সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে গার্মেন্টসের ঝুট কাপড়ের লেপের কভার সেলাই করে ভাগ্য বদলেছে কয়েক হাজার নারী-পুরুষের। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও পড়াশোনার ফাঁকে এ কাজ করে বাড়তি আয় করছে। এই কাজের সঙ্গে যুক্ত প্রতিটি পরিবারে লেগেছে সচ্ছলতার ছোঁয়া। এ সব পরিবারের সদস্যদের প্রায় সবাই এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের ইসলামবাগ, রসুলপুর, গোলাহাট, বাঁশবাড়ি মিস্ত্রি পাড়াসহ বিভিন্ন এলাকায় রয়েছে পাঁচ শতাধিক লেপের কভার তৈরির কারখানা। আর এই কাজের সঙ্গে যুক্ত প্রায় ৫ হাজার নারী-পুরুষ। এখানকার তৈরি ঝুট কাপড়ের লেপের কভারের চাহিদা রয়েছে সারা দেশেই।
প্রতি শীত মৌসুমে রাজধানী ঢাকা, কুমিল্লা, পাবনা, শরীয়তপুর, যশোর, জয়পুরহাট, নওগাঁ বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে ঝুটের লেপের কভার কিনে নিয়ে যান। প্রতি শীতে উপজেলায় এক থেকে দেড় শ কোটি টাকার লেপের কভার বিক্রি হয়ে থাকে বলে জানা গেছে।
সরেজমিন দেখা যায়, শহরের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে দিন-রাত চলছে সেলাই মেশিন। এক টুকরো ঝুট কাপড়ের সঙ্গে আরেক টুকরোর জোড়া লাগিয়ে তৈরি করা হচ্ছে লেপের কভার।
ইসলাম এলাকার বাসিন্দা আকবর আলী জানান, তিনি আগে রিকশা চালতেন। ঝুট কাপড়ের ব্যবসা শুরু করার পর ভাগ্য ফিরেছে তাঁর।
গোলাহাট এলাকার স্কুলছাত্রী মিথিলা পারভীন ও মিফতাহুল জান্নাত জানান, অবসরে লেপের কভার সেলাই করে প্রতিদিন ১৫০ থেকে ২০০ টাকা আয় হয়। তা দিয়ে নিজের লেখাপড়ার খরচের পাশাপাশি বাবা-মাকে সংসারে সাহায্য করে তারা।
ব্যবসায়ী রফিফুল ইসলাম বলেন, ‘সরকার আমাদের দিকে সুনজর দিলে আমরা এই খাতে অনেক লোকের কর্মসংস্থান তৈরি করতে পারব।’
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কর্মস্থলে নবাগত। এ সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হবে।’
নীলফামারীর সৈয়দপুরে গার্মেন্টসের ঝুট কাপড়ের লেপের কভার সেলাই করে ভাগ্য বদলেছে কয়েক হাজার নারী-পুরুষের। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও পড়াশোনার ফাঁকে এ কাজ করে বাড়তি আয় করছে। এই কাজের সঙ্গে যুক্ত প্রতিটি পরিবারে লেগেছে সচ্ছলতার ছোঁয়া। এ সব পরিবারের সদস্যদের প্রায় সবাই এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের ইসলামবাগ, রসুলপুর, গোলাহাট, বাঁশবাড়ি মিস্ত্রি পাড়াসহ বিভিন্ন এলাকায় রয়েছে পাঁচ শতাধিক লেপের কভার তৈরির কারখানা। আর এই কাজের সঙ্গে যুক্ত প্রায় ৫ হাজার নারী-পুরুষ। এখানকার তৈরি ঝুট কাপড়ের লেপের কভারের চাহিদা রয়েছে সারা দেশেই।
প্রতি শীত মৌসুমে রাজধানী ঢাকা, কুমিল্লা, পাবনা, শরীয়তপুর, যশোর, জয়পুরহাট, নওগাঁ বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে ঝুটের লেপের কভার কিনে নিয়ে যান। প্রতি শীতে উপজেলায় এক থেকে দেড় শ কোটি টাকার লেপের কভার বিক্রি হয়ে থাকে বলে জানা গেছে।
সরেজমিন দেখা যায়, শহরের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে দিন-রাত চলছে সেলাই মেশিন। এক টুকরো ঝুট কাপড়ের সঙ্গে আরেক টুকরোর জোড়া লাগিয়ে তৈরি করা হচ্ছে লেপের কভার।
ইসলাম এলাকার বাসিন্দা আকবর আলী জানান, তিনি আগে রিকশা চালতেন। ঝুট কাপড়ের ব্যবসা শুরু করার পর ভাগ্য ফিরেছে তাঁর।
গোলাহাট এলাকার স্কুলছাত্রী মিথিলা পারভীন ও মিফতাহুল জান্নাত জানান, অবসরে লেপের কভার সেলাই করে প্রতিদিন ১৫০ থেকে ২০০ টাকা আয় হয়। তা দিয়ে নিজের লেখাপড়ার খরচের পাশাপাশি বাবা-মাকে সংসারে সাহায্য করে তারা।
ব্যবসায়ী রফিফুল ইসলাম বলেন, ‘সরকার আমাদের দিকে সুনজর দিলে আমরা এই খাতে অনেক লোকের কর্মসংস্থান তৈরি করতে পারব।’
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কর্মস্থলে নবাগত। এ সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে