সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুকুর খননের মাটি অবৈধভাবে সরবরাহ করা হচ্ছে ইটভাটাসহ নানান ভরাট কাজে। উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বয়রাগাদী গ্রামের মো. গিয়াসউদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ওই মাটি মাহিন্দ্রা ও ট্রাকে পরিবহন করায় পাকা রাস্তার বিভিন্ন অংশ ভেঙে নষ্ট হয়ে গেছে। প্রায় দুই কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য ও দুর্ঘটনাপ্রবণ এলাকায় পরিণত হয়েছে।
গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা যায়, মাটি বহন করা মাহিন্দ্রা গাড়ি চলার কারণে উপজেলার বয়রাগাদী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের পূর্ব ও দক্ষিণ পাশের রাস্তার বিভিন্ন স্থানে ভাঙন ধরেছে। এ ছাড়া ধুলায় একাকার হয়ে গেছে এলাকা। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ। এ বিষয়ে ভয়ে কেউ মুখ খুলতে চাচ্ছে না।
বয়রাগাদী ইউনিয়ন উচ্চবিদ্যালয়সংলগ্ন একটি টেলিকম দোকানের মালিক মো. সেলিম বলেন, ‘আমার দোকানের সামনে সরকারি পাকা রাস্তা ভেঙে ফেলেছে মাটি বহনকারী মাহিন্দ্রা গাড়িতে। এতে আমরা গত সোমবার একটি গাড়িকে আটক করে এক হাজার টাকা জরিমানা করি।’
কয়েকজন গ্রামবাসী জানান, কয়েক দিন ধরে এই পুকুর খনন করছেন গিয়াসউদ্দিন। সেই পুকুর খনন করা মাটি বহন করা গাড়ি রাতদিন ধরে চলার কারণে রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। তা ছাড়া ধুলায় চলাচল করা যায় না। এতে পরিবেশ নষ্ট হচ্ছে। এই ধুলায় বাড়িঘর ভরে গেছে, তাঁরা খাবার খেতে পারেন না। প্রশাসনের কাছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
অটোরিকশাচালক মো. রুবেল শেখ বলেন, ‘রাস্তার ওপরে যে পরিমাণ কাদামাটি পড়ে রয়েছে, যেকোনো সময় গাড়ি উল্টে পড়ে যেতে পারে। যে মাটি বিক্রি করছেন, তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা দরকার।’
মাটি ব্যবসায়ী মো. ইদ্রিস বলেন, ‘এই পুকুরের মাটি গিয়াসউদ্দিন সাহেব বিক্রি করেছেন, আমি কিনেছি। প্রতি গাড়ি ৭০০-৮০০ টাকায় কিনেছি।’
অভিযুক্ত মো. গিয়াসউদ্দিন বলেন, ‘আমি কার থেকে অনুমতি নেব? আমি মাটি বিক্রি করছি, কিন্তু ইটভাটায় বিক্রি করি নাই। যে রাস্তার ক্ষতির কথা বলছেন, সেটি কোনো দিক দিয়ে গেছে, আগে সেটা জেনে তারপর আমাকে ফোন দেবেন। এই বলে ফোন কেটে দেন।’
বয়রাগাদী ইউপির চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ বলেন, ‘আগে জানতাম না, আপনার মাধ্যমে এখন জানলাম। আমি সরেজমিন দেখে যথাযথ ব্যবস্থা নেব।’
উপজেলা এলজিইডি প্রকৌশলী শোয়াইব বিন আজাদ বলেন, ‘আমি ওই এলাকায় লোক পাঠাচ্ছি। লোকজন গিয়ে আমাকে জানালে ব্যবস্থা নেব।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন, ‘পরিবেশদূষণ হলে যথাযথ ব্যবস্থা নেব।’
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুকুর খননের মাটি অবৈধভাবে সরবরাহ করা হচ্ছে ইটভাটাসহ নানান ভরাট কাজে। উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বয়রাগাদী গ্রামের মো. গিয়াসউদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ওই মাটি মাহিন্দ্রা ও ট্রাকে পরিবহন করায় পাকা রাস্তার বিভিন্ন অংশ ভেঙে নষ্ট হয়ে গেছে। প্রায় দুই কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য ও দুর্ঘটনাপ্রবণ এলাকায় পরিণত হয়েছে।
গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা যায়, মাটি বহন করা মাহিন্দ্রা গাড়ি চলার কারণে উপজেলার বয়রাগাদী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের পূর্ব ও দক্ষিণ পাশের রাস্তার বিভিন্ন স্থানে ভাঙন ধরেছে। এ ছাড়া ধুলায় একাকার হয়ে গেছে এলাকা। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ। এ বিষয়ে ভয়ে কেউ মুখ খুলতে চাচ্ছে না।
বয়রাগাদী ইউনিয়ন উচ্চবিদ্যালয়সংলগ্ন একটি টেলিকম দোকানের মালিক মো. সেলিম বলেন, ‘আমার দোকানের সামনে সরকারি পাকা রাস্তা ভেঙে ফেলেছে মাটি বহনকারী মাহিন্দ্রা গাড়িতে। এতে আমরা গত সোমবার একটি গাড়িকে আটক করে এক হাজার টাকা জরিমানা করি।’
কয়েকজন গ্রামবাসী জানান, কয়েক দিন ধরে এই পুকুর খনন করছেন গিয়াসউদ্দিন। সেই পুকুর খনন করা মাটি বহন করা গাড়ি রাতদিন ধরে চলার কারণে রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। তা ছাড়া ধুলায় চলাচল করা যায় না। এতে পরিবেশ নষ্ট হচ্ছে। এই ধুলায় বাড়িঘর ভরে গেছে, তাঁরা খাবার খেতে পারেন না। প্রশাসনের কাছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
অটোরিকশাচালক মো. রুবেল শেখ বলেন, ‘রাস্তার ওপরে যে পরিমাণ কাদামাটি পড়ে রয়েছে, যেকোনো সময় গাড়ি উল্টে পড়ে যেতে পারে। যে মাটি বিক্রি করছেন, তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা দরকার।’
মাটি ব্যবসায়ী মো. ইদ্রিস বলেন, ‘এই পুকুরের মাটি গিয়াসউদ্দিন সাহেব বিক্রি করেছেন, আমি কিনেছি। প্রতি গাড়ি ৭০০-৮০০ টাকায় কিনেছি।’
অভিযুক্ত মো. গিয়াসউদ্দিন বলেন, ‘আমি কার থেকে অনুমতি নেব? আমি মাটি বিক্রি করছি, কিন্তু ইটভাটায় বিক্রি করি নাই। যে রাস্তার ক্ষতির কথা বলছেন, সেটি কোনো দিক দিয়ে গেছে, আগে সেটা জেনে তারপর আমাকে ফোন দেবেন। এই বলে ফোন কেটে দেন।’
বয়রাগাদী ইউপির চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ বলেন, ‘আগে জানতাম না, আপনার মাধ্যমে এখন জানলাম। আমি সরেজমিন দেখে যথাযথ ব্যবস্থা নেব।’
উপজেলা এলজিইডি প্রকৌশলী শোয়াইব বিন আজাদ বলেন, ‘আমি ওই এলাকায় লোক পাঠাচ্ছি। লোকজন গিয়ে আমাকে জানালে ব্যবস্থা নেব।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন, ‘পরিবেশদূষণ হলে যথাযথ ব্যবস্থা নেব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে