আমতলী পৌর মেয়র ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ০৬: ৩৭
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১১: ৫৭

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরগুনার আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান ও তাঁর স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ওমর ফারুক বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ পৃথক দুটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে জানা গেছে, আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান (৫৩) কর্তৃক কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দিয়ে জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ২৪০ টাকা মূল্যমানের সম্পদ গোপন ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারা ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ওমর ফারুক বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ সোমবার একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৫।

এদিকে মতিয়ার রহমানের স্ত্রী নুসরাত জাহান (৪১) কর্তৃক কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দিয়ে স্বামীর অবৈধ আয়ে অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ২৪০ টাকা মূল্যমানের সম্পদ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারা ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ওমর ফারুক বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সোমবার একটি মামলা দায়ের করে। মামলা নং-১৬।

দুদক কর্মকর্তা ওমর ফারুক বলেন, ‘আসামিদের বিরুদ্ধে তদন্তে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ভোগদখলের প্রমাণ থাকায় বিধিমোতাবেক মামলা হয়েছে। অনুসন্ধানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ভোগদখলের সমস্ত তথ্য উপাত্ত ও প্রমাণাদি বের হয়েছে। এ বিষয়ে কমিশন বিধিমোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।’

মামলার বিষয়ে পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, ‘আমার যে সম্পদের বিষয়ে দুদক মামলা দিয়েছে ওই সম্পদ বৈধ এবং বৈধতার সব কাগজপত্র আমার কাছে আছে। আমি দুদকের কর্মকর্তাদের সেসব একাধিকবার দেখিয়েছি। কিন্তু তারা কেন মামলা করল আমার বোধগম্য নয়। আসলে এখানে রাজনৈতিক একটি প্রতিপক্ষ দুদককে ব্যবহার করে আমাকে হেনস্তা করার অপচেষ্টা করছে। তাদের হামলার শিকার হয়ে আমার ভাগনে পঙ্গুপ্রায়। আমি বিষয়টি শিগগিরই উচ্চ আদালতে চ্যালেঞ্জ করব।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত