হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের (হ্যালোবাইক) ভাড়া বাড়িয়েছেন মালিক সমিতি ও চালকেরা। পূর্ব ঘোষণা ছাড়াই ভাড়া বৃদ্ধির এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন যাত্রীরা। কিছু কিছু রুটে দ্বিগুণ ভাড়া বেড়েছে বলে জানা গেছে।
মালিক সমিতির এক সদস্য জানান, হরিরামপুর থেকে বেউথা রুট, হরিরামপুর থেকে ঝিটকা এবং হরিরামপুর থেকে বলড়া-বান্দুরা রুটে ভাড়া বাড়ানো হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলা চত্বর থেকে লাউতা মোড় পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে ১৫ টাকা। আগে নেওয়া হতো ১০ টাকা। লেছড়াগঞ্জ বাজার থেকে ঝিটকা বাজার পর্যন্ত বর্তমান ভাড়া ২৫ টাকা। আগে ছিল ২০ টাকা। হরিরামপুর উপজেলা চত্বর থেকে লেছড়াগঞ্জে যেতে ৫ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে ১০ টাকা। এমন অনেক স্থানে দ্বিগুণ ভাড়া আদায় করার অভিযোগ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ব্যাটারিচালিত ইজিবাইকচালকদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, তেল-চালসহ নিত্যপণ্যের দাম বেড়েছে। তাই তাঁরা ভাড়া বাড়িয়েছেন। সমিতির সবাই বসে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তাঁরা। উপজেলার অন্যান্য রুটে চলাচল করা যানবাহনেও ভাড়া বাড়ানো হয়েছে বলে জানান তাঁরা।
অন্যদিকে যাত্রীরা বলছেন, কোনো ঘোষণা বা মাইকিং না করে হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের। ভাড়া নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে বাগ্বিতণ্ডা লেগে যায়। শিক্ষার্থীদের কাছ থেকেও ভাড়া বেশি আদায় করা হচ্ছে।
ইমন নামের এক কলেজশিক্ষার্থী বলেন, হরিরামপুর থেকে মানিকগঞ্জে কলেজে নিয়মিত ক্লাস করতে হয়, এভাবে ভাড়া বৃদ্ধি মানা যায় না।
হরিরামপুর শ্যামল নিসর্গর সিনিয়র সহসভাপতি পলাশ সূত্রধর বলেন, ‘কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া নিজেদের খেয়ালখুশিমতো ভাড়া বৃদ্ধি ঠিক না।’
এ ব্যাপারে হরিরামপুর হ্যালোবাইক মালিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘চাল-ডালসহ সবকিছুর দাম বেড়েছে। পাশাপাশি গাড়ির দাম বেশি, যন্ত্রাংশের দামও বেশি। গরিব মানুষেরা হ্যালোবাইক চালায়। খরচ বেড়ে যাওয়ায় আগের ভাড়া থেকে পাঁচ টাকা বেশি নেওয়া হচ্ছে। তবে প্রতিবন্ধী যাত্রীদের থেকে ভাড়া কম নেওয়া হয়।’
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ ভাড়া বৃদ্ধির বিষয়টি জানা ছিল না। অটোমালিক সমিতির সভাপতিকে ডেকে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’
মানিকগঞ্জের হরিরামপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের (হ্যালোবাইক) ভাড়া বাড়িয়েছেন মালিক সমিতি ও চালকেরা। পূর্ব ঘোষণা ছাড়াই ভাড়া বৃদ্ধির এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন যাত্রীরা। কিছু কিছু রুটে দ্বিগুণ ভাড়া বেড়েছে বলে জানা গেছে।
মালিক সমিতির এক সদস্য জানান, হরিরামপুর থেকে বেউথা রুট, হরিরামপুর থেকে ঝিটকা এবং হরিরামপুর থেকে বলড়া-বান্দুরা রুটে ভাড়া বাড়ানো হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলা চত্বর থেকে লাউতা মোড় পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে ১৫ টাকা। আগে নেওয়া হতো ১০ টাকা। লেছড়াগঞ্জ বাজার থেকে ঝিটকা বাজার পর্যন্ত বর্তমান ভাড়া ২৫ টাকা। আগে ছিল ২০ টাকা। হরিরামপুর উপজেলা চত্বর থেকে লেছড়াগঞ্জে যেতে ৫ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে ১০ টাকা। এমন অনেক স্থানে দ্বিগুণ ভাড়া আদায় করার অভিযোগ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ব্যাটারিচালিত ইজিবাইকচালকদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, তেল-চালসহ নিত্যপণ্যের দাম বেড়েছে। তাই তাঁরা ভাড়া বাড়িয়েছেন। সমিতির সবাই বসে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তাঁরা। উপজেলার অন্যান্য রুটে চলাচল করা যানবাহনেও ভাড়া বাড়ানো হয়েছে বলে জানান তাঁরা।
অন্যদিকে যাত্রীরা বলছেন, কোনো ঘোষণা বা মাইকিং না করে হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের। ভাড়া নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে বাগ্বিতণ্ডা লেগে যায়। শিক্ষার্থীদের কাছ থেকেও ভাড়া বেশি আদায় করা হচ্ছে।
ইমন নামের এক কলেজশিক্ষার্থী বলেন, হরিরামপুর থেকে মানিকগঞ্জে কলেজে নিয়মিত ক্লাস করতে হয়, এভাবে ভাড়া বৃদ্ধি মানা যায় না।
হরিরামপুর শ্যামল নিসর্গর সিনিয়র সহসভাপতি পলাশ সূত্রধর বলেন, ‘কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া নিজেদের খেয়ালখুশিমতো ভাড়া বৃদ্ধি ঠিক না।’
এ ব্যাপারে হরিরামপুর হ্যালোবাইক মালিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘চাল-ডালসহ সবকিছুর দাম বেড়েছে। পাশাপাশি গাড়ির দাম বেশি, যন্ত্রাংশের দামও বেশি। গরিব মানুষেরা হ্যালোবাইক চালায়। খরচ বেড়ে যাওয়ায় আগের ভাড়া থেকে পাঁচ টাকা বেশি নেওয়া হচ্ছে। তবে প্রতিবন্ধী যাত্রীদের থেকে ভাড়া কম নেওয়া হয়।’
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ ভাড়া বৃদ্ধির বিষয়টি জানা ছিল না। অটোমালিক সমিতির সভাপতিকে ডেকে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে