা বিস্তার রোধে আবারও সারা দেশে গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে এ বিধিনিষেধ উপেক্ষা করে মাগুরার মহম্মদপুর উপজেলার কেরিনগর গ্রামে চলছে দুই দিনব্যাপী বার্ষিকী ঘোড়দৌড় মেলা।
গতকাল রোববার প্রথম দিন মূল মেলার আকর্ষণ ছিল ঘোড়দৌড় মেলা। সে উপলক্ষে এক কিলোমিটার এলাকা জুড়ে বসেছে গ্রামীণ মেলা। আগামীকাল বসবে বাসী মেলা। তবে এ বিষয়ে মহম্মদপুর উপজেলা প্রশাসন কিছু জানে না বলে জানা গেছে।
উপজেলার বাবুখালী ইউনিয়নের কেরিনগর হাইস্কুল মাঠে বসেছে এই বার্ষিকী ঘোড়দৌড় মেলা। মেলায় সকাল থেকে লোকসমাগম কম দেখা গেলেও বিকেলে ঘোড়দৌড় উপলক্ষে করোনার পথ মাড়িয়ে দর্শনার্থীদের ঢল নামে মেলায়। রাতের বেলায়ও মেলা ছিল পুরো জমজমাট।
গত ২১ জানুয়ারি মন্ত্রিপরিষদ জারিকৃত প্রজ্ঞাপনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, রাজনৈতিক কিংবা ধর্মীয় আচার-অনুষ্ঠান যেখানে লোকসমাগম হয়, এমনটি করা থেকে নিষেধ করা হয়েছে। সেই নির্দেশনা অমান্য করে মেলায় বিপুলসংখ্যক লোক সমাগম ঘটানো হয়েছে। স্বাস্থ্যবিধি অমান্য করে সেখানে জড়ো হয় হাজার হাজার দর্শনার্থী। সরকারি নির্দেশনা অমান্য করে জনসমাগম করে মেলার আয়োজন করায় করোনা সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাবে বলে মনে করেন সচেতন মহল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বার্ষিকী ঘোড়দৌড় মেলা উপলক্ষে কেরিনগর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। এতে স্বাস্থ্যবিধি অমান্য করে হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হন মেলা প্রাঙ্গণে। কেরিনগর গ্রামসহ আশপাশের আট থেকে দশটি গ্রামের মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। হাজার হাজার মানুষের মধ্যে নেই করোনার স্বাস্থ্য সচেতনতা।
বাবুখালী ইউপি চেয়ারম্যান মীর মো. সাজ্জাদ আলী বলেন, ‘বার্ষিকী মেলা হওয়ায় আগেই মেলার দিন ধার্য করা ছিল। বিভিন্ন দোকানি মেলার আগেই দোকান নিয়ে মেলামাঠে বসে গিয়েছে। মিষ্টি দোকানিরা অনেক মিষ্টি নিয়ে মেলায় এসেছে। পরে সেটা দেখে আমি আর তাঁদের চাপ দেইনি।’
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল আজকের পত্রিকাকে বলেন, ‘এই মহামারিতে মেলার অনুমতি প্রশ্নই ওঠে না। প্রশাসনের অনুমতি ছাড়াই মেলার আয়োজন করা হয়েছে। এ বিষয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে