নাটোরে ইমো হ্যাকিংয়ের অভিযোগে গ্রেপ্তার ৫

নাটোর ও লালপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২২, ০৬: ৫৩

নাটোরের লালপুরের মোবাইল ফোনে ইমো হ্যাকিং ও প্রতারণার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর (চিনির বটতলা) এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকেরা হলেন, উপজেলার রামকৃষ্ণপুর পূর্বপাড়া গ্রামের মো. শাকিল আহমেদ শাকিব (২৩), মো. সেলিম আলী (২০), মো. শান্ত ইসলাম (১৯), মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের মো. সোহেল রানা (২৮) ও মো. মুহাইমিনুল (২৭)।

সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার রামকৃষ্ণপুর (চিনির বটতলা) এলাকায় কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি মোবাইল ফোনের সিমসহ পাঁচটি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, তাঁরা দীর্ঘদিন থেকে পরস্পর যোগসাজশে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের আইডি হ্যাক করতেন। এরপর ইমো সফটওয়্যারে অবৈধভাবে প্রবেশ করে মেয়ে ও পুরুষের ছদ্মবেশ ধারণ করতেন। নিজের পরিচয় গোপন করে বিভিন্ন ছবি ও ভিডিও প্রদর্শন এবং প্রতারণার মাধ্যমে কৌশলে ভুক্তভোগীর পরিচিতজনদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিকাশে অর্থ হাতিয়ে নিতেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত