ছাত্রদলের সাত কমিটি নিয়ে বিতর্ক, শোকজ

বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২১, ০৭: ৫০
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১২: ২২

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরগুনা সদর উপজেলার সাত ইউনিয়ন কমিটি গঠন করেছে সদর উপজেলা ছাত্রদল। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রনিসহ চারজন যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত ওই কমিটি গত মঙ্গলবার রাতে প্রকাশ করা হয়। পর দিন গত বুধবার জেলা ছাত্রদল কমিটিকে ‘অগঠনতান্ত্রিক’ দাবি করে উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

বুধবার প্রকাশিত ওই কমিটি নিয়ে আপত্তি তোলেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ইমরান হোসাইন। তিনি দাবি করেন, কাউকে না জানিয়ে এবং সদর উপজেলা সদস্যসচিব ইমরান হোসেনের স্বাক্ষর ছাড়া এই কমিটি গঠন করে প্রকাশিত হয়েছে। প্রকাশিত কমিটির প্যাডে সিল থাকলেও তাঁর স্বাক্ষর নেই।

জেলা ছাত্রদলের শীর্ষ নেতারাও গঠিত এই কমিটিকে ‘অগঠনতান্ত্রিক’ ও এ কমিটি বিলুপ্ত করা হবে বলে জানিয়েছেন।

এদিকে বুধবার বরগুনা জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক মেহেদী হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ছাত্রদল বরগুনা সদর উপজেলা শাখার অধীন উপজেলা কমিটির আহ্বায়ক মেহেদী হাসান রনি স্বাক্ষরিত সাত ইউনিয়ন কমিটি ৩০ নভেম্বর সদস্যসচিবের স্বাক্ষর ছাড়া প্রকাশিত হয়। যা সংগঠনের শৃঙ্খলা এবং গঠনতন্ত্র পরিপন্থী। তাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অনুমতিক্রমে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনির নির্দেশক্রমে ওই অবৈধ কমিটিগুলো বাতিল করা হলো। সেই সঙ্গে সংগঠনের শৃঙ্খলা এবং গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকায় সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রনিকে ২ ডিসেম্বর সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা ছাত্রদলের সভাপতি/সম্পাদকের সম্মুখে সশরীরে উপস্থিত হয়ে মৌখিক ও লিখিত কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।’

বরগুনা সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমরান হোসেন বলেন, ‘আমার সম্মতি ছাড়াই অগোচরে অনৈতিক সুবিধার বিনিময়ে কমিটি করা হয়েছে। এটা ছাত্রদলের গঠনতন্ত্রে বিধিসম্মত নয়।’

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রনি বলেন, ‘কেন্দ্রের নির্দেশনা ছিল ৩০ ডিসেম্বরের মধ্যে কমিটি দিতে হবে। সদস্যসচিবকে কমিটির বিষয়ে বলা হলেও তিনি সম্মত হয়নি। কমিটি বিধিসম্মতভাবে করা হয়েছে। চারজন যুগ্ম আহ্বায়কের স্বাক্ষর নিয়ে কমিটি গঠন করে প্রকাশ করা হয়েছে।’

বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি বলেন, ‘এটা একটা বিতর্কিত কমিটি। এ বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’

বরগুনা জেলা ছাত্রদলের সহসভাপতি অ্যাডভোকেট মিসকাত সাজ্জাত বলেন, ‘বিতর্কিত এই কমিটির ব্যাপারে কিছু জানি না। তবে বিষয়টি নেতা-কর্মীদের সমন্বয়হীনতার কারণে হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত