সম্পাদকীয়
হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন নির্মোহ এক মানুষ। তিনি সাদাকে সাদা আর কালোকে কালো বলতেন। দেবব্রত বিশ্বাসকে যখন হেয় করা হয়েছে নানাভাবে, তখনো হেমন্ত মুখোপাধ্যায় দেবব্রত বিশ্বাসকে নিয়ে তাঁর গর্বের কথা ভোলেননি।
‘ব্যারিটোন ভয়েস’ ছিল দেবব্রত বিশ্বাসের। জর্জদা নামেই তাঁকে ডাকতেন সেকালের সতীর্থরা। হেমন্ত মুখোপাধ্যায় ডাকতেন ‘জর্জকাকা’ বলে। ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’ গানটি দেবব্রত বিশ্বাসের কণ্ঠে যেভাবে উঠে এসেছে, তার তুলনা বিরল। সে গান শুনে মনে হয়, গানের এতটা ভেতরেও কেউ যেতে পারে? এই গান দিয়েই যেন তিনি ঝড় ওঠাতে পারতেন। সেই কণ্ঠের কল্যাণেই দীপ নিভে যায়, সেই কণ্ঠেই উদাসিনী বেশে বিদেশিনী আসে।
হেমন্ত মুখোপাধ্যায়ের মুখেই ‘অবাক পৃথিবী অবাক করলে তুমি’ গানটি আমরা শুনে থাকি। কানে সে গানটাই বাজে। হেমন্ত কিন্তু বলেন, ‘এ গানটি জর্জকাকা আমার চেয়ে ভালো গাইতেন। আমি যদি গানটা দশ-বারোবার রেকর্ড করতাম, তবু জর্জকাকা যে উচ্চতায় পৌঁছেছিলেন, আমি তা পারতাম না।’
আরেকবার রবীন্দ্রসংগীতে অবদানের কথা বলতে গিয়ে কেউ একজন পঙ্কজ মল্লিকের পরেই হেমন্তের নাম বললেন। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠলেন হেমন্ত।বললেন, ‘আমি নয়, পঙ্কজ মল্লিকের পর যদি কারও নাম করতে হয়, তবে তিনি জর্জকাকা।’
যখন দেবব্রত বিশ্বাসের গান বিশ্বভারতী মিউজিক বোর্ডের ছাড়পত্র পায়নি, তখন গান রেকর্ড করা বন্ধ করে দিয়েছিলেন তিনি। হেমন্ত কিন্তু থেমে থাকেননি। স্পষ্ট ভাষায় বলেছেন, ‘এ ব্যাপারে বিশ্বভারতীর খানিকটা দোষ আছে। আমরা যেসব গান শিখেছিলাম, সেগুলোর স্বরলিপি দিনেন্দ্রনাথ ঠাকুরের করা। উনি (দেবব্রত বিশ্বাস) সেই স্বরলিপি অনুসারেই গাইতেন, যার সাথে এখনকার স্বরলিপির অনেক তফাত।’
দেবব্রত সংবর্ধনা গ্রহণ করার মতো মানুষই নন। কিন্তু হেমন্ত তাঁকে ১৯৮০ সালের ১৮ মার্চ সংবর্ধনায় হাজির করেছিলেন। তিনি গান গাইতে চাননি, কিন্তু এত শ্রোতা দেখে তাদের সামনে বাতি জ্বালিয়েই গান করলেন দেবব্রত বিশ্বাস।
সূত্র: শ্যামল চক্রবর্তী, ঝড় যে তোমার জয়ধ্বজা, পৃষ্ঠা ১৪৮-১৫০
হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন নির্মোহ এক মানুষ। তিনি সাদাকে সাদা আর কালোকে কালো বলতেন। দেবব্রত বিশ্বাসকে যখন হেয় করা হয়েছে নানাভাবে, তখনো হেমন্ত মুখোপাধ্যায় দেবব্রত বিশ্বাসকে নিয়ে তাঁর গর্বের কথা ভোলেননি।
‘ব্যারিটোন ভয়েস’ ছিল দেবব্রত বিশ্বাসের। জর্জদা নামেই তাঁকে ডাকতেন সেকালের সতীর্থরা। হেমন্ত মুখোপাধ্যায় ডাকতেন ‘জর্জকাকা’ বলে। ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’ গানটি দেবব্রত বিশ্বাসের কণ্ঠে যেভাবে উঠে এসেছে, তার তুলনা বিরল। সে গান শুনে মনে হয়, গানের এতটা ভেতরেও কেউ যেতে পারে? এই গান দিয়েই যেন তিনি ঝড় ওঠাতে পারতেন। সেই কণ্ঠের কল্যাণেই দীপ নিভে যায়, সেই কণ্ঠেই উদাসিনী বেশে বিদেশিনী আসে।
হেমন্ত মুখোপাধ্যায়ের মুখেই ‘অবাক পৃথিবী অবাক করলে তুমি’ গানটি আমরা শুনে থাকি। কানে সে গানটাই বাজে। হেমন্ত কিন্তু বলেন, ‘এ গানটি জর্জকাকা আমার চেয়ে ভালো গাইতেন। আমি যদি গানটা দশ-বারোবার রেকর্ড করতাম, তবু জর্জকাকা যে উচ্চতায় পৌঁছেছিলেন, আমি তা পারতাম না।’
আরেকবার রবীন্দ্রসংগীতে অবদানের কথা বলতে গিয়ে কেউ একজন পঙ্কজ মল্লিকের পরেই হেমন্তের নাম বললেন। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠলেন হেমন্ত।বললেন, ‘আমি নয়, পঙ্কজ মল্লিকের পর যদি কারও নাম করতে হয়, তবে তিনি জর্জকাকা।’
যখন দেবব্রত বিশ্বাসের গান বিশ্বভারতী মিউজিক বোর্ডের ছাড়পত্র পায়নি, তখন গান রেকর্ড করা বন্ধ করে দিয়েছিলেন তিনি। হেমন্ত কিন্তু থেমে থাকেননি। স্পষ্ট ভাষায় বলেছেন, ‘এ ব্যাপারে বিশ্বভারতীর খানিকটা দোষ আছে। আমরা যেসব গান শিখেছিলাম, সেগুলোর স্বরলিপি দিনেন্দ্রনাথ ঠাকুরের করা। উনি (দেবব্রত বিশ্বাস) সেই স্বরলিপি অনুসারেই গাইতেন, যার সাথে এখনকার স্বরলিপির অনেক তফাত।’
দেবব্রত সংবর্ধনা গ্রহণ করার মতো মানুষই নন। কিন্তু হেমন্ত তাঁকে ১৯৮০ সালের ১৮ মার্চ সংবর্ধনায় হাজির করেছিলেন। তিনি গান গাইতে চাননি, কিন্তু এত শ্রোতা দেখে তাদের সামনে বাতি জ্বালিয়েই গান করলেন দেবব্রত বিশ্বাস।
সূত্র: শ্যামল চক্রবর্তী, ঝড় যে তোমার জয়ধ্বজা, পৃষ্ঠা ১৪৮-১৫০
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে