নোয়াখালী প্রতিনিধি
এক মাস বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবার খুলে দেওয়া হয়েছে। দীর্ঘ দিন বন্ধ থাকার পর বিদ্যালয়ে এসে খুশি শিক্ষার্থীরা। বন্ধুদের পেয়ে তারা উচ্ছ্বসিত। পাঠদান শেষে মাঠে অনেক শিক্ষার্থীকে খেলাধুলায় মেতে উঠতে দেখা গেছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দেওয়া তথ্যমতে, গত মঙ্গলবার জেলার মাধ্যমিক ২৮৭ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ৪৫টি। যেসব শিক্ষার্থী করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে, শুধু তাদের টিকার কার্ড যাচাই করে শ্রেণিকক্ষে ঢুকতে দেওয়া হয়। যারা করোনার দ্বিতীয় ডোজ নিতে পারেনি, তারা আপাতত অনলাইনে ক্লাস করবে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এক মাস পর সহপাঠীদের সঙ্গে দেখা হয়েছে। সবার সঙ্গে সবাই নিজেদের অনুভূতি ভাগ করতে পারছে। সিলেবাস ও পড়ালেখা নিয়ে একে অপরের সঙ্গে কথা বলতে পারছে। সরাসরি শিক্ষকদের কাছ থেকে নিজেদের সমস্যাগুলোর সমাধান নিতে পারছে। বিদ্যালয়ে যেভাবে পড়ালেখা হয়, বাড়িতে সেভাবে সুযোগ হয়ে ওঠে না।
অভিভাবকেরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলেমেয়েদের ডিভাইস ব্যবহার ও মোবাইল গেমে আসক্তি বেড়েছে। তাদের মোবাইল থেকে ফেরানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত খোলা রাখার জন্য সরকারের কাছে দাবি জানান তাঁরা।
শিক্ষকেরা জানান, বিদ্যালয় খোলার প্রথম দিকে শিক্ষার্থীদের উপস্থিতি কম হলেও কয়েক দিনের মধ্যেই উপস্থিতি বাড়বে। তাঁরা বলেন, যারা শ্রেণিকক্ষে এসেছে, তাঁরা চেষ্টা করছেন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও দূরত্ব বজায় রেখে পাঠদান করতে। উপস্থিত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানে আগ্রহ ও মনোযোগ বেড়েছে বলেও জানান শিক্ষকেরা।
জেলার কবিরহাট উপজেলার করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ এস এম নিজাম উদ্দিন বলেন, ‘আমাদের বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৭৭২ জন। প্রথম দিনে উপস্থিত কিছুটা কম থাকলেও আজ (গতকাল) দ্বিতীয় দিনে প্রায় ৭০ ভাগ শিক্ষার্থী উপস্থিত ছিল। স্বাস্থ্যবিধি মেনে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সাবান, স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। টিকা নিয়েছে এমন শিক্ষার্থীদেরই শ্রেণিকক্ষে ঢুকতে দেওয়া হচ্ছে। যারা টিকা নেয়নি দ্রুততম সময়ের মধ্যে তাদের টিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এক মাস বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবার খুলে দেওয়া হয়েছে। দীর্ঘ দিন বন্ধ থাকার পর বিদ্যালয়ে এসে খুশি শিক্ষার্থীরা। বন্ধুদের পেয়ে তারা উচ্ছ্বসিত। পাঠদান শেষে মাঠে অনেক শিক্ষার্থীকে খেলাধুলায় মেতে উঠতে দেখা গেছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দেওয়া তথ্যমতে, গত মঙ্গলবার জেলার মাধ্যমিক ২৮৭ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ৪৫টি। যেসব শিক্ষার্থী করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে, শুধু তাদের টিকার কার্ড যাচাই করে শ্রেণিকক্ষে ঢুকতে দেওয়া হয়। যারা করোনার দ্বিতীয় ডোজ নিতে পারেনি, তারা আপাতত অনলাইনে ক্লাস করবে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এক মাস পর সহপাঠীদের সঙ্গে দেখা হয়েছে। সবার সঙ্গে সবাই নিজেদের অনুভূতি ভাগ করতে পারছে। সিলেবাস ও পড়ালেখা নিয়ে একে অপরের সঙ্গে কথা বলতে পারছে। সরাসরি শিক্ষকদের কাছ থেকে নিজেদের সমস্যাগুলোর সমাধান নিতে পারছে। বিদ্যালয়ে যেভাবে পড়ালেখা হয়, বাড়িতে সেভাবে সুযোগ হয়ে ওঠে না।
অভিভাবকেরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলেমেয়েদের ডিভাইস ব্যবহার ও মোবাইল গেমে আসক্তি বেড়েছে। তাদের মোবাইল থেকে ফেরানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত খোলা রাখার জন্য সরকারের কাছে দাবি জানান তাঁরা।
শিক্ষকেরা জানান, বিদ্যালয় খোলার প্রথম দিকে শিক্ষার্থীদের উপস্থিতি কম হলেও কয়েক দিনের মধ্যেই উপস্থিতি বাড়বে। তাঁরা বলেন, যারা শ্রেণিকক্ষে এসেছে, তাঁরা চেষ্টা করছেন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও দূরত্ব বজায় রেখে পাঠদান করতে। উপস্থিত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানে আগ্রহ ও মনোযোগ বেড়েছে বলেও জানান শিক্ষকেরা।
জেলার কবিরহাট উপজেলার করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ এস এম নিজাম উদ্দিন বলেন, ‘আমাদের বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৭৭২ জন। প্রথম দিনে উপস্থিত কিছুটা কম থাকলেও আজ (গতকাল) দ্বিতীয় দিনে প্রায় ৭০ ভাগ শিক্ষার্থী উপস্থিত ছিল। স্বাস্থ্যবিধি মেনে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সাবান, স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। টিকা নিয়েছে এমন শিক্ষার্থীদেরই শ্রেণিকক্ষে ঢুকতে দেওয়া হচ্ছে। যারা টিকা নেয়নি দ্রুততম সময়ের মধ্যে তাদের টিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে