সততা মুক্তির সোপান

ড. মো. শাহজাহান কবীর
প্রকাশ : ১৬ মার্চ ২০২২, ০৫: ৫৫

ইসলাম মানব চরিত্রের যেসব গুণাবলির ওপর বিশেষ গুরুত্ব দেয়, তার মধ্যে সত্যবাদিতা অন্যতম। সততা নবীদের গুণ। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।’ (সুরা তাওবা: ১১৯) মহানবী (সা.) এরশাদ করেন, ‘তোমরা সত্যবাদী হও। কেননা সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায়। বান্দা সত্য আঁকড়ে ধরলে একসময় সে আল্লাহর কাছে সিদ্দিক তথা সত্যবাদী হিসেবে পরিচিতি লাভ করে। তোমরা মিথ্যা বর্জন করো। কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে ধাবিত করে আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। বান্দা মিথ্যার আশ্রয় নিতে থাকলে একসময় সে আল্লাহর দরবারে মিথ্যাবাদী হিসেবে পরিচিতি লাভ করে।’ (মুসলিম)

মুমিনের সত্যবাদিতা তিন ধরনের—

এক. অন্তরের সততা: মুমিন বান্দা আন্তরিকভাবে সত্যবাদী হবে; তার বাহ্যিক রূপ ভেতরগত অবস্থার বিপরীত হবে না এবং আমল দৃঢ় বিশ্বাসের বিপরীত হবে না।

দুই. কথায় সততা: বাস্তবতার বিপরীত সংবাদ না দেওয়া এবং কথা ও কাজে অমিল না হওয়া। আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘হে ইমানদারগণ, তোমরা যা করো না তা কেন বলো? আল্লাহর কাছে কঠিন অপরাধ হলো যা তোমরা করো না, সে সম্পর্কে তোমাদের বলা।’ (সুরা সফ: ২)

তিন. কর্মের সততা: এটি বান্দা ও আল্লাহর মধ্যে হতে পারে, আবার বান্দা ও মাখলুকের মধ্যেও হতে পারে। মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার বিধান মোতাবেক জীবন-যাপন করবে। কাউকে ধোঁকা দেবে না। ওয়াদা ভঙ্গ করবে না। মিথ্যা বলবে না।

ড. মো. শাহজাহান কবীর, চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ, ফারইস্ট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত