মাদারীপুর প্রতিনিধি
টানা সপ্তমবারের মতো চেয়ারম্যান পদে জয়ের রেকর্ড গড়েছেন মুক্তিযোদ্ধা মজিবর রহমান হাওলাদার। তৃতীয় ধাপে অনুষ্ঠিত হওয়া মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয় পেয়ে এই রেকর্ড গড়েন তিনি।
গত ৩৪ বছর ধরে একই ইউপি চেয়ারম্যানের পদ দখল করে আছেন তিনি। ২৮ নভেম্বর ইউপি চেয়ারম্যান পদে টেবিল ফ্যান প্রতীকে ২ হাজার ৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছালাম হাওলাদার অটোরিকশা প্রতীকে ২ হাজার ৪৮৯ ভোট পেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ বার চেয়ারম্যান হয়ে জনগণের সেবা করে জনমনে স্থান করে নিয়েছেন মজিবর রহমান হাওলাদার। জেলা সদর থেকে বেশ দূরে ও যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে শিরখাড়া এলাকাটি চরমপন্থীদের আখড়া হিসেবে পরিচিত ছিল। তিনি ১৯৮৮ সালে প্রথম চেয়ারম্যান হওয়ার পর থেকেই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সার্বিক উন্নয়নমূলক কাজে হাত দেন তিনি। এখন এলাকাটি প্রায় চরমপন্থী মুক্ত ও সাধারণ মানুষের বসবাসের উপযোগী বলা চলে। কাজ দিয়ে জনগণের মনে স্থান করে নিয়েছেন তিনি।
স্থানীয় লোকমান হোসেন নামে একজন বলেন, ‘আমরা চেয়ারম্যান হিসেবে তাঁকেই (মজিবর হাওলাদার) চাই। কিছু লোক প্রতি বছরই তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন করেন। টানা ৭টি নির্বাচনে মজিবর রহমানই চেয়ারম্যান হয়ে আসছেন। যদি তিনি এমনই থাকেন, তাহলে তাঁকে আমরা আমরণ চেয়ারম্যান হিসেবে চাই।’
ইউপি চেয়ারম্যান মজিবর রহমান হাওলাদার বলেন, ‘আমি ১৯৮৮ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হই। প্রায় ৩৪ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করে আসছি। এবারও ইউনিয়নবাসী ভালোবেসে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।’
টানা সপ্তমবারের মতো চেয়ারম্যান পদে জয়ের রেকর্ড গড়েছেন মুক্তিযোদ্ধা মজিবর রহমান হাওলাদার। তৃতীয় ধাপে অনুষ্ঠিত হওয়া মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয় পেয়ে এই রেকর্ড গড়েন তিনি।
গত ৩৪ বছর ধরে একই ইউপি চেয়ারম্যানের পদ দখল করে আছেন তিনি। ২৮ নভেম্বর ইউপি চেয়ারম্যান পদে টেবিল ফ্যান প্রতীকে ২ হাজার ৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছালাম হাওলাদার অটোরিকশা প্রতীকে ২ হাজার ৪৮৯ ভোট পেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ বার চেয়ারম্যান হয়ে জনগণের সেবা করে জনমনে স্থান করে নিয়েছেন মজিবর রহমান হাওলাদার। জেলা সদর থেকে বেশ দূরে ও যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে শিরখাড়া এলাকাটি চরমপন্থীদের আখড়া হিসেবে পরিচিত ছিল। তিনি ১৯৮৮ সালে প্রথম চেয়ারম্যান হওয়ার পর থেকেই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সার্বিক উন্নয়নমূলক কাজে হাত দেন তিনি। এখন এলাকাটি প্রায় চরমপন্থী মুক্ত ও সাধারণ মানুষের বসবাসের উপযোগী বলা চলে। কাজ দিয়ে জনগণের মনে স্থান করে নিয়েছেন তিনি।
স্থানীয় লোকমান হোসেন নামে একজন বলেন, ‘আমরা চেয়ারম্যান হিসেবে তাঁকেই (মজিবর হাওলাদার) চাই। কিছু লোক প্রতি বছরই তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন করেন। টানা ৭টি নির্বাচনে মজিবর রহমানই চেয়ারম্যান হয়ে আসছেন। যদি তিনি এমনই থাকেন, তাহলে তাঁকে আমরা আমরণ চেয়ারম্যান হিসেবে চাই।’
ইউপি চেয়ারম্যান মজিবর রহমান হাওলাদার বলেন, ‘আমি ১৯৮৮ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হই। প্রায় ৩৪ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করে আসছি। এবারও ইউনিয়নবাসী ভালোবেসে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে