মির্জাপুরে চেয়ারম্যান পদে বিজয়ী যাঁরা

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২২, ০৬: ৪২

মির্জাপুর উপজেলার আট ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা তিনটিতে, বিদ্রোহী দুইটি, স্বতন্ত্র (বিএনপিমনা) দুইটি ও একটিতে জাসদপন্থি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

গতকাল বুধবার উপজেলার ১৪টি ইউপির আটটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে মহেড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিভাস সরকার নূপুর (নৌকা), জামুর্কী ইউপিতে বিএনপিমনা স্বতন্ত্র ডি এ মতিন (আনারস), আনাইতারায় আওয়ামী লীগের বিদ্রোহী আবু হেনা মোস্তফা কামাল (আনারস), বানাইলে বিএনপিমনা স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী (ঘোড়া), উয়ার্শী ইউপিতে আওয়ামী লীগের মাহাবুব আলম মল্লিক (নৌকা), ভাতগ্রাম ইউপিতে জাসদপন্থি স্বতন্ত্র প্রার্থী আজাহারুল ইসলাম, গোড়াই ইউপিতে আওয়ামী লীগের হুমায়ূন কবীর (নৌকা) ও বাঁশতৈল ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী হেলাল দেওয়ান (চশমা) বিজয়ী হয়েছেন।

এর আগে সকাল আটটা থেকে বিকেলে চারটা পর্যন্ত একটা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর শৈত্যপ্রবাহের কারণে দিনের অর্ধেক সময় সূর্যের দেখা না পাওয়া গেলেও তীব্র শীত উপেক্ষা করে ভোটাররা ভোটকেন্দ্রে আসেন। সরেজমিনে একাধিক কেন্দ্রে দেখা গেছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মহিলা ভোটাররা ভোট দিয়েছেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান ভোটে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থক এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে ধন্যবাদ জানান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত