ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হয়েছে। ক্লাস-পরীক্ষা শুরুর প্রথম দিনেই মধুর ক্যানটিনে মুখোমুখি অবস্থান করেছে বাংলাদেশ ছাত্রলীগ ও জাতীয়তাবাদী ছাত্রদল। এ নিয়ে গতকাল রোববার পুরো ক্যাম্পাস ছিল উত্তপ্ত।
ক্লাস ও পরীক্ষা চালু হওয়ায় বিশ্ববিদ্যালয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। পাশাপাশি শঙ্কা ও উৎকণ্ঠাও বিরাজ করেছে। তারপরও ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে মধুর ক্যানটিনে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে সেখানে জড়ো হয়ে তাঁরা স্লোগান দিতে শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে মধুর ক্যানটিনে প্রবেশ করেন ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীরা। এ সময় তাঁরাও পাল্টা স্লোগান দেন। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় মধুর ক্যানটিনে ছাত্রদলের কিছু কর্মী ঢুকতে পারলেও বেশির ভাগ নেতা-কর্মী ঢুকতে পারেননি। ছাত্রদল ঢুকতে চাইলে ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ ‘সন্ত্রাসীদের আস্তানা, এ বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে ছাত্রলীগ। পরবর্তী সময়ে ছাত্রদলের নেতা-কর্মীরা মধুর ক্যানটিন থেকে বের হয়ে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় স্ন্যাকসের (ডাস) সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘আমরা এখন থেকে নিয়মিত মধুর ক্যানটিনে বসব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করব, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখার জন্য।’
মধুর ক্যানটিনে ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাঁধন, সাহিত্য সম্পাদক আসিফ তালুকদার এবং বিশ্ববিদ্যালয় ও হল কমিটির নেতারা।
অন্য দিকে ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্যসচিব আমান উল্লাহ আমানসহ তিন শতাধিক নেতা-কর্মী।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান আমরা সব সময় প্রত্যাশা করি। আমাদের গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক এটাই আমাদের চাওয়া। তবে কেউ যদি ক্যাম্পাসকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় এবং জামায়াত-শিবিরের অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা তা রুখে দেবে।’
বেলা ১১টার মধ্যে দুই সংগঠনের নেতা-কর্মীরা মধুর ক্যানটিন ছেড়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ফাহিম মিয়া বলেন, করোনা মহামারির পর ক্লাসে ফেরার আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না। ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিব উদ্দিন বলেন, ‘অনলাইন ক্লাসে কোনে আনন্দ নেই। তাই আমি দীর্ঘদিন ধরে সশরীরে ক্লাসের অপেক্ষা করেছি।’
এদিকে ক্লাস-পরীক্ষা শুরু উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কলাভবনের বিভিন্ন শ্রেণিকক্ষ ও পরীক্ষাকক্ষ পরিদর্শন করেন।
কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, ক্লাস ও হলে নিয়মিত মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা, নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব মানাসহ একটি নীতিমালা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হয়েছে। ক্লাস-পরীক্ষা শুরুর প্রথম দিনেই মধুর ক্যানটিনে মুখোমুখি অবস্থান করেছে বাংলাদেশ ছাত্রলীগ ও জাতীয়তাবাদী ছাত্রদল। এ নিয়ে গতকাল রোববার পুরো ক্যাম্পাস ছিল উত্তপ্ত।
ক্লাস ও পরীক্ষা চালু হওয়ায় বিশ্ববিদ্যালয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। পাশাপাশি শঙ্কা ও উৎকণ্ঠাও বিরাজ করেছে। তারপরও ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে মধুর ক্যানটিনে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে সেখানে জড়ো হয়ে তাঁরা স্লোগান দিতে শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে মধুর ক্যানটিনে প্রবেশ করেন ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীরা। এ সময় তাঁরাও পাল্টা স্লোগান দেন। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় মধুর ক্যানটিনে ছাত্রদলের কিছু কর্মী ঢুকতে পারলেও বেশির ভাগ নেতা-কর্মী ঢুকতে পারেননি। ছাত্রদল ঢুকতে চাইলে ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ ‘সন্ত্রাসীদের আস্তানা, এ বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে ছাত্রলীগ। পরবর্তী সময়ে ছাত্রদলের নেতা-কর্মীরা মধুর ক্যানটিন থেকে বের হয়ে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় স্ন্যাকসের (ডাস) সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘আমরা এখন থেকে নিয়মিত মধুর ক্যানটিনে বসব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করব, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখার জন্য।’
মধুর ক্যানটিনে ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাঁধন, সাহিত্য সম্পাদক আসিফ তালুকদার এবং বিশ্ববিদ্যালয় ও হল কমিটির নেতারা।
অন্য দিকে ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্যসচিব আমান উল্লাহ আমানসহ তিন শতাধিক নেতা-কর্মী।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান আমরা সব সময় প্রত্যাশা করি। আমাদের গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক এটাই আমাদের চাওয়া। তবে কেউ যদি ক্যাম্পাসকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় এবং জামায়াত-শিবিরের অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা তা রুখে দেবে।’
বেলা ১১টার মধ্যে দুই সংগঠনের নেতা-কর্মীরা মধুর ক্যানটিন ছেড়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ফাহিম মিয়া বলেন, করোনা মহামারির পর ক্লাসে ফেরার আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না। ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিব উদ্দিন বলেন, ‘অনলাইন ক্লাসে কোনে আনন্দ নেই। তাই আমি দীর্ঘদিন ধরে সশরীরে ক্লাসের অপেক্ষা করেছি।’
এদিকে ক্লাস-পরীক্ষা শুরু উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কলাভবনের বিভিন্ন শ্রেণিকক্ষ ও পরীক্ষাকক্ষ পরিদর্শন করেন।
কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, ক্লাস ও হলে নিয়মিত মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা, নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব মানাসহ একটি নীতিমালা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে