শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শ্রেণিকক্ষ-সংকটের কারণে প্রচণ্ড গরমেও খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের আব্দুল কাদের উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের। নয়টি শ্রেণিকক্ষের জায়গায় বিদ্যালয়ে রয়েছে মাত্র পাঁচটি শ্রেণিকক্ষ। এ জন্য ক্লাস নিতে হয় খোলা আকাশের নিচে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, আব্দুল কাদের উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে বসে ক্লাস করছে। পাশে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক। প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছেন শিক্ষার্থী ও শিক্ষকেরা।
নবম শ্রেণির শিক্ষার্থী জেরিন বলে, ‘গ্রুপ ক্লাস করতে প্রতিদিন আমাদের খোলা আকাশের নিচে বসতে হয়। অনেক গরম থাকলে একটু ছায়াতলে বসিয়ে শিক্ষকেরা ক্লাস নেন।’
দশম শ্রেণির ছাত্র আরাফাত হোসেন বলে, ‘প্রচণ্ড গরমে আমাদের খোলা আকাশের নিচে বসে ক্লাস করতে হয়। এ জন্য দ্রুত সময়ের মধ্যে আমার বিদ্যালয়ে একটি নতুন ভবন দাবি করছি সরকারের কাছে।’
বিদ্যালয়ের শিক্ষক মারজিয়া খাতুন বলেন, খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া একদিকে যেমন কষ্টের, অপরদিকে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগ হারায়। বাইরের হইচই শব্দের কারণে সঠিকভাবে শিক্ষার্থীদের পড়ানো সম্ভব নয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, ‘বিদ্যালয়ে মোট নয়টি শ্রেণিকক্ষ প্রয়োজন। আছে মাত্র পাঁচটি কক্ষ। বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে ৮২৯ জন। সেই তুলনায় শ্রেণিকক্ষ অনেক কম। এ জন্য বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাস নিতে হয়।’
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী মো. ইউসুফ আলী প্রধান বলেন, ‘এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন দপ্তরে ভবনের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। একটি ভবন পেলে শিক্ষার্থীদের আর খোলা আকাশের নিচে বসে ক্লাস করতে হবে না।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমিন বলেন, বিদ্যালয়ের নতুন ভবনের বিষয়ে বিবেচনা করা হবে। বিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্রুত সমস্যা সমাধান করা হবে।
শ্রেণিকক্ষ-সংকটের কারণে প্রচণ্ড গরমেও খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের আব্দুল কাদের উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের। নয়টি শ্রেণিকক্ষের জায়গায় বিদ্যালয়ে রয়েছে মাত্র পাঁচটি শ্রেণিকক্ষ। এ জন্য ক্লাস নিতে হয় খোলা আকাশের নিচে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, আব্দুল কাদের উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে বসে ক্লাস করছে। পাশে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক। প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছেন শিক্ষার্থী ও শিক্ষকেরা।
নবম শ্রেণির শিক্ষার্থী জেরিন বলে, ‘গ্রুপ ক্লাস করতে প্রতিদিন আমাদের খোলা আকাশের নিচে বসতে হয়। অনেক গরম থাকলে একটু ছায়াতলে বসিয়ে শিক্ষকেরা ক্লাস নেন।’
দশম শ্রেণির ছাত্র আরাফাত হোসেন বলে, ‘প্রচণ্ড গরমে আমাদের খোলা আকাশের নিচে বসে ক্লাস করতে হয়। এ জন্য দ্রুত সময়ের মধ্যে আমার বিদ্যালয়ে একটি নতুন ভবন দাবি করছি সরকারের কাছে।’
বিদ্যালয়ের শিক্ষক মারজিয়া খাতুন বলেন, খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া একদিকে যেমন কষ্টের, অপরদিকে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগ হারায়। বাইরের হইচই শব্দের কারণে সঠিকভাবে শিক্ষার্থীদের পড়ানো সম্ভব নয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, ‘বিদ্যালয়ে মোট নয়টি শ্রেণিকক্ষ প্রয়োজন। আছে মাত্র পাঁচটি কক্ষ। বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে ৮২৯ জন। সেই তুলনায় শ্রেণিকক্ষ অনেক কম। এ জন্য বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাস নিতে হয়।’
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী মো. ইউসুফ আলী প্রধান বলেন, ‘এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন দপ্তরে ভবনের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। একটি ভবন পেলে শিক্ষার্থীদের আর খোলা আকাশের নিচে বসে ক্লাস করতে হবে না।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমিন বলেন, বিদ্যালয়ের নতুন ভবনের বিষয়ে বিবেচনা করা হবে। বিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্রুত সমস্যা সমাধান করা হবে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে