লালপুর (নাটোর) প্রতিনিধি
করোনা মহামারিতে প্রায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নাটোরের লালপুরের ৪১টি কিন্ডারগার্টেন (কেজি) স্কুল আর্থিক সংকটে পড়েছে। এর মধ্যে সাতটির অধিক বিদ্যালয় ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় জীবন বাঁচাতে শিক্ষকেরা বিভিন্ন পেশায় চলে গেছেন। বন্ধের সময়ের ভাড়ার টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
গতকাল সরেজমিন দেখা যায়, আর্থিক সংকট ও শিক্ষার্থী সমস্যায় উপজেলার শিশু বিদ্যানিকেতন, একতা, নর্থ বেঙ্গল, আনোয়ারা ফাউন্ডেশন, রয়েল, প্রচেষ্টা, স্কলার হিলসহ বেশ কয়েকটি কিন্ডারগার্টেন বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রচেষ্টা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ এস এম আশিকুজ্জামান বলেন, প্রতিষ্ঠানের আয় বন্ধ হয়ে যাওয়ায় ভাড়া পরিশোধ সম্ভব হয়নি। বাধ্য হয়ে প্রতিষ্ঠান একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে।
বেগম রোকেয়া কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, করোনা সব পাল্টে দিয়েছে। ঘরমালিকেরা ভাড়ার টাকা ছাড় দেননি। ভাড়া পরিশোধে নিঃস্ব অবস্থায় দিন যাপন করছেন। শিক্ষা কার্যক্রম নিয়ে বিপাকে পড়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান।
আনোয়ারা ফাউন্ডেশন মডেল একাডেমির অধ্যক্ষ মো. আব্দুল করিম বলেন, করোনাকালীন আর্থিক সংকটের কারণে কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছে।
লালপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছে। তবে সংখ্যায় অনেক কম। অনেক শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে গেছে। বিদ্যালয়ের পাওনা বকেয়া ফি উত্তোলন সম্ভব হচ্ছে না। আর্থিক সংকটে বিদ্যালয় পরিচালনা ও শিক্ষকদের বেতন দেওয়া যাচ্ছে না। করোনাকালে প্রতিষ্ঠানের আয় ও সরকারি কোনো সহযোগিতা না থাকায় সাতটির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে গেছে।
লালপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান লিটন বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে দীর্ঘ ১৮ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আয় বন্ধ হয়ে গেছে। শিক্ষক ও কর্মচারীরা অন্য পেশায় চলে গেছেন।
লালপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী বলেন, জরিপ অনুযায়ী এ উপজেলায় ৪১টি কেজি স্কুল রয়েছে। আর প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১১২টি। বেশ কয়েকটি কেজি স্কুল বন্ধ হয়েছে বলে তিনি শুনেছেন।
লালপুরের ইউএনও শাম্মী আক্তার বলেন, সোনালী ব্যাংকের সহায়তায় কিন্ডারগার্টেন স্কুলের ৫০ জন শিক্ষককে সহযোগিতা করা হয়েছে। বন্ধ হয়ে যাওয়া স্কুলের বিষয়ে অবগত নেই বলে জানান তিনি।
করোনা মহামারিতে প্রায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নাটোরের লালপুরের ৪১টি কিন্ডারগার্টেন (কেজি) স্কুল আর্থিক সংকটে পড়েছে। এর মধ্যে সাতটির অধিক বিদ্যালয় ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় জীবন বাঁচাতে শিক্ষকেরা বিভিন্ন পেশায় চলে গেছেন। বন্ধের সময়ের ভাড়ার টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
গতকাল সরেজমিন দেখা যায়, আর্থিক সংকট ও শিক্ষার্থী সমস্যায় উপজেলার শিশু বিদ্যানিকেতন, একতা, নর্থ বেঙ্গল, আনোয়ারা ফাউন্ডেশন, রয়েল, প্রচেষ্টা, স্কলার হিলসহ বেশ কয়েকটি কিন্ডারগার্টেন বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রচেষ্টা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ এস এম আশিকুজ্জামান বলেন, প্রতিষ্ঠানের আয় বন্ধ হয়ে যাওয়ায় ভাড়া পরিশোধ সম্ভব হয়নি। বাধ্য হয়ে প্রতিষ্ঠান একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে।
বেগম রোকেয়া কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, করোনা সব পাল্টে দিয়েছে। ঘরমালিকেরা ভাড়ার টাকা ছাড় দেননি। ভাড়া পরিশোধে নিঃস্ব অবস্থায় দিন যাপন করছেন। শিক্ষা কার্যক্রম নিয়ে বিপাকে পড়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান।
আনোয়ারা ফাউন্ডেশন মডেল একাডেমির অধ্যক্ষ মো. আব্দুল করিম বলেন, করোনাকালীন আর্থিক সংকটের কারণে কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছে।
লালপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছে। তবে সংখ্যায় অনেক কম। অনেক শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে গেছে। বিদ্যালয়ের পাওনা বকেয়া ফি উত্তোলন সম্ভব হচ্ছে না। আর্থিক সংকটে বিদ্যালয় পরিচালনা ও শিক্ষকদের বেতন দেওয়া যাচ্ছে না। করোনাকালে প্রতিষ্ঠানের আয় ও সরকারি কোনো সহযোগিতা না থাকায় সাতটির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে গেছে।
লালপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান লিটন বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে দীর্ঘ ১৮ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আয় বন্ধ হয়ে গেছে। শিক্ষক ও কর্মচারীরা অন্য পেশায় চলে গেছেন।
লালপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী বলেন, জরিপ অনুযায়ী এ উপজেলায় ৪১টি কেজি স্কুল রয়েছে। আর প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১১২টি। বেশ কয়েকটি কেজি স্কুল বন্ধ হয়েছে বলে তিনি শুনেছেন।
লালপুরের ইউএনও শাম্মী আক্তার বলেন, সোনালী ব্যাংকের সহায়তায় কিন্ডারগার্টেন স্কুলের ৫০ জন শিক্ষককে সহযোগিতা করা হয়েছে। বন্ধ হয়ে যাওয়া স্কুলের বিষয়ে অবগত নেই বলে জানান তিনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে