ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে ঘন ঘন লোডশেডিংয়ে দুর্ভোগ বেড়েছে মানুষের। দিনের বেশির ভাগ সময়ই বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে রমজানের সাহ্রি, ইফতার ও তারাবিতে মাঝেমধ্যে বিদ্যুৎ মিললেও বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানামুখী আলোচনা-সমালোচনা চলছে। লোডশেডিংয়ের কারণ হিসেবে উৎপাদন ঘাটতিকে দায়ী করছে ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগ।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বছর গরমের পুরোটা সময়েই ছিল ব্যাপক লোডশেডিং। এ বছর গরম পড়তে না-পড়তেই আগের বছরের মতোই লোডশেডিং শুরু হয়েছে। এতে মানুষ ভোগান্তিতে পড়েছে। লোডশেডিংয়ের কারণে মানুষের স্বাভাবিক জীবন ও ব্যবসা বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে শ্রমজীবীদের অবস্থা নাজুক হয়ে পড়েছে। অব্যাহত লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়ালেখা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, নগরের ব্যস্ততম এলাকা গাঙ্গিনারপাড়, নতুন বাজার ও চরপাড়া এলাকায় রয়েছে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান। এ ছাড়া ছোট বাজার ও বড় বাজার এলাকা ময়মনসিংহের পাইকারি ব্যবসার কেন্দ্রস্থল। এসব এলাকায় প্রতিদিনই লোডশেডিং চলছেই। এতে ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন। নগরীর প্রায় সব এলাকাতে সমানতালে চলছে লোডশেডিং। এ ছাড়া জেলার প্রত্যেকটি উপজেলায় অন্তত ২০ দিন ধরে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে নাজেহাল জনজীবন। বিশেষ করে পল্লী বিদ্যুতের অধীনে গ্রামগুলোতে এই লোডশেডিংয়ের মাত্র আরও বেশি।
শহরের গাঙ্গিনারপাড় এলাকার ইলেকট্রনিক ব্যবসায়ী বাবুল সরকার বলেন, ‘দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না। কিছুক্ষণের জন্য এলেও আবার চলে যায়। মাত্রাতিরিক্ত গরমের মধ্যে লোডশেডিংয়ের কারণে ঠিকমতো ব্যবসা করতে পারছি না।’
পয়লা বৈশাখের দিন বিকেলে নগরীর জয়নুল আবেদীন পার্কে বসে ছিলেন ফয়সাল, হাসিফ ও শাহীন নামে আনন্দ মোহন কলেজের কয়েক শিক্ষার্থী। তাঁরা জানান, মেসে থেকে পড়াশোনা করছেন। প্রচণ্ড গরমে ঠিকমতো পড়াশোনা করা যাচ্ছে না। কিছুক্ষণের জন্য আসলেও আবার চলে যাচ্ছে। ফ্যান চালাতে না পেরে কক্ষে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। পার্কে সার্বক্ষণিক বাতাস থাকার কারণে এসেছেন তাঁরা। এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানান শিক্ষার্থীরা।
সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মঞ্জুরুল ইসলাম জানান, এই ওয়ার্ডে বিদ্যুৎ নেই বললেই চলে। দিনে অন্তত ১০ বার বিদ্যুৎ যায়। সাহ্রি, ইফতার ও তারাবির সময়ও বিদ্যুৎ চলে যায়। মাঝেমধ্যে বিদ্যুৎ দিলেও ভোল্টেজ থাকে না। এতে ফ্রিজে রাখা জিনিসগুলো নষ্ট হচ্ছে।
ওই এলাকার হাসেম উদ্দিন বলেন, এই ওয়ার্ডের কয়েকটি এলাকায় বিদ্যুতের তারগুলো অনেক পুরোনো। সারা বছরই বিদ্যুতের সমস্যা দেখা দেয়। এ ছাড়া সামান্য বাতাস এলে তার ছিঁড়ে পড়ে যাবে, এমন অজুহাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নতুন তার দেওয়ার দাবি দীর্ঘদিনের। পাশাপাশি এবার মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে এই ওয়ার্ডের বাসিন্দারা চরম ক্ষিপ্ত। যেকোনো দিন বিদ্যুৎ অফিস ঘেরাও করার আশঙ্কা রয়েছে।
ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যৈষ্ঠ সহসভাপতি শংকর সাহা বলেন, ‘গত বছর লোডশেডিংয়ের কারণে ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা চাই না, এবারও গত বছরের ধারাবাহিকতা বজায় থাকুক। সবার ভোগান্তির কথা চিন্তা করে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানাই।’
বিদ্যুৎ বিভাগের ভাষ্যমতে, ময়মনসিংহ বিভাগের চার জেলায় প্রতিদিন সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ৭৮০ মেগাওয়াট। এর মধ্যে ময়মনসিংহ জেলার চাহিদা ৩৬০ মেগাওয়াট। এই চাহিদার বিপরীতে ময়মনসিংহ বিভাগের চার জেলায় সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ রয়েছে ৬৪০ মেগাওয়াট। এতে ঘাটতি ১৪০ মেগাওয়াট। যে কারণে ময়মনসিংহ জেলাসহ বিভাগের বাকি নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলায় লোডশেডিং হচ্ছে।
ময়মনসিংহ বিতরণ কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ময়মনসিংহের রুরাল পাওয়ার কোম্পানি (আরপিসিএল) থেকে দৈনিক ২১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা রয়েছে। কিন্তু গ্যাসের স্বল্পতার কারণে কিছুদিন আগেও ১০০ মেগাওয়াট দিতে পারলেও বর্তমানে ৬ থেকে ১০ মেগাওয়াট উৎপাদন করে দিতে পারছে। এ ছাড়া জামালপুর জেলার বেসরকারি মালিকানাধীন সিকদার গ্রুপের ৯৫ মেগাওয়াটের একটি পাওয়ার প্ল্যান্ট বন্ধ রয়েছে। ফলে সেখান থেকেও বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না। মূলত এই কারণে ময়মনসিংহে বিদ্যুতের ঘাটতি রয়েছে।
প্রধান প্রকৌশলী বলেন, ‘ময়মনসিংহের বিদ্যুৎ ঘাটতি নিয়ে আমরা মন্ত্রণালয়কে বলেছি যেন ময়মনসিংহের জন্য বিদ্যুতের সরবরাহ বাড়ানো হয়। তবে, কবে নাগাদ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যাবে তা সঠিকভাবে বলা সম্ভব না।’
জনদুর্ভোগ বিবেচনা করে এ সময় প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, অন্তত সাহ্রি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
ময়মনসিংহে ঘন ঘন লোডশেডিংয়ে দুর্ভোগ বেড়েছে মানুষের। দিনের বেশির ভাগ সময়ই বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে রমজানের সাহ্রি, ইফতার ও তারাবিতে মাঝেমধ্যে বিদ্যুৎ মিললেও বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানামুখী আলোচনা-সমালোচনা চলছে। লোডশেডিংয়ের কারণ হিসেবে উৎপাদন ঘাটতিকে দায়ী করছে ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগ।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বছর গরমের পুরোটা সময়েই ছিল ব্যাপক লোডশেডিং। এ বছর গরম পড়তে না-পড়তেই আগের বছরের মতোই লোডশেডিং শুরু হয়েছে। এতে মানুষ ভোগান্তিতে পড়েছে। লোডশেডিংয়ের কারণে মানুষের স্বাভাবিক জীবন ও ব্যবসা বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে শ্রমজীবীদের অবস্থা নাজুক হয়ে পড়েছে। অব্যাহত লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়ালেখা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, নগরের ব্যস্ততম এলাকা গাঙ্গিনারপাড়, নতুন বাজার ও চরপাড়া এলাকায় রয়েছে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান। এ ছাড়া ছোট বাজার ও বড় বাজার এলাকা ময়মনসিংহের পাইকারি ব্যবসার কেন্দ্রস্থল। এসব এলাকায় প্রতিদিনই লোডশেডিং চলছেই। এতে ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন। নগরীর প্রায় সব এলাকাতে সমানতালে চলছে লোডশেডিং। এ ছাড়া জেলার প্রত্যেকটি উপজেলায় অন্তত ২০ দিন ধরে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে নাজেহাল জনজীবন। বিশেষ করে পল্লী বিদ্যুতের অধীনে গ্রামগুলোতে এই লোডশেডিংয়ের মাত্র আরও বেশি।
শহরের গাঙ্গিনারপাড় এলাকার ইলেকট্রনিক ব্যবসায়ী বাবুল সরকার বলেন, ‘দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না। কিছুক্ষণের জন্য এলেও আবার চলে যায়। মাত্রাতিরিক্ত গরমের মধ্যে লোডশেডিংয়ের কারণে ঠিকমতো ব্যবসা করতে পারছি না।’
পয়লা বৈশাখের দিন বিকেলে নগরীর জয়নুল আবেদীন পার্কে বসে ছিলেন ফয়সাল, হাসিফ ও শাহীন নামে আনন্দ মোহন কলেজের কয়েক শিক্ষার্থী। তাঁরা জানান, মেসে থেকে পড়াশোনা করছেন। প্রচণ্ড গরমে ঠিকমতো পড়াশোনা করা যাচ্ছে না। কিছুক্ষণের জন্য আসলেও আবার চলে যাচ্ছে। ফ্যান চালাতে না পেরে কক্ষে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। পার্কে সার্বক্ষণিক বাতাস থাকার কারণে এসেছেন তাঁরা। এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানান শিক্ষার্থীরা।
সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মঞ্জুরুল ইসলাম জানান, এই ওয়ার্ডে বিদ্যুৎ নেই বললেই চলে। দিনে অন্তত ১০ বার বিদ্যুৎ যায়। সাহ্রি, ইফতার ও তারাবির সময়ও বিদ্যুৎ চলে যায়। মাঝেমধ্যে বিদ্যুৎ দিলেও ভোল্টেজ থাকে না। এতে ফ্রিজে রাখা জিনিসগুলো নষ্ট হচ্ছে।
ওই এলাকার হাসেম উদ্দিন বলেন, এই ওয়ার্ডের কয়েকটি এলাকায় বিদ্যুতের তারগুলো অনেক পুরোনো। সারা বছরই বিদ্যুতের সমস্যা দেখা দেয়। এ ছাড়া সামান্য বাতাস এলে তার ছিঁড়ে পড়ে যাবে, এমন অজুহাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নতুন তার দেওয়ার দাবি দীর্ঘদিনের। পাশাপাশি এবার মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে এই ওয়ার্ডের বাসিন্দারা চরম ক্ষিপ্ত। যেকোনো দিন বিদ্যুৎ অফিস ঘেরাও করার আশঙ্কা রয়েছে।
ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যৈষ্ঠ সহসভাপতি শংকর সাহা বলেন, ‘গত বছর লোডশেডিংয়ের কারণে ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা চাই না, এবারও গত বছরের ধারাবাহিকতা বজায় থাকুক। সবার ভোগান্তির কথা চিন্তা করে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানাই।’
বিদ্যুৎ বিভাগের ভাষ্যমতে, ময়মনসিংহ বিভাগের চার জেলায় প্রতিদিন সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ৭৮০ মেগাওয়াট। এর মধ্যে ময়মনসিংহ জেলার চাহিদা ৩৬০ মেগাওয়াট। এই চাহিদার বিপরীতে ময়মনসিংহ বিভাগের চার জেলায় সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ রয়েছে ৬৪০ মেগাওয়াট। এতে ঘাটতি ১৪০ মেগাওয়াট। যে কারণে ময়মনসিংহ জেলাসহ বিভাগের বাকি নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলায় লোডশেডিং হচ্ছে।
ময়মনসিংহ বিতরণ কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ময়মনসিংহের রুরাল পাওয়ার কোম্পানি (আরপিসিএল) থেকে দৈনিক ২১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা রয়েছে। কিন্তু গ্যাসের স্বল্পতার কারণে কিছুদিন আগেও ১০০ মেগাওয়াট দিতে পারলেও বর্তমানে ৬ থেকে ১০ মেগাওয়াট উৎপাদন করে দিতে পারছে। এ ছাড়া জামালপুর জেলার বেসরকারি মালিকানাধীন সিকদার গ্রুপের ৯৫ মেগাওয়াটের একটি পাওয়ার প্ল্যান্ট বন্ধ রয়েছে। ফলে সেখান থেকেও বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না। মূলত এই কারণে ময়মনসিংহে বিদ্যুতের ঘাটতি রয়েছে।
প্রধান প্রকৌশলী বলেন, ‘ময়মনসিংহের বিদ্যুৎ ঘাটতি নিয়ে আমরা মন্ত্রণালয়কে বলেছি যেন ময়মনসিংহের জন্য বিদ্যুতের সরবরাহ বাড়ানো হয়। তবে, কবে নাগাদ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যাবে তা সঠিকভাবে বলা সম্ভব না।’
জনদুর্ভোগ বিবেচনা করে এ সময় প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, অন্তত সাহ্রি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে