মুহাম্মদ জাভেদ হাকিম
ভ্রমণের নেশা একবার যার মনন-মস্তিষ্কে জেঁকে বসবে, তাকে আর ফেরায় কে? জাগতিক সব দায়দায়িত্ব পালনের ফাঁকফোকরেই বেরিয়ে পড়বে, নয়নাভিরাম প্রকৃতির সান্নিধ্য লাভে। এই লাভ টাকার অঙ্কের অনেক ঊর্ধ্বে। সে রকম লাভের লোভেই প্রকৃতির মধ্যে ডুবে থাকা বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়া। প্রতিবছর এ সময়টায় ক্যাম্পাসের ভেতরে থাকা জলাশয়গুলোতে পরিযায়ী পাখির আগমন ঘটে। গত বছরের চেয়ে এ বছর পাখির বিচরণ অনেক বেশি। ১০-১২টি জলাশয়ের মধ্যে ৪-৫টিতে পাখি দেখা যায় বেশি।
দর্শনার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পার্কিংয়ের দুই ধারের জলাশয়ে সম্ভবত সবচেয়ে কাছাকাছি ও বেশি পাখি দেখে মুগ্ধ হবেন। সেই সুদূর সাইবেরিয়া, মঙ্গোলিয়া, নেপাল ও চীন থেকে আসা পরিযায়ী পাখির কিচিরমিচির আওয়াজে সারাক্ষণ মুখরিত থাকে চারপাশ। ক্যাম্পাসজুড়ে পাখি আর প্রকৃতি মিলেমিশে একাকার। এসব জলাশয়ে হাঁস প্রজাতির সরালি, পচার্ড, ফ্লাই ফেচার, গার্গেনি, ছোট জিরিয়া, মুরগ্যাধি, কোম্বডাক, পাতারি এবং অন্যান্য প্রজাতির মধ্যে মানিকজোড়, কলাই, ছোট নগ, জলনাগতা, খঞ্জনা, চিতাটুপি জলপিপি ও লালগুড়গুটি অন্যতম। এ ছাড়া সচরাচর জলময়ূরী, ডুবুরি, খোঁপা ডুবুরি, ছোট পানকৌড়ি ও বড় পানকৌড়ি পাখির দেখা মেলে এখানে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবছর জানুয়ারির প্রথম ও দ্বিতীয় শুক্রবার কর্তৃপক্ষ পাখিমেলার আয়োজন করে থাকে। তখন পাখিপ্রেমীরা ২০-২৫ প্রজাতির পরিযায়ী পাখি সম্পর্কে ধারণা নিতে পারেন। বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র আবু রাইহান রিয়াদের সঙ্গে আলাপচারিতায় জানা গেল, ক্যাম্পাস এলাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিযায়ী পাখির নিরাপত্তার বিষয়ে বরাবরের মতোই যথেষ্ট সচেতন। ফলে এবার নির্ধারিত সময়ের অনেক আগে থেকে এসব জলাশয় পরিযায়ী পাখির আগমনে মুখরিত হয়েছে। এই শীতে যাঁরা বাইক্কাবিল কিংবা টাঙ্গুয়ার হাওরে যেতে পারবেন না, তাঁরা অনায়াসে পাখি দেখার শখ মিটিয়ে আসতে পারেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন ক্যাম্পাস ঘুরে। পাখি দেখা শেষে ঢুঁ মারতে পারেন ক্যাম্পাসের ভেতর বোটানিক্যাল গার্ডেনে। বিরল প্রজাতির বাঁশঝাড় দেখতে পাবেন সেখানে। গার্ডেনের ভেতর হ্রদের সৌন্দর্যটাও অসাধারণ। এই শুষ্ক সময়েও লেকের টলটলে পানিতে মুখচ্ছবি ভেসে উঠবে।
ক্যাম্পাস ঘুরে চলে যেতে পারেন সাভার বাজার রোড হয়ে নামাবাজার ব্রিজের অপর প্রান্ত রূপনগর। ভ্যানে চড়ে যেতে পারেন কাজিয়ালকুণ্ড গ্রামে দিগন্তবিস্তৃত সরিষা ফুলের খেত দেখতে। পথের দুধারে দৃষ্টিনন্দন বনায়ন। বংশী নদীর অপরূপ সৌন্দর্য আপনাকে করবে বিমুগ্ধ। ঢাকার পাশে
অথচ কোলাহলমুক্ত আবহমান বাংলার গ্রামীণ পরিবেশ–সব মিলিয়ে সুন্দর একটি দিন কাটিয়ে আসতে পারে।
সরষেখেত দেখার জন্য সকাল ১০টা থেকে বেলা ৩টার মধ্যে গেলে সূর্যের আলোয় সরষে ফুল দেখতে বেশ লাগবে। এরপর কাজিয়ালকুণ্ড খেয়াঘাট থেকে ট্রলারে বংশী নদী পার হয়ে চলে যেতে পারবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বেলা ৩টার পর থেকে ক্যাম্পাসের জলাশয়ে পাখি দেখার সুবর্ণ সময়।
লেখক: চিফ অর্গানাইজার, দে-ছুট ভ্রমণ সংঘ
জীবনধারা সম্পর্কিত আরও পড়ুন:
ভ্রমণের নেশা একবার যার মনন-মস্তিষ্কে জেঁকে বসবে, তাকে আর ফেরায় কে? জাগতিক সব দায়দায়িত্ব পালনের ফাঁকফোকরেই বেরিয়ে পড়বে, নয়নাভিরাম প্রকৃতির সান্নিধ্য লাভে। এই লাভ টাকার অঙ্কের অনেক ঊর্ধ্বে। সে রকম লাভের লোভেই প্রকৃতির মধ্যে ডুবে থাকা বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়া। প্রতিবছর এ সময়টায় ক্যাম্পাসের ভেতরে থাকা জলাশয়গুলোতে পরিযায়ী পাখির আগমন ঘটে। গত বছরের চেয়ে এ বছর পাখির বিচরণ অনেক বেশি। ১০-১২টি জলাশয়ের মধ্যে ৪-৫টিতে পাখি দেখা যায় বেশি।
দর্শনার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পার্কিংয়ের দুই ধারের জলাশয়ে সম্ভবত সবচেয়ে কাছাকাছি ও বেশি পাখি দেখে মুগ্ধ হবেন। সেই সুদূর সাইবেরিয়া, মঙ্গোলিয়া, নেপাল ও চীন থেকে আসা পরিযায়ী পাখির কিচিরমিচির আওয়াজে সারাক্ষণ মুখরিত থাকে চারপাশ। ক্যাম্পাসজুড়ে পাখি আর প্রকৃতি মিলেমিশে একাকার। এসব জলাশয়ে হাঁস প্রজাতির সরালি, পচার্ড, ফ্লাই ফেচার, গার্গেনি, ছোট জিরিয়া, মুরগ্যাধি, কোম্বডাক, পাতারি এবং অন্যান্য প্রজাতির মধ্যে মানিকজোড়, কলাই, ছোট নগ, জলনাগতা, খঞ্জনা, চিতাটুপি জলপিপি ও লালগুড়গুটি অন্যতম। এ ছাড়া সচরাচর জলময়ূরী, ডুবুরি, খোঁপা ডুবুরি, ছোট পানকৌড়ি ও বড় পানকৌড়ি পাখির দেখা মেলে এখানে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবছর জানুয়ারির প্রথম ও দ্বিতীয় শুক্রবার কর্তৃপক্ষ পাখিমেলার আয়োজন করে থাকে। তখন পাখিপ্রেমীরা ২০-২৫ প্রজাতির পরিযায়ী পাখি সম্পর্কে ধারণা নিতে পারেন। বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র আবু রাইহান রিয়াদের সঙ্গে আলাপচারিতায় জানা গেল, ক্যাম্পাস এলাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিযায়ী পাখির নিরাপত্তার বিষয়ে বরাবরের মতোই যথেষ্ট সচেতন। ফলে এবার নির্ধারিত সময়ের অনেক আগে থেকে এসব জলাশয় পরিযায়ী পাখির আগমনে মুখরিত হয়েছে। এই শীতে যাঁরা বাইক্কাবিল কিংবা টাঙ্গুয়ার হাওরে যেতে পারবেন না, তাঁরা অনায়াসে পাখি দেখার শখ মিটিয়ে আসতে পারেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন ক্যাম্পাস ঘুরে। পাখি দেখা শেষে ঢুঁ মারতে পারেন ক্যাম্পাসের ভেতর বোটানিক্যাল গার্ডেনে। বিরল প্রজাতির বাঁশঝাড় দেখতে পাবেন সেখানে। গার্ডেনের ভেতর হ্রদের সৌন্দর্যটাও অসাধারণ। এই শুষ্ক সময়েও লেকের টলটলে পানিতে মুখচ্ছবি ভেসে উঠবে।
ক্যাম্পাস ঘুরে চলে যেতে পারেন সাভার বাজার রোড হয়ে নামাবাজার ব্রিজের অপর প্রান্ত রূপনগর। ভ্যানে চড়ে যেতে পারেন কাজিয়ালকুণ্ড গ্রামে দিগন্তবিস্তৃত সরিষা ফুলের খেত দেখতে। পথের দুধারে দৃষ্টিনন্দন বনায়ন। বংশী নদীর অপরূপ সৌন্দর্য আপনাকে করবে বিমুগ্ধ। ঢাকার পাশে
অথচ কোলাহলমুক্ত আবহমান বাংলার গ্রামীণ পরিবেশ–সব মিলিয়ে সুন্দর একটি দিন কাটিয়ে আসতে পারে।
সরষেখেত দেখার জন্য সকাল ১০টা থেকে বেলা ৩টার মধ্যে গেলে সূর্যের আলোয় সরষে ফুল দেখতে বেশ লাগবে। এরপর কাজিয়ালকুণ্ড খেয়াঘাট থেকে ট্রলারে বংশী নদী পার হয়ে চলে যেতে পারবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বেলা ৩টার পর থেকে ক্যাম্পাসের জলাশয়ে পাখি দেখার সুবর্ণ সময়।
লেখক: চিফ অর্গানাইজার, দে-ছুট ভ্রমণ সংঘ
জীবনধারা সম্পর্কিত আরও পড়ুন:
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে