ঈদে আসছে ‘মায়া’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭: ৫৯

সিনেমা হলে দর্শক ফেরাতে অনেকেই মাল্টি কাস্টিং সিনেমা নির্মাণের কথা বলেন। তবে মাল্টি কাস্টিং সিনেমা নির্মাণেও ঘটে নানা বিড়ম্বনা। সেটাই নাকি হাড়ে হাড়ে টের পাচ্ছেন নির্মাতা জসিম উদ্দীন জাকির। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি শুরু করেছিলেন ‘মায়া: দ্য লাভ’ সিনেমার শুটিং। দুই বছর পার হয়ে গেলেও শেষ হয়নি সিনেমার কাজ।

অভিনয়শিল্পীদের শিডিউল জটিলতায় কয়েক দফা বন্ধ ছিল শুটিং। নানা জটিলতা কাটিয়ে শুটিং শেষ করলেও নির্মাতার সামনে আসে ডাবিং জটিলতা। অনেকেই ডাবিংয়ের শিডিউল দেননি কিংবা ডাবিং শেষ করেননি। শিল্পীদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন নির্মাতা। অবশেষে গতকালের এক ফেসবুক স্ট্যাটাসে বদলে গেল পরিস্থিতি। নির্মাতার মুখে এখন স্বস্তির হাসি।

ডাবিং সমস্যার কথা জানিয়ে গতকাল ফেসবুকে একটি পোস্ট দেন নির্মাতা জাকির। সেখানে তিনি জানান, যাঁরা শিডিউল দিচ্ছেন না, তাঁদের ছাড়াই শেষ হবে সিনেমার বাকি কাজ। প্রয়োজনে অন্যদের দিয়ে ডাবিং করাবেন। সেই পোস্টে তিনি আরও লেখেন, ‘কাজের আগে ফুল পেমেন্ট করলে এর চেয়ে ভালো ফল আশা করা যাবে না।’

শবনম বুবলীএই পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই শিল্পীরা যোগাযোগ করেছেন নির্মাতার সঙ্গে। দিয়েছেন ডাবিংয়ের শিডিউল। এমনটাই জানালেন নির্মাতা। জসিম উদ্দীন জাকির বলেন, ‘সমস্যা সমাধানের জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু কোনো সাড়া পাইনি। শেষ মুহূর্তে বাধ্য হয়েই স্ট্যাটাসটি দিয়েছি। যাঁদের নিয়ে সমস্যা ছিল, তাঁরা সবাই স্ট্যাটাসটি পড়ার পর আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ডাবিংয়ের জন্য শিডিউল দিয়েছেন। আগামী সপ্তাহ থেকে বাকি থাকা ডাবিংয়ের কাজ শুরু করব।’

জসিম উদ্দীন জাকির আরও বলেন, ‘আমি জানি, মাল্টি কাস্টিং সিনেমার ক্ষেত্রে শিডিউলজনিত সমস্যা হতে পারে। এই সিনেমায় যারা কাজ করছে, তারা সবাই ব্যস্ত শিল্পী। কিন্তু যার যার জায়গা থেকে এগিয়ে এলেই সমাধান হয়ে যেত। এই দায়িত্ববোধটা অনেকের নেই। দুই বছরেও একটি সিনেমার কাজ শেষ করতে পারলাম না। কত স্বপ্ন ছিল এই সিনেমা নিয়ে। সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়ে যাচ্ছে। বক্তব্য দেওয়ার সময় আমরা সবাই বলি আমাদের সিনেমা। কিন্তু বাস্তবে তা বিশ্বাস করি না। মায়া সিনেমাটি করতে গিয়ে এটাই উপলব্ধি হয়েছে।’

নির্মাতা জানিয়েছেন, রোজার ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মায়া। জাকির বলেন, ‘ঈদের সময় সিনেমা হলে দর্শক বেশি থাকে। তাই রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আনিসুর রহমান মিলন, জসিম উদ্দীন জাকির।প্রেমের গল্পে নির্মিত এ সিনেমায় তিন নায়ক আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। এই তিনজনেরই নায়িকা শবনম বুবলী।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত