উখিয়া (প্রতিনিধি) কক্সবাজার
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল সেতু এলাকায় প্রতিনিয়ত দীর্ঘ যানজট লেগে থাকে। এতে ভোগান্তিতে পড়ে পর্যটকসহ সাধারণ মানুষ।
সরেজমিন দেখা গেছে, গত সোমবার বিকেল ৫টা থেকে ৩ ঘণ্টা যানজট ছিল রেজুখাল সেতু এলাকায়। এতে সেতুর দুই পাশে আটকা পড়ে কয়েক শ যানবাহন।
সরেজমিন দেখা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজুখাল চেকপোস্ট রয়েছে সেতুটির রামু উপজেলা অংশে। সেখানে টেকনাফ থেকে কক্সবাজার অভিমুখী যানবাহনগুলো তল্লাশি করেন বিজিবি সদস্যরা।
অভিযোগ রয়েছে, তল্লাশিতে বিলম্ব হওয়ায় যানজটে পড়তে হয় পর্যটকদের।
চেকপোস্টের ব্যবস্থাপনা নিয়ে সেখানে কর্মরত বিজিবির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা তল্লাশিতে ব্যস্ত বলে জানান।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির এক সদস্য বলেন, ‘যেহেতু এখন পর্যটন মৌসুম, তাই যানবাহনের চাপ বেশি। মাদক পাচারকারীরা পর্যটকদের ভিড়ের ফায়দা নিয়ে এই রোড দিয়ে মাদক পাচার করেন। শুধু মাদক না, মাত্র তিন দিন আগে (৭ জানুয়ারি) এই চেকপোস্টে ৫৭ ভরি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়।’
মেরিনড্রাইভ উখিয়া ও রামু উপজেলার সংযোগ সড়ক হিসেবে তৈরি করা হয়। আর মেরিনড্রাইভের রেজুখাল সেতু হয়ে কক্সবাজার থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত দৈনিক যাতায়াত করে পর্যটকবাহী জিপ, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশাসহ হাজারো যানবাহন।
এই সড়কটি কক্সবাজার শহর, দরিয়া নগর, হিমছড়ি, ইনানী সৈকত, পাটোয়ার টেক, টেকনাফসহ বিভিন্ন দর্শনীয় স্থানে যান পর্যটকেরা। তবে যানজটে পর্যটকদের ভোগান্তিতে পড়তে হয়।
ঢাকার কল্যাণপুর থেকে কক্সবাজার বেড়াতে আসা ব্যবসায়ী তাজ উদ্দিন (৪০) বলেন, ‘আমরা ইনানী গিয়েছিলাম। এখনো জ্যামে আটকা আছি। সামনে চেকপোস্টের তল্লাশিতে দেরি হচ্ছে বলেই এ সমস্যা। রাত ৯টায় ঢাকার বাস। জানি না পৌঁছাতে পারব কি না।’
এই সড়কে নিয়মিত যাতায়াত করা উখিয়ার জালিয়াপালংয়ের বাসিন্দা সাংবাদিক শামীমুল ইসলাম ফয়সাল বলেন, প্রতিদিনই যানজট তৈরি হয় এই সেতুতে। বিশেষ করে পর্যটন মৌসুমে যানজট বেশি থাকে। বিজিবি চেকপোস্টের সদস্যরা এখানকার আইনশৃঙ্খলা রক্ষার্থে অপরাধ দমনে কাজ করছেন। তারা সাধুবাদ পাওয়ার যোগ্য।
তবে যানজট নিরসনে সুনির্দিষ্ট ব্যবস্থাপনায় বিজিবির চেকপোস্টে তল্লাশি করা প্রয়োজন। এতে যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে বলে মনে করেন স্থানীয় এই সাংবাদিক।
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল সেতু এলাকায় প্রতিনিয়ত দীর্ঘ যানজট লেগে থাকে। এতে ভোগান্তিতে পড়ে পর্যটকসহ সাধারণ মানুষ।
সরেজমিন দেখা গেছে, গত সোমবার বিকেল ৫টা থেকে ৩ ঘণ্টা যানজট ছিল রেজুখাল সেতু এলাকায়। এতে সেতুর দুই পাশে আটকা পড়ে কয়েক শ যানবাহন।
সরেজমিন দেখা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজুখাল চেকপোস্ট রয়েছে সেতুটির রামু উপজেলা অংশে। সেখানে টেকনাফ থেকে কক্সবাজার অভিমুখী যানবাহনগুলো তল্লাশি করেন বিজিবি সদস্যরা।
অভিযোগ রয়েছে, তল্লাশিতে বিলম্ব হওয়ায় যানজটে পড়তে হয় পর্যটকদের।
চেকপোস্টের ব্যবস্থাপনা নিয়ে সেখানে কর্মরত বিজিবির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা তল্লাশিতে ব্যস্ত বলে জানান।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির এক সদস্য বলেন, ‘যেহেতু এখন পর্যটন মৌসুম, তাই যানবাহনের চাপ বেশি। মাদক পাচারকারীরা পর্যটকদের ভিড়ের ফায়দা নিয়ে এই রোড দিয়ে মাদক পাচার করেন। শুধু মাদক না, মাত্র তিন দিন আগে (৭ জানুয়ারি) এই চেকপোস্টে ৫৭ ভরি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়।’
মেরিনড্রাইভ উখিয়া ও রামু উপজেলার সংযোগ সড়ক হিসেবে তৈরি করা হয়। আর মেরিনড্রাইভের রেজুখাল সেতু হয়ে কক্সবাজার থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত দৈনিক যাতায়াত করে পর্যটকবাহী জিপ, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশাসহ হাজারো যানবাহন।
এই সড়কটি কক্সবাজার শহর, দরিয়া নগর, হিমছড়ি, ইনানী সৈকত, পাটোয়ার টেক, টেকনাফসহ বিভিন্ন দর্শনীয় স্থানে যান পর্যটকেরা। তবে যানজটে পর্যটকদের ভোগান্তিতে পড়তে হয়।
ঢাকার কল্যাণপুর থেকে কক্সবাজার বেড়াতে আসা ব্যবসায়ী তাজ উদ্দিন (৪০) বলেন, ‘আমরা ইনানী গিয়েছিলাম। এখনো জ্যামে আটকা আছি। সামনে চেকপোস্টের তল্লাশিতে দেরি হচ্ছে বলেই এ সমস্যা। রাত ৯টায় ঢাকার বাস। জানি না পৌঁছাতে পারব কি না।’
এই সড়কে নিয়মিত যাতায়াত করা উখিয়ার জালিয়াপালংয়ের বাসিন্দা সাংবাদিক শামীমুল ইসলাম ফয়সাল বলেন, প্রতিদিনই যানজট তৈরি হয় এই সেতুতে। বিশেষ করে পর্যটন মৌসুমে যানজট বেশি থাকে। বিজিবি চেকপোস্টের সদস্যরা এখানকার আইনশৃঙ্খলা রক্ষার্থে অপরাধ দমনে কাজ করছেন। তারা সাধুবাদ পাওয়ার যোগ্য।
তবে যানজট নিরসনে সুনির্দিষ্ট ব্যবস্থাপনায় বিজিবির চেকপোস্টে তল্লাশি করা প্রয়োজন। এতে যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে বলে মনে করেন স্থানীয় এই সাংবাদিক।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে