সিলেট প্রতিনিধি
খাবারের দোকানসহ সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পবিত্র মাহে রমজান ও ঈদের বাজারে ক্রেতাদের হয়রানি বন্ধ করতে গোয়ালাবাজারের মা রেস্টুরেন্টে অভিযান পরিচালনাকালে খাবারে নিষিদ্ধ রং ও রাসায়নিক মিশ্রণের উপস্থিতি থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর একই এলাকার মাধবী মিষ্টি ঘরে অভিযান চালালে সেখানে দেখা যায় এক ভোক্তা পাঁচ কেজি মিষ্টান্ন কিনে টাকা পরিশোধ করেন। কিন্তু দোকানি পাঁচ কেজি মিষ্টান্নের জায়গায় ৫০০ গ্রাম কম দেন। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার অঙ্গীকার করলে অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে ওজনে কারচুপির অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই দিনে গোয়ালাবাজারের বিভিন্ন শাড়ি-কাপড়-জুতা এবং কসমেটিকসের দোকানেও অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কাপড়ের গায়ে মূল্য না লিখে গোপন কোড লেখার দায়ে রহমানীয়া শাড়িঘরকে ১ হাজার টাকা এবং ১ হাজার টাকায় কেনা শাড়িতে ২ হাজার ৯০০ টাকা লিখে অতিরিক্ত মূল্য ১ হাজার ৯০০ টাকা দাবি করার দায়ে সিটি ফ্যাশন অ্যান্ড ফেব্রিকসকে আরও ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করে র্যাব-৯ এর একটি দল।
অভিযানের সত্যতা নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খাবারের দোকানসহ সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পবিত্র মাহে রমজান ও ঈদের বাজারে ক্রেতাদের হয়রানি বন্ধ করতে গোয়ালাবাজারের মা রেস্টুরেন্টে অভিযান পরিচালনাকালে খাবারে নিষিদ্ধ রং ও রাসায়নিক মিশ্রণের উপস্থিতি থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর একই এলাকার মাধবী মিষ্টি ঘরে অভিযান চালালে সেখানে দেখা যায় এক ভোক্তা পাঁচ কেজি মিষ্টান্ন কিনে টাকা পরিশোধ করেন। কিন্তু দোকানি পাঁচ কেজি মিষ্টান্নের জায়গায় ৫০০ গ্রাম কম দেন। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার অঙ্গীকার করলে অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে ওজনে কারচুপির অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই দিনে গোয়ালাবাজারের বিভিন্ন শাড়ি-কাপড়-জুতা এবং কসমেটিকসের দোকানেও অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কাপড়ের গায়ে মূল্য না লিখে গোপন কোড লেখার দায়ে রহমানীয়া শাড়িঘরকে ১ হাজার টাকা এবং ১ হাজার টাকায় কেনা শাড়িতে ২ হাজার ৯০০ টাকা লিখে অতিরিক্ত মূল্য ১ হাজার ৯০০ টাকা দাবি করার দায়ে সিটি ফ্যাশন অ্যান্ড ফেব্রিকসকে আরও ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করে র্যাব-৯ এর একটি দল।
অভিযানের সত্যতা নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে