হাসনাত শোয়েব, ঢাকা
মৌসুমের পর মৌসুম টাকা ঢেলেছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাতারি মালিক। বলা যায়, একরকম অর্থ দিয়েই সাফল্য কেনার চেষ্টা করেছিলেন নাসের আল খেলাইফি। যে সাফল্যের চূড়ান্ত মানদণ্ড ছিল চ্যাম্পিয়নস লিগ শিরোপা। কাতারি মালিকানায় যাওয়ার পর থেকে ইউরোপ সেরার মঞ্চকে পাখির চোখ করে দল গুছিয়েছিল পিএসজি। প্রতি মৌসুমে তাদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু প্রতিবারই ফিরতে হয়েছে হতাশ হয়ে।
ব্যতিক্রম হয়নি এবারও। চলতি মৌসুমে লিওনেল মেসি-নেইমার-এমবাপ্পেদের নিয়ে তারকাপুঞ্জির যাত্রা থেমেছে শেষ ষোলোতেই। এমন হতাশার বিদায়ের পর শেষ পর্যন্ত ধনকুবের খেলাইফির পিএসজি-প্রকল্প ব্যর্থ কি না, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। গত এক দশকে একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে সম্ভাব্য সব চেষ্টাই করেছে পিএসজি। বারবার কোচ বদলেছে, খেলোয়াড়দের পেছনেও ঢেলেছে অঢেল অর্থ। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের নিয়ে আসা হয়েছে। তবু ইউরোপীয় মঞ্চে একবার ফাইনালে ওঠা ছাড়া আর কোনো সাফল্য নেই ফরাসি ক্লাবটির।
শুধু অঢেল টাকা খরচ আর তারকা খেলোয়াড় কিনেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যে কঠিন, সেটির উদাহরণ হয়ে থাকল পিএসজি। অনেকে মনে করছেন, অতিরিক্ত তারকা বোঝাই হওয়ার কারণে ডুবেছে পিএসজির তরী। ২০২০ সালে ফাইনালে ওঠার পর এবারই পিএসজির জন্য চ্যাম্পিয়নস লিগ জেতার সেরা সুযোগ দেখছিলেন অনেকে। কিন্তু সেই স্বপ্ন দ্রুতই ভেঙেছে। এই হারের ভেতর দিয়ে পিএসজির পতনও দেখছেন অনেকে। তারকাদের ‘ইগো’ সমস্যা, ক্লাবের অভ্যন্তরীণ সংস্কৃতিতে জোর না দেওয়া এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতার অভাবকে পিএসজির ব্যর্থতার কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশ্লেষকেরা। দ্য গার্ডিয়ানের ক্রীড়া লেখক বার্নি রনে বলেছেন, ‘আধুনিক ফুটবলের ইতিহাসে অভিজাত ক্লাবের সবচেয়ে বড় পতনগুলোর একটি। যা কি না তাদের দলে থাকা প্রতিভার ভান্ডারের কারণে আরও বেশি শোচনীয় দেখাচ্ছে।’
রিয়াল ম্যাচের পর থেকেই গুঞ্জন এবারের মৌসুম শেষেই বিক্রি করে দেওয়া হবে নেইমারকে। অথচ নেইমারকে ইতিহাসের সব রেকর্ড ভেঙে কিনেছিল পিএসজি। এমবাপ্পের রিয়ালে যাওয়াও সময়ের ব্যাপার মাত্র। চলতি মৌসুমে মাঠের খেলার চেয়ে রিয়ালে যাচ্ছেন কি যাচ্ছেন না, সেটা নিয়েই বেশি আলোচনায় ছিলেন এই ফরাসি তারকা। আর নিজের সেরা সময় ফিরে পেতে লড়াই করছেন মেসি। সব মিলিয়ে সামনে কঠিন দিনই অপেক্ষা করছে পিএসজির জন্য।
মৌসুমের পর মৌসুম টাকা ঢেলেছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাতারি মালিক। বলা যায়, একরকম অর্থ দিয়েই সাফল্য কেনার চেষ্টা করেছিলেন নাসের আল খেলাইফি। যে সাফল্যের চূড়ান্ত মানদণ্ড ছিল চ্যাম্পিয়নস লিগ শিরোপা। কাতারি মালিকানায় যাওয়ার পর থেকে ইউরোপ সেরার মঞ্চকে পাখির চোখ করে দল গুছিয়েছিল পিএসজি। প্রতি মৌসুমে তাদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু প্রতিবারই ফিরতে হয়েছে হতাশ হয়ে।
ব্যতিক্রম হয়নি এবারও। চলতি মৌসুমে লিওনেল মেসি-নেইমার-এমবাপ্পেদের নিয়ে তারকাপুঞ্জির যাত্রা থেমেছে শেষ ষোলোতেই। এমন হতাশার বিদায়ের পর শেষ পর্যন্ত ধনকুবের খেলাইফির পিএসজি-প্রকল্প ব্যর্থ কি না, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। গত এক দশকে একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে সম্ভাব্য সব চেষ্টাই করেছে পিএসজি। বারবার কোচ বদলেছে, খেলোয়াড়দের পেছনেও ঢেলেছে অঢেল অর্থ। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের নিয়ে আসা হয়েছে। তবু ইউরোপীয় মঞ্চে একবার ফাইনালে ওঠা ছাড়া আর কোনো সাফল্য নেই ফরাসি ক্লাবটির।
শুধু অঢেল টাকা খরচ আর তারকা খেলোয়াড় কিনেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যে কঠিন, সেটির উদাহরণ হয়ে থাকল পিএসজি। অনেকে মনে করছেন, অতিরিক্ত তারকা বোঝাই হওয়ার কারণে ডুবেছে পিএসজির তরী। ২০২০ সালে ফাইনালে ওঠার পর এবারই পিএসজির জন্য চ্যাম্পিয়নস লিগ জেতার সেরা সুযোগ দেখছিলেন অনেকে। কিন্তু সেই স্বপ্ন দ্রুতই ভেঙেছে। এই হারের ভেতর দিয়ে পিএসজির পতনও দেখছেন অনেকে। তারকাদের ‘ইগো’ সমস্যা, ক্লাবের অভ্যন্তরীণ সংস্কৃতিতে জোর না দেওয়া এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতার অভাবকে পিএসজির ব্যর্থতার কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশ্লেষকেরা। দ্য গার্ডিয়ানের ক্রীড়া লেখক বার্নি রনে বলেছেন, ‘আধুনিক ফুটবলের ইতিহাসে অভিজাত ক্লাবের সবচেয়ে বড় পতনগুলোর একটি। যা কি না তাদের দলে থাকা প্রতিভার ভান্ডারের কারণে আরও বেশি শোচনীয় দেখাচ্ছে।’
রিয়াল ম্যাচের পর থেকেই গুঞ্জন এবারের মৌসুম শেষেই বিক্রি করে দেওয়া হবে নেইমারকে। অথচ নেইমারকে ইতিহাসের সব রেকর্ড ভেঙে কিনেছিল পিএসজি। এমবাপ্পের রিয়ালে যাওয়াও সময়ের ব্যাপার মাত্র। চলতি মৌসুমে মাঠের খেলার চেয়ে রিয়ালে যাচ্ছেন কি যাচ্ছেন না, সেটা নিয়েই বেশি আলোচনায় ছিলেন এই ফরাসি তারকা। আর নিজের সেরা সময় ফিরে পেতে লড়াই করছেন মেসি। সব মিলিয়ে সামনে কঠিন দিনই অপেক্ষা করছে পিএসজির জন্য।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে