নারীর বসতঘর ভেঙে দেওয়ার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০৮: ৩২
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২: ৫৬

পাইকগাছায় জমি নিয়ে বিরোধের জেরে আন্না বিশ্বাস নামে এক নারীর বসতঘর ভেঙে দেওয়ার অভিযোগ ওঠেছে। ঘটনাটি উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁগ গ্রামে ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাড়ুলী ইউনিয়নের বাঁগ গ্রামের মৃত অমল বিশ্বাসের স্ত্রী ক্ষতিগ্রস্ত আন্না বিশ্বাস (৩৮) জানিয়েছেন, আমি সকালে কর্মসৃজন রাস্তার কাজের জন্য গিয়েছিলাম। আমি বাড়ি না থাকায় গত রোববার দুপুরে আমার দেবরের স্ত্রী বুলু বিশ্বাস, অমিও বিশ্বাস, সুধান্য বিশ্বাসসহ ৫ / ৬ জন আমার ঘর ভেঙে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেয়। পরে আমি রোববার সন্ধ্যায় পাইকগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে দেবরের স্ত্রী বুলু বিশ্বাস জানান, আমাদের শরিক অংশে ১০ শতক জমি রয়েছে। ৫ শতকে আমাদের অন্য ৫ শতক আমার ভাশুরের। আমার ভাশুরের ৫ শতক জমির মধ্য হতে ৩ শতক জমি অন্যত্র বিক্রি করে দিয়েছে। আমরা ওই জমি ফেরত পাওয়ার জন্য টাকা আমানত করেছি। স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, আমাদের চেয়ারম্যান এ জমি তাদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে দিয়েছিলেন। কিন্তু তারা না মেনে এ ঘটনা ঘটিয়েছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তদন্ত চলছে প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রংপুরে সাবেক দুই এমপিসহ আ.লীগ-জাতীয় পার্টির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা

‘এই দিন দিন না, আরও দিন আছে’, আদালতে বললেন কামরুল

ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করল তিতুমীরের শিক্ষার্থীরা

প্রথমবার ব্যর্থ, পরদিন ভোরে হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

রাজনৈতিক দলকে শাস্তির আওতায় আনতে আইন সংশোধন হচ্ছে: আসিফ নজরুল

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত