জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হালির হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে দুই হাজার হেক্টর বোরোখেত। গত সোমবার রাতে উপজেলার বেহেলী ইউনিয়নের হালির হাওরের হেরারকান্দা অংশের বাঁধটি ভেঙে যায়।
স্থানীয় কৃষকেরা জানান, তলিয়ে যাওয়া হালির হাওরে প্রায় ছয় হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছিল। তবে অর্ধেক ধান কেটে ঘরে তোলা হলেও বাকিটা বাঁধ ভেঙে তলিয়ে গেছে। এতে প্রায় দুই হাজার হেক্টর ধান তলিয়ে গেছে। এদিকে উপজেলা কৃষি বিভাগ বলছে, ৮০ শতাংশ ধান কাটা হয়ে গেছে।
অন্যদিকে হাওরের বাঁধ ভাঙার খবরে সোমবার রাতেই কৃষক পরিবারের নারী-পুরুষেরা জমির ধান কাটতে শুরু করেছেন। তা ছাড়া গতকাল মঙ্গলবার সকালে হাওরের নিম্নাঞ্চলের প্লাবিত এলাকায় ডুবে যাওয়া ধান কাটারও চেষ্টা করছেন কৃষকেরা।
হালির হাওরের কৃষক আব্দুস সাত্তার বলেন, ‘আমি নিজে চার হাল জমি করেছি। এর মধ্যে মাত্র দেড় হাল কেটেছি। আরও আড়াই হাল জমির ধানই রয়ে গেছে কাটার বাকি। পাহাড়ি ঢলের পানিতে গত প্রায় ২০ দিনেরও বেশি সময় ঝুঁকিতে ছিল বাঁধটি, অবশেষে সোমবার রাতে বাঁধটি ভেঙে যায়। এরপর হাওরে পানি ঢুকতে থাকে। সোমবার সকালে হাওরের ধান তলিয়ে যায়।’
উপজেলা প্রশাসন বলছে, সুনামগঞ্জসহ জামালগঞ্জে দফায় দফায় পাহাড়ি ঢলের পানিতে বাঁধগুলো ঝুঁকির মধ্যে পড়ে। ইতিমধ্যে জেলার বেশ কয়েকটি হাওরের ধান তলিয়ে গেছে। তাই ঝুঁকি মোকাবিলায় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) একসঙ্গে প্রতিটি বাঁধে নিরবচ্ছিন্নভাবে তদারকি করছে।
বাজেটের অতিরিক্ত খরচ করে ঝুঁকিপূর্ণ বাঁধ একাধিকবার সংস্কার করা হয়েছে। প্রথমে ঢলের ধাক্কা সামলানো গেলেও গত কয়েক দিন রাতে ভারী বর্ষণ হওয়ায় সোমবার রাতে হালির হাওরের হেরারকান্দা বাঁধটি ভেঙে যায়।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ বলেন, হেরারকান্দা বাঁধটি দিয়ে গত সোমবার সন্ধ্যায় একটি বুরুঙ্গা (ছিদ্র) হয়। এতে একাধিক কৃষকের চোখে পড়লে সামান্য কিছু মাটি ভর্তি বস্তা দিয়ে চলে যায়। কারণ সকলেই ধান কাটা, শুকানোসহ আনুষঙ্গিক কাজে ব্যস্ত থাকবে তাই।
ইকবাল আল আজাদ আরও বলেন, ‘সংশ্লিষ্ট বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) ও যাঁরা এই ছিদ্রটি দেখেও গুরুত্ব দেয়নি, তাঁদের খামখেয়ালিপনায় এত বড় ক্ষতি হয়ে গেল। আমরা উপজেলা পরিষদ, প্রশাসন ও পাউবোর পক্ষ থেকে বারবার তদারকি করছি। বাঁধ ভাঙার পরও সেটি আটকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত বলেন, ‘উপজেলা প্রশাসন ও পাউবো প্রায় এক মাস ধরে এই বাঁধগুলো রক্ষায় কাজ করছে। কিন্তু সোমবার রাতে হঠাৎ করে হেরারকান্দা বাঁধটি ভেঙে যায়। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি রক্ষার জন্য।’
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, জামালগঞ্জে এবার ২৪ হাজার ৩৮৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। সোমবার পর্যন্ত অন্যান্য হাওর ছাড়া শুধু হালির হাওরে ৪ হাজার ৪০০ হেক্টর জমির ধান কাটা হয়েছে।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হালির হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে দুই হাজার হেক্টর বোরোখেত। গত সোমবার রাতে উপজেলার বেহেলী ইউনিয়নের হালির হাওরের হেরারকান্দা অংশের বাঁধটি ভেঙে যায়।
স্থানীয় কৃষকেরা জানান, তলিয়ে যাওয়া হালির হাওরে প্রায় ছয় হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছিল। তবে অর্ধেক ধান কেটে ঘরে তোলা হলেও বাকিটা বাঁধ ভেঙে তলিয়ে গেছে। এতে প্রায় দুই হাজার হেক্টর ধান তলিয়ে গেছে। এদিকে উপজেলা কৃষি বিভাগ বলছে, ৮০ শতাংশ ধান কাটা হয়ে গেছে।
অন্যদিকে হাওরের বাঁধ ভাঙার খবরে সোমবার রাতেই কৃষক পরিবারের নারী-পুরুষেরা জমির ধান কাটতে শুরু করেছেন। তা ছাড়া গতকাল মঙ্গলবার সকালে হাওরের নিম্নাঞ্চলের প্লাবিত এলাকায় ডুবে যাওয়া ধান কাটারও চেষ্টা করছেন কৃষকেরা।
হালির হাওরের কৃষক আব্দুস সাত্তার বলেন, ‘আমি নিজে চার হাল জমি করেছি। এর মধ্যে মাত্র দেড় হাল কেটেছি। আরও আড়াই হাল জমির ধানই রয়ে গেছে কাটার বাকি। পাহাড়ি ঢলের পানিতে গত প্রায় ২০ দিনেরও বেশি সময় ঝুঁকিতে ছিল বাঁধটি, অবশেষে সোমবার রাতে বাঁধটি ভেঙে যায়। এরপর হাওরে পানি ঢুকতে থাকে। সোমবার সকালে হাওরের ধান তলিয়ে যায়।’
উপজেলা প্রশাসন বলছে, সুনামগঞ্জসহ জামালগঞ্জে দফায় দফায় পাহাড়ি ঢলের পানিতে বাঁধগুলো ঝুঁকির মধ্যে পড়ে। ইতিমধ্যে জেলার বেশ কয়েকটি হাওরের ধান তলিয়ে গেছে। তাই ঝুঁকি মোকাবিলায় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) একসঙ্গে প্রতিটি বাঁধে নিরবচ্ছিন্নভাবে তদারকি করছে।
বাজেটের অতিরিক্ত খরচ করে ঝুঁকিপূর্ণ বাঁধ একাধিকবার সংস্কার করা হয়েছে। প্রথমে ঢলের ধাক্কা সামলানো গেলেও গত কয়েক দিন রাতে ভারী বর্ষণ হওয়ায় সোমবার রাতে হালির হাওরের হেরারকান্দা বাঁধটি ভেঙে যায়।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ বলেন, হেরারকান্দা বাঁধটি দিয়ে গত সোমবার সন্ধ্যায় একটি বুরুঙ্গা (ছিদ্র) হয়। এতে একাধিক কৃষকের চোখে পড়লে সামান্য কিছু মাটি ভর্তি বস্তা দিয়ে চলে যায়। কারণ সকলেই ধান কাটা, শুকানোসহ আনুষঙ্গিক কাজে ব্যস্ত থাকবে তাই।
ইকবাল আল আজাদ আরও বলেন, ‘সংশ্লিষ্ট বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) ও যাঁরা এই ছিদ্রটি দেখেও গুরুত্ব দেয়নি, তাঁদের খামখেয়ালিপনায় এত বড় ক্ষতি হয়ে গেল। আমরা উপজেলা পরিষদ, প্রশাসন ও পাউবোর পক্ষ থেকে বারবার তদারকি করছি। বাঁধ ভাঙার পরও সেটি আটকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত বলেন, ‘উপজেলা প্রশাসন ও পাউবো প্রায় এক মাস ধরে এই বাঁধগুলো রক্ষায় কাজ করছে। কিন্তু সোমবার রাতে হঠাৎ করে হেরারকান্দা বাঁধটি ভেঙে যায়। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি রক্ষার জন্য।’
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, জামালগঞ্জে এবার ২৪ হাজার ৩৮৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। সোমবার পর্যন্ত অন্যান্য হাওর ছাড়া শুধু হালির হাওরে ৪ হাজার ৪০০ হেক্টর জমির ধান কাটা হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে