সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন যতই ঘনিয়ে আসছে, জনমনে ততই উদ্বেগ-উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই প্রায় কোনো না কোনো ইউপিতে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটছে।
গত বুধবার গভীর রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউপির সৈয়দপুর গ্রামের ফিরোজীপাড়ায় একদল সন্ত্রাসীদের হামলায় ওই গ্রামের মনসুর আলী নামে এক বিকাশ কর্মী জখম হন। একই সঙ্গে তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। সন্ত্রাসী হামলায় আহত মনসুর আলী অভিযোগ করে জানান, অফিসের কাজ সেরে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীরা তাঁর গতিরোধ করে এবং হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এক সময় প্রাণে বাঁচতে তিনি গাড়ি রেখে দৌড় দেন। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে আসেন।
৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আলীমুর রাজী জানান, ঘটনার রাতে দুইটি মোটরসাইকেলে মুখোশ পরা চার-পাঁচজন দুর্বৃত্ত ওই বিকাশ কর্মীর ওপর হামলা করেন। একপর্যায়ে তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা। অগ্নিদগ্ধ মোটরসাইকেল রক্ষা করতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা রামদা উঁচিয়ে তেড়ে আসে তখন। ভয়ে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। আজহার আলী নামে এক কৃষক বলেন, ‘এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’
সফিকুল নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘কখন কাকে মারবে, ধরবে এই ভয়ে হামরা দিন পার করছি।’
তবে ক্ষতিগ্রস্ত মনসুর আলী থানায় অভিযোগ করেননি। তিনি জানিয়েছেন, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান বনি আমিনকে বলা হয়েছে।
অপরদিকে চিলারং ইউপির ভেলাজান বাজারে ৪০টি রামদা পাওয়া গেছে। তবে এখনো এগুলোর মালিকের সন্ধান পায়নি পুলিশ। গত সোমবার রাতে ভেলাজান বাজারে একটি দোকানের সামনে থেকে রামদাগুলো উদ্ধার করে পুলিশে খবর দেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী সালাম উদ্দিন বলেন, ‘বাজারে চা খেতে এসেছিলাম। হঠাৎ কিছু মানুষের শোরগোল দেখে এগিয়ে যাই। একটি বন্ধ দোকানের পাশে কাপড়ে মোড়ানো কিছু রামদা পড়ে ছিল।’ জানতে চাইলে চিলারং ইউপির চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, ‘অস্ত্রের বিষয়ে আমি কিছু জানি না। কে বা কারা কী উদ্দেশ্যে রামদাগুলো এনেছিল, তা খতিয়ে দেখা উচিত।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেছি।’
রাজাগাঁও ইউপির বাসিন্দা জসীম শেখ জানান, তাঁদের ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী খাদেমুল ইসলাম সরকারের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত এলাকার ভোটারেরা। জগন্নাথপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী গণেশ ঘোষ প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় আহত হন। সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে।’
উল্লেখ্য গত ২৮ নভেম্বর তৃতীয় দফায় পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউপির ঘিডোব গ্রামে ভোট গ্রহণের দিন তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ভোট গ্রহণ শেষে ফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজিত জনতাকে নিবৃত্ত করার জন্য বিজিবি গুলি ছোড়ে। গুলিতে কলেজ পড়ুয়া শিক্ষার্থী আদিত্য কুমার রায়সহ তিনজন নিহত হন এবং আরও তিনজন আহত হন।
ঠাকুরগাঁওয়ে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন যতই ঘনিয়ে আসছে, জনমনে ততই উদ্বেগ-উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই প্রায় কোনো না কোনো ইউপিতে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটছে।
গত বুধবার গভীর রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউপির সৈয়দপুর গ্রামের ফিরোজীপাড়ায় একদল সন্ত্রাসীদের হামলায় ওই গ্রামের মনসুর আলী নামে এক বিকাশ কর্মী জখম হন। একই সঙ্গে তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। সন্ত্রাসী হামলায় আহত মনসুর আলী অভিযোগ করে জানান, অফিসের কাজ সেরে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীরা তাঁর গতিরোধ করে এবং হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এক সময় প্রাণে বাঁচতে তিনি গাড়ি রেখে দৌড় দেন। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে আসেন।
৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আলীমুর রাজী জানান, ঘটনার রাতে দুইটি মোটরসাইকেলে মুখোশ পরা চার-পাঁচজন দুর্বৃত্ত ওই বিকাশ কর্মীর ওপর হামলা করেন। একপর্যায়ে তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা। অগ্নিদগ্ধ মোটরসাইকেল রক্ষা করতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা রামদা উঁচিয়ে তেড়ে আসে তখন। ভয়ে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। আজহার আলী নামে এক কৃষক বলেন, ‘এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’
সফিকুল নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘কখন কাকে মারবে, ধরবে এই ভয়ে হামরা দিন পার করছি।’
তবে ক্ষতিগ্রস্ত মনসুর আলী থানায় অভিযোগ করেননি। তিনি জানিয়েছেন, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান বনি আমিনকে বলা হয়েছে।
অপরদিকে চিলারং ইউপির ভেলাজান বাজারে ৪০টি রামদা পাওয়া গেছে। তবে এখনো এগুলোর মালিকের সন্ধান পায়নি পুলিশ। গত সোমবার রাতে ভেলাজান বাজারে একটি দোকানের সামনে থেকে রামদাগুলো উদ্ধার করে পুলিশে খবর দেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী সালাম উদ্দিন বলেন, ‘বাজারে চা খেতে এসেছিলাম। হঠাৎ কিছু মানুষের শোরগোল দেখে এগিয়ে যাই। একটি বন্ধ দোকানের পাশে কাপড়ে মোড়ানো কিছু রামদা পড়ে ছিল।’ জানতে চাইলে চিলারং ইউপির চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, ‘অস্ত্রের বিষয়ে আমি কিছু জানি না। কে বা কারা কী উদ্দেশ্যে রামদাগুলো এনেছিল, তা খতিয়ে দেখা উচিত।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেছি।’
রাজাগাঁও ইউপির বাসিন্দা জসীম শেখ জানান, তাঁদের ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী খাদেমুল ইসলাম সরকারের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত এলাকার ভোটারেরা। জগন্নাথপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী গণেশ ঘোষ প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় আহত হন। সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে।’
উল্লেখ্য গত ২৮ নভেম্বর তৃতীয় দফায় পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউপির ঘিডোব গ্রামে ভোট গ্রহণের দিন তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ভোট গ্রহণ শেষে ফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজিত জনতাকে নিবৃত্ত করার জন্য বিজিবি গুলি ছোড়ে। গুলিতে কলেজ পড়ুয়া শিক্ষার্থী আদিত্য কুমার রায়সহ তিনজন নিহত হন এবং আরও তিনজন আহত হন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে