সাখাওয়াত হোসেন হৃদয়, পাকুন্দিয়া
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। চৈত্রের কাটফাটা গরমে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে। তাই বিভিন্ন এলাকার নলকূপে আসছে না পানি। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর মাস থেকে নলকূপের পানির কমতে থাকে এবং চৈত্রের শেষ দিকে প্রায় প্রতি বছরই পানির সংকটে পড়তে হয় এখানকার বাসিন্দাদের।
অন্যদিকে প্রশাসন বলছে, চলতি অর্থ বছরে ২৩৪টি নলকূপের বরাদ্দ দেওয়া হয়েছে। এই সমস্যা নিরসনে আরও কয়েকটি প্রকল্পও রয়েছে। দ্রুত পানির সমস্যা দুর করা সম্ভব হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় দেড় হাজারের বেশি টিউবওয়েল ও ইঞ্জিন চালিত মেশিনে পানি উঠছে না। ফেব্রুয়ারি ও মার্চ মাসে অগভীর নলকূপগুলোর পানির প্রবাহ একেবারেই বন্ধ হয়ে যায়। তাই উপজেলার বিভিন্ন গ্রামে দেখা দেয় সু-পেয় পানির সংকট। উপজেলার এগারসিন্দুর অঞ্চলে উঁচু টিলার উপরে বেশ কিছু মানুষের ঘরবাড়ি রয়েছে। ওই এলাকায় পানির সংকট দিন দিন তীব্র হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এ সময়ে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় কারণ হচ্ছে বিদ্যুৎ চালিত পাম্পের সাহায্যে গভীর নলকূপের মাধ্যমে ফসলি জমিতে সেচ সরবরাহ করা। শীত মৌসুমে রবি শস্যসহ বিভিন্ন ফসল চাষে প্রচুর পরিমানে সেচের প্রয়োজন হয়। তাই নদী নালা, খাল, বিল, পুকুরসহ অন্যান্য সকল জলাধারই পানি শুণ্য হয়ে পড়ে।
অমরপুর গ্রামের সজল মিয়া বলেন, আমার বাড়িতে ২৮০ ফুট গভীরতা সম্পন্ন টিউবওয়েলটির পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। ১৫ হাজার টাকা খরচ করে একটি মোটর বসানো হয়েছে। এতে আপাতত পানির অভাব পূরণ করতে পেরেছি। মার্চ এপ্রিলের মধ্যে যদি বৃষ্টিপাত না হয় তা হলে এতেও পাণি উঠবে কই না সন্দেহ।
উপজেলার জাঙালিয়া এলাকার বাসিন্দা মিনহাজ উদ্দিন বলেন, বাড়ির নলকূপটিতে পাণি আসছে না।
পানি সংকট নিয়ে পৌর সদরের নামা লক্ষিয়া গ্রামের বাসিন্দা মুস্তাক আহমেদ বলেন, ‘আমার বাড়ির টিউবওয়েল টি ২৭০ ফুট গভীর। এতেও পানি উঠছে না দুই মাস ধরে। আমাদের বাড়িতে খাবার পানি সংকট। আধা কিলোমিটার দূর থেকে খাবার পানি এনে পান করছি।’
এ ব্যাপারে জানতে চাইলে পাকুন্দিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সাব্বির আহমেদ বলেন, বিশুদ্ধ পানির সমস্যা এই মৌসুমে হয়েই থাকে। আমি সরেজমিনে বিষয়টি দেখে এসেছি। সেচ কাজে ও বিভিন্ন সময় পাম্প দিয়ে অতিরিক্ত পানি তোলার কারণে পানির স্তর নিচে নেমে যায়। পানির সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছি।
গত অর্থ বছরে ২৪৮টি এবং চলতি অর্থ বছরে ২৩৪টি নলকূপের বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের হাতে আরও কয়েকটি প্রকল্প রয়েছে। আশা করছি পানির সমস্যা দুর করা সম্ভব হবে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু বলেন, এ সময় সব এলাকাতেই পানির স্তর নিচে নেমে যায় এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। ইতিমধ্যে এ বছর ২৩৪টি নলকুপের বরাদ্দ দেওয়া হয়েছে। এতে কিছুটা হলেও মানুষের কষ্ট লাঘব হবে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। চৈত্রের কাটফাটা গরমে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে। তাই বিভিন্ন এলাকার নলকূপে আসছে না পানি। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর মাস থেকে নলকূপের পানির কমতে থাকে এবং চৈত্রের শেষ দিকে প্রায় প্রতি বছরই পানির সংকটে পড়তে হয় এখানকার বাসিন্দাদের।
অন্যদিকে প্রশাসন বলছে, চলতি অর্থ বছরে ২৩৪টি নলকূপের বরাদ্দ দেওয়া হয়েছে। এই সমস্যা নিরসনে আরও কয়েকটি প্রকল্পও রয়েছে। দ্রুত পানির সমস্যা দুর করা সম্ভব হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় দেড় হাজারের বেশি টিউবওয়েল ও ইঞ্জিন চালিত মেশিনে পানি উঠছে না। ফেব্রুয়ারি ও মার্চ মাসে অগভীর নলকূপগুলোর পানির প্রবাহ একেবারেই বন্ধ হয়ে যায়। তাই উপজেলার বিভিন্ন গ্রামে দেখা দেয় সু-পেয় পানির সংকট। উপজেলার এগারসিন্দুর অঞ্চলে উঁচু টিলার উপরে বেশ কিছু মানুষের ঘরবাড়ি রয়েছে। ওই এলাকায় পানির সংকট দিন দিন তীব্র হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এ সময়ে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় কারণ হচ্ছে বিদ্যুৎ চালিত পাম্পের সাহায্যে গভীর নলকূপের মাধ্যমে ফসলি জমিতে সেচ সরবরাহ করা। শীত মৌসুমে রবি শস্যসহ বিভিন্ন ফসল চাষে প্রচুর পরিমানে সেচের প্রয়োজন হয়। তাই নদী নালা, খাল, বিল, পুকুরসহ অন্যান্য সকল জলাধারই পানি শুণ্য হয়ে পড়ে।
অমরপুর গ্রামের সজল মিয়া বলেন, আমার বাড়িতে ২৮০ ফুট গভীরতা সম্পন্ন টিউবওয়েলটির পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। ১৫ হাজার টাকা খরচ করে একটি মোটর বসানো হয়েছে। এতে আপাতত পানির অভাব পূরণ করতে পেরেছি। মার্চ এপ্রিলের মধ্যে যদি বৃষ্টিপাত না হয় তা হলে এতেও পাণি উঠবে কই না সন্দেহ।
উপজেলার জাঙালিয়া এলাকার বাসিন্দা মিনহাজ উদ্দিন বলেন, বাড়ির নলকূপটিতে পাণি আসছে না।
পানি সংকট নিয়ে পৌর সদরের নামা লক্ষিয়া গ্রামের বাসিন্দা মুস্তাক আহমেদ বলেন, ‘আমার বাড়ির টিউবওয়েল টি ২৭০ ফুট গভীর। এতেও পানি উঠছে না দুই মাস ধরে। আমাদের বাড়িতে খাবার পানি সংকট। আধা কিলোমিটার দূর থেকে খাবার পানি এনে পান করছি।’
এ ব্যাপারে জানতে চাইলে পাকুন্দিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সাব্বির আহমেদ বলেন, বিশুদ্ধ পানির সমস্যা এই মৌসুমে হয়েই থাকে। আমি সরেজমিনে বিষয়টি দেখে এসেছি। সেচ কাজে ও বিভিন্ন সময় পাম্প দিয়ে অতিরিক্ত পানি তোলার কারণে পানির স্তর নিচে নেমে যায়। পানির সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছি।
গত অর্থ বছরে ২৪৮টি এবং চলতি অর্থ বছরে ২৩৪টি নলকূপের বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের হাতে আরও কয়েকটি প্রকল্প রয়েছে। আশা করছি পানির সমস্যা দুর করা সম্ভব হবে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু বলেন, এ সময় সব এলাকাতেই পানির স্তর নিচে নেমে যায় এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। ইতিমধ্যে এ বছর ২৩৪টি নলকুপের বরাদ্দ দেওয়া হয়েছে। এতে কিছুটা হলেও মানুষের কষ্ট লাঘব হবে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে